West Bengal Primary TET Syllabus

চাকরি বাজারের পরীক্ষার সিলেবাস বিভাগটিতে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি সহ রেল, ব্যাংক প্রভৃতি পরীক্ষার বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা West Bengal Primary TET Syllabus নিয়ে আলোচনা করলাম। 

পশ্চিমবঙ্গ প্রাথমিক  শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় মূলত দুটি পর্বের মাধ্যমে , প্রথম পর্বে  লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় পর্বে  ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় উপযুক্ত নম্বর পেলে সেই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয় এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়। পরবর্তীকালে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর নম্বর মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত হয় । সেই মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ পর্ব সম্পন্ন হয়ে থাকে। 

 পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি প্রাথমিক টেট পরীক্ষায় মোট পাঁচটি বিষয় থাকে। এই বিষয়গুলি থেকে মোট ১৫০ নাম্বারের পরীক্ষা সম্পন্ন হয়। প্রত্যেক বিষয় থেকে ৩০ নম্বরের ৩০ টি করে অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন দেওয়া হয় এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকে।

 

West Bengal primary tet syllabus

    নিয়োগ প্রক্রিয়া – 

  • প্রথম পর্বে  — লিখিত পরীক্ষা
  • দ্বিতীয় পর্বে —  ইন্টারভিউ

 

◊  রীক্ষা পদ্ধতি – 

 বিষয়

প্রশ্ন সংখ্যা

প্রশ্নের মান

সময়

  •  বাংলা – (প্রথম ভাষা)
৩০ ৩০ ১৫০

মিনিট

  •  ইংরেজি – (দ্বিতীয় ভাষা)
৩০ ৩০
  •  গণিত
৩০ ৩০
  •  শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব
৩০ ৩০
  •  পরিবেশ বিজ্ঞান 
৩০ ৩০
মোট ১৫০ টি  ১৫০ নম্বর 

 

 

 

 

 ◊  বিষয় ভিত্তিক বিস্তারিত সিলেবাস  ◊ 

√   বাংলা – (প্রথম ভাষা)

  • বোধ পরীক্ষণ –  এই বিভাগ থেকে দুটি অনুচ্ছেদ দেওয়া হবে, একটি গদ্য এবং একটি কবিতা। অনুচ্ছেদটি পড়ে তার থেকে দেওয়া নির্দিষ্ট প্রশ্ন গুলির প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
  • বাংলা ব্যাকরণ – সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, ধ্বনি পরিবর্তন, বাক্য পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বাক্য পরিবর্তন, অশুদ্ধি সংশোধন ইত্যাদি । 
  • বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন  
  •  বাংলা পেডাগোজি –  শিক্ষণ প্রণালী, ভাষা শিক্ষার মূল নীতি, ভাষার বিকাশ, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষণ সহায়ক উপকরণ, বিদ্যালয়ের বিভিন্ন স্তরে শিক্ষাদান পদ্ধতি, দক্ষতার মূল্যায়ন ইত্যাদি । 

 

√   ইংরেজি – (দ্বিতীয় ভাষা)

  • আনসিন প্যাসেজ —
  • ইংলিশ গ্রামার —
  • ইংলিশ পেডাগোজি —

 

√   গণিত

  • পাটিগণিত সংখ্যাতত্ত্ব, ভগ্নাংশ, সরলীকরণ, সিঁড়ি ভাঙা অঙ্ক, বিভাজ্যতা, বর্গ ও বর্গমূল, ঘন ও ঘনমূল, একক সংখ্যা, সূচক, গড়, শতকরা হার, লাভ ও ক্ষতি, সরল সুদ এবং যৌগিক সুদ, অনুপাত ও সমানুপাত, অংশীদারিত্ব, বয়স, সময় ও কার্য, মিশ্রণ, সময় ও দূরত্ব প্রকৃতি।
  • বীজগণিত –  একপদ, বহুপদ, সমীকরণ (একঘাত ও দ্বিঘাত) প্রকৃতি।
  • জ্যামিতি–  সমতল, বক্রতল, কোন, রেখা, বিন্দু, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, উপপাদ্য, পরিমিতি ইত্যাদি । 
  • গণিত পেডাগোজি গণিতের প্রকৃতি, গাণিতিক সমস্যা, গাণিতিক ভাষা, গণিত পাঠদানের সমস্যা ইত্যাদি । 

 

√   শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব

  • শিশুর বৃদ্ধি ও বিকাশ —
  • শিখন এবং শিক্ষণ প্রণালী —
  • শিক্ষা মনোবিজ্ঞান, ব্যক্তিত্ব —
  • বুদ্ধি,  প্রক্ষোভ ও আবেগ —
  • প্রেষণা —
  • শিক্ষক শিখন উপাদান —
  • শিক্ষণ সম্বন্ধে বিভিন্ন মনোবিদদের ধারণা —

 

√   পরিবেশ বিজ্ঞান 

  • পরিবেশ বিজ্ঞানের ধারণা —
  • পরিবার আত্মীয়-স্বজন —
  • কাজ ও খেলা —
  • উদ্ভিদ, খাদ্য, আশ্রয় —
  • জল, ভ্রমণ,  স্বাস্থ্যবিধি —
  • শক্তি —
  • পরিবেশ দূষণ —
  • প্রাকৃতিক বৈচিত্র ও জীব বৈচিত্র —
  • শিক্ষাগত নানান সমস্যা —
  • পরিবেশ শিক্ষার বিভিন্ন নীতি সমূহ —
  • শিক্ষা সহায়ক উপকরণ —

 

 

 

  • পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট সিলেবাস 
wb-primary-tet-syllabus

 

 

 

  আরও পড়ুন  

 

 

 

বিঃদ্রঃ – এই বিস্তারিত সিলেবাসটি শুধুমাত্র আগত সালের পরীক্ষার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে। এটি কোন অফিশিয়াল সিলেবাস নয়। বিগত সালের প্রশ্নের ধরন দেখে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। অফিশিয়াল সিলেবাসের জন্য ভিজিট করুন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এর অফিশিয়াল সাইট এ। 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!
%d bloggers like this: