চাকরি বাজারের সাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করে থাকি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন। বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় নারীগণ
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় নারীগণ |
|
| আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ভারতের প্রথম নারী দের সম্বন্ধে, যারা বিভিন্ন ক্ষেত্রে প্রথম কোনো পুরস্কার পেয়েছেন কিম্বা প্রথম কোনো পুরস্কার লাভ করেছেন। ভারতের ইতিহাসে এনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই বিভাগ থেকে নানান ধরনের প্রশ্ন এসে থাকে। | |
প্রশ্ন |
উত্তর |
| ১. প্রথম ভারতীয় মহিলা হিসাবে মিস ওয়ার্ল্ড কে নির্বাচিত হয়েছিলেন? | উঃ- রিতা ফারিয়া [১৯৬৬] |
| ২. প্রথম ভারতীয় মহিলা হিসেবে মিস ইউনিভার্স হয়েছিলেন কে? | উঃ- সুস্মিতা সেন [১৯৯৪] |
| ৩. প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কে? | উঃ- শ্রীমতি ইন্দিরা গান্ধী |
| ৪. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? | উঃ- মীরা সাহিব ফতেমা বিবি |
| ৫. স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? | উঃ- সরোজিনী নাইডু |
| ৬. প্রথম ভারতীয় নারী যিনি এভারেস্ট জয় করেন? | উঃ- বাচেন্দ্রী পাল |
| ৭. প্রথম ভারতীয় মহিলা হিসেবে দিয়ে দুই বার এভারেস্ট জয় করেছেন? | উঃ- সন্তোষ যাদব |
| ৮. প্রথম মহিলা হিসেবে কে জাতীয় কংগ্রেসের সভাপতি’র পদ গ্রহন করেন? | উঃ- অ্যানি বেসান্ত |
| ৯. ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা পাইলট কে ছিলেন? | উঃ- হরিতা কাউর দয়াল |
| ১০. ভারতের প্রথম মহিলা আই পি এস অফিসার কে? | উঃ- কিরণ বেদী |
| ১১. প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার জয়ী? | উঃ- আশাপূর্ণা দেবী |
| ১২. প্রথম ভারতীয় মহিলা হিসেবে বুকার পুরস্কার জয়ী? | উঃ- অরুন্ধতী রায় |
| ১৩. প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার কে লাভ করেন? | উঃ- দেবিকা রানি [১৯৬৯] |
| ১৪. নারী হিসেবে প্রথম নোবেল পুরস্কার জয়ী? | উঃ- মাদার তেরেসা |
| ১৫. প্রথম ভারতীয় নারী হিসেবে ভারতরত্ন প্রাপক? | উঃ- শ্রীমতি ইন্দিরা গান্ধী |
| ১৬. প্রথম মহিলা হিসেবে অশোক চক্র প্রাপক? | উঃ- নিরজা ভানোট |
| ১৭. কোন ভারতীয় নারী প্রথম ইংলিশ চ্যানেল পার করেন? | উঃ- আরতী সাহা |
| ১৮. প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর চেয়ারপারসন কে হয়েছিলেন? | উঃ- সুষমা চাওলা |
| ১৯. হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? | উঃ- লীলা শেঠ |
| ২০. প্রথম ভারতীয় নারী হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন কে? | উঃ- কাদম্বিনী গাঙ্গুলী |
| ২১. প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিকে মেডেল জিতে ছিলেন কে? | উঃ- কারনাম মালেশরী |
| ২২. প্রথম মহিলা হিসেবে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে ছিলেন কে? | উঃ- কমলজিত সাঁধু |
| ২৩. প্রথম মহিলা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কে? | উঃ- সুচেতা কৃপালিনী |

thank you.
thank you