ssc mts syllabus 2021 pdf download: স্টাফ সিলেকশন কমিশন যে সমস্ত সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি পরীক্ষা হল মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ পরীক্ষা। যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক পাস করেছেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি উল্লেখযোগ্য পরীক্ষা হল এই এম টি এস পরীক্ষা। এই পর্বে আমরা এস এস সি (এম টি এস) – ২০২১ বিস্তারিত সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করলাম।
ssc mts syllabus 2021 pdf download
পরীক্ষার পদ্ধতি —
স্টাফ সিলেকশন এর মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের পরীক্ষা সাধারণত তিনটি পর্বে হয়ে থাকে।
১) পেপার – ১ (MCQ) অনলাইন –
২) পেপার – ২ (Descriptive) অফলাইন –
৩) স্কিল টেস্ট –
১) পেপার – ১ (MCQ) পরীক্ষার ধরন
বিষয় | প্রশ্ন সংখ্যা | প্রশ্ন মান | মোট সময় |
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজিনিং | ২৫ | ২৫ |
সাধারণ পরীক্ষার্থী – ৯০ মিনিট
শারীরিক অক্ষম পরীক্ষার্থী – ১২০ মিনিট |
নিউমেরিক্যাল অ্যাপটিটিউড | ২৫ | ২৫ | |
জেনারেল অ্যাওয়ারনেস | ২৫ | ২৫ | |
জেনারেল ইংলিশ | ২৫ | ২৫ | |
মোট | ১০০ | ১০০ |
- কেবলমাত্র জেনারেল ইংলিশ ছড়া অন্যান্য বিষয়ের প্রশ্ন ও উত্তর ইংরেজি ও হিন্দি উভয় ভাষাতেই থাকবে।
- প্রত্যেক প্রশ্নের জন্য ৪ টি করে বিকল্প উত্তর দেওয়ার থাকবে, তার মধ্য থেকে সঠিকটি নির্বাচন করতে হবে।
- এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
বিষয় ভিত্তিক বিস্তারিত সিলেবাস |
|
√ জেনারেল ইন্টেলিজেন্স ও রিজিনিং:
√ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড:
√ জেনারেল অ্যাওয়ারনেস:
√ জেনারেল ইংলিশ:
|
২) পেপার – ২ (Descriptive) পরীক্ষার ধরন
বিষয় | প্রশ্ন মান | সময় |
চিঠি বা প্রবন্ধ | ৫০ নম্বর |
|
- এই পাঠের প্রশ্ন হবে বর্ণনামূলক।
- পরীক্ষার্থী ইংরেজি ও হিন্দি ছাড়াও যে কোন আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন।
|
![]() |
সম্পর্কিত পোস্ট |
|