সশস্ত্র সীমা বলে কন্সটেবল পদে কর্মী নিয়োগ
সশস্ত্র সীমা বলে কন্সটেবল পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এই আবেদন চলবে ২১ নভেম্বর ২০২০ থেকে ২০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য গুলি নিচে তুলে ধরা হলো।
সশস্ত্র সীমা বল মোট শূন্যপদ ১৫২২ টি কর্মস্থলঃ সারা ভারত |
|
গুরুত্বপূর্ণ তারিখ |
|
আবেদন শুরুঃ | ২১ নভেম্বর ২০২০ |
আবেদন শেষঃ | ২০ ডিসেম্বর ২০২০ |
শূণ্য পদের বিবরণ |
|
পদের নাম (কন্সটেবল) | পদ সংখ্যা |
ড্রাইভার (শুধুমাত্র পুরুষ) | ৫৭৪ |
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট | ২৪ |
ভেটেরিনারি | ১৬১ |
আয়া (শুধুমাত্র মহিলা) | ০৫ |
কার্পেন্টার | ০৩ |
প্লামবার | ০১ |
পেইন্টার | ১২ |
টেইলার (দর্জি) | ২০ |
কবলার (মুচি) | ২০ |
গার্ডেনার (মালী) | ০৯ |
রাঁধুনি (পুরুষ) | ২৩২ |
রাঁধুনি (মহিলা) | ২৬ |
ওয়াসারম্যান (পুরুষ) | ৯২ |
ওয়াসারম্যান (মহিলা) | ২৮ |
বার্বার (পুরুষ) | ৭৫ |
বার্বার (মহিলা) | ১২ |
সাফাই-ওয়ালা (পুরুষ) | ৮৯ |
সাফাই-ওয়ালা (মহিলা) | ২৮ |
ওয়াটার ক্যারিয়ার (পুরুষ) | ১০১ |
ওয়াটার ক্যারিয়ার (মহিলা) | ১২ |
ওয়েটার (পুরুষ) | ০১ |
মোট পদ সংখ্যা | ১৫২২ |
শিক্ষাগত যোগ্যতা |
|
পদের নাম (কন্সটেবল) | যোগ্যতা |
ড্রাইভার | যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ভারি যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। |
ল্যাব অ্যাসিস্ট্যান্স | মাধমিক পাশ করে থাকতে হবে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্স এ সার্টিফিকেট থাকতে হবে। |
ভেটেরিনারি | যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। |
আয়া | যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং রেড ক্রস সোসাইটি এর ফার্স্ট এইড এর পরীক্ষআর সার্টিফিকেট থাকতে হবে। |
কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার | যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং উল্লিখিত কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
অন্যান্য | যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং উল্লিখিত কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
বয়সসীমা |
|
ড্রাইভার পদের জন্য বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছর এর মধ্যে। | |
ল্যাব অ্যাসিস্টান্স, ভেটেরিনারি, আয়া, কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। | |
অন্যান্য পদগুলির জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৩ এর মধ্যে। | |
আবেদন মূল্য |
|
জেনারেল / ও.বি.সি. | ৫০০/- |
তপশিলী জাতি / তপশীলি উপজাতি এবং মহিলা প্রার্থী | ১০০/- |
প্রার্থীদের উল্লিখিত আবেদন মূল্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। | |
প্রাথী নির্বাচন পদ্ধতি |
|
জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে
নিম্নলিখিত পদক্ষেপের মাধ্যমে সমস্ত যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ।
|
গুরুত্বপূর্ণ লিংক |
|
ওফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
গুরুত্বপূর্ণ খবর |
|