চাকরি বাজারের পরীক্ষার সিলেবাস বিভাগটিতে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি সহ রেল, ব্যাংক প্রভৃতি পরীক্ষার বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা West Bengal Primary TET Syllabus নিয়ে আলোচনা করলাম।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় মূলত দুটি পর্বের মাধ্যমে , প্রথম পর্বে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় পর্বে ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় উপযুক্ত নম্বর পেলে সেই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয় এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়। পরবর্তীকালে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর নম্বর মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত হয় । সেই মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ পর্ব সম্পন্ন হয়ে থাকে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি প্রাথমিক টেট পরীক্ষায় মোট পাঁচটি বিষয় থাকে। এই বিষয়গুলি থেকে মোট ১৫০ নাম্বারের পরীক্ষা সম্পন্ন হয়। প্রত্যেক বিষয় থেকে ৩০ নম্বরের ৩০ টি করে অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন দেওয়া হয় এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকে।
West Bengal primary tet syllabus
Contents
◊ নিয়োগ প্রক্রিয়া –
◊ পরীক্ষা পদ্ধতি – |
|||
বিষয় |
প্রশ্ন সংখ্যা |
প্রশ্নের মান |
সময় |
|
৩০ | ৩০ | ১৫০
মিনিট |
|
৩০ | ৩০ | |
|
৩০ | ৩০ | |
|
৩০ | ৩০ | |
|
৩০ | ৩০ | |
মোট | ১৫০ টি | ১৫০ নম্বর |
◊ বিষয় ভিত্তিক বিস্তারিত সিলেবাস ◊
√ বাংলা – (প্রথম ভাষা)
√ ইংরেজি – (দ্বিতীয় ভাষা)
√ গণিত
√ শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব
√ পরিবেশ বিজ্ঞান
|
|
![]() |
আরও পড়ুন
|