Types Of Phobias: চাকরি বাজারের ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। আজকের পাঠে আমরা মানুষের বিভিন্ন ধরণের ভীতি নিয়ে আলোচনা করলাম। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি.কে. বিষয়ে আলোচনা করা হয়। স্ট্যাটিক জি কে বিভাগটি প্রায় সমস্ত বড় সরকারী পরীক্ষার একটি বিশেষ অঙ্গ এবং এই বিভাগে স্কোরিং নম্বর করা সবচেয়ে সহজ, কারণ এই বিভাগে কোনও রকম গণনা বা সমাধানের প্রয়োজন হয় না। তবে কোন প্রার্থী সম্পূর্ণ প্রস্তুত থাকলে তবেই এটি সম্ভব হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে নানান ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই অধ্যায়টি ফলো করুন।
Types Of Phobias
ফোবিয়া বা ভীতি হল একধরনের অন্যতম মানসিক রোগ। সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের এই রোগ বেশি লক্ষ্য করা যায়। নানান কারন বশত মানুষ ভয় পেয়ে থাকেন যেমন, আনেকে উঁচু পাহাড়ে উথতে ভয় পান, আবার আনেকে গাড়িতে চড়তে ভয় পান। সাধারণ চোখে দেখলে এটি একটি স্বাভাবিক রোগ মনে হতে পারে, কিন্তু কোনও ব্যক্তির জীবনে এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। ফোবিয়ার কারনে নানান রকম অস্বাভাবিক লক্ষ্যন দেখা দেয় যেমন, বমি বমি ভাব, কাঁপুনি, দ্রুত হৃদস্পন্দন, অবাস্তবতার অনুভূতি এবং ভয়ের আবহে ডুবে থাকা ইত্যাদি।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে প্রশ্ন এসে থাকে। বিশেষত এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, রেল, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ -ডি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। নিন্মে একটি সারণির মাধ্যমে মানুষের বিভিন্ন ধরণের ভীতি সমূহের একটি তালিকা তুলে ধরা হলো। সারণি থেকে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং নিচে দেওয়া লিংক থেকে ফ্রীতে পি ডি এফ ডাউনলোড করুন।
List Of Different Types Of Phobias
|
CONDITION |
PHOBIA |
|
» উচ্চতার ভীতি |
» অ্যাক্রোফোবিয়া | ||
» মহাকর্ষের ভয় |
» বারোফোবিয়া | ||
» অন্ধকারের ভীতি |
» অ্যাক্লুওফোবিয়া | ||
|
» কুকুরের ভয় |
» সাইনোফোবিয়া | |
» বিড়ালের ভয় |
» এলুরোফোবিয়া | ||
» কম্পিউটারের ভীতি |
» সাইবারফোবিয়া | ||
» মানুষের ভয় |
» অ্যানথ্রোফোবিয়া | ||
» মাকড়সার ভয় |
» আরাকনোফোবিয়া | ||
» ব্যথার ভয় |
» অ্যালগোফোবিয়া | ||
» তুষার পাতের ভয় |
» কিয়নোফোবিয়া | ||
» বজ্রের ভীতি |
» অ্যাস্ট্রোফোবিয়া | ||
» একা থাকার ভয় |
» অটোফোবিয়া | ||
» স্পর্শ করার ভয় |
» অ্যাফেনফোস্ফোবিয়া | ||
» সূঁচের ভয় |
» আইচমোফোবিয়া | ||
» ব্যর্থতার ভয় |
» অ্যাটিচিফোবিয়া | ||
» ব্যাকটেরিয়ার ভয় |
» ব্যাকটিরিওফোবিয়া | ||
» দর্পনের ভীতি |
» ক্যাটোপট্রোফোবিয়া | ||
» উদ্ভিদের ভীতি |
» বোটানোফোবিয়া | ||
» উভচর প্রাণীর ভয় |
» বাট্রাচোফোবিয়া | ||
» বই পড়ায় ভয় |
» বিবলিওফোবিয়া |
|
» ফুলের ভয় |
» অ্যানথ্রোফোবিয়া | |
|
» সময়ের ভীতি |
» ক্রোনোফোবিয়া | |
|
» গাছের ভীতি |
» ডেনড্রোফোবিয়া | |
|
» সংখ্যার ভয় |
» এরিথমোফোবিয়া | |
|
» দুর্ঘটনার ভয় |
» ডিসস্টাইফোবিয়া | |
|
» পতঙ্গের ভীতি |
» এন্টোমোফোবিয়া | |
|
» গাড়ীতে চড়ার ভয় |
» অ্যামাক্সোফোবিয়া | |
|
» পুরুষের ভীতি |
» অ্যান্ড্রোফোবিয়া | |
|
» মহিলাদের ভয় |
» গাইনোফোবিয়া | |
|
» প্রকাশ্যে কথা বলার ভয় |
» গ্লোসোফোবিয়া | |
|
» রক্তের ভয় |
» হিমোফোবিয়া | |
|
» ঘোড়ার ভয় |
» ইকুইনোফোবিয়া | |
|
» ঘরে থাকার ভয় |
» ডোমাটোফোবিয়া | |
|
» রঙের ভীতি |
» ক্রোমোফোবিয়া | |
|
» খোলা জায়গার ভীতি |
» অ্যাগ্রোফোবিয়া | |
|
» সিঁড়িতে চাপার ভয় |
» বাথমোফোবিয়া | |
|
» বিয়ের ভয় |
» গ্যামোফোবিয়া | |
|
» সরীসৃপের ভয় |
» হার্পেটোফোবিয়া – | |
|
» দাঁতের ডাক্তারে ভয় |
» ডেন্টোফোবিয়া | |
|
» জলের ভয় |
» হাইড্রোফোবিয়া |
» রান্নার ভীতি |
» ম্যাজিরোকোফোবিয়া | ||
» ময়লা ও জীবাণুতে ভয় |
» মাইসোফোবিয়া | ||
» স্কুলে যাওয়ার ভীতি |
» স্কোলিওনোফোবিয়া | ||
» ডাক্তারের ভয় |
» আইট্রোফোবিয়া | ||
» মৃত্যুর ভয় |
» নেক্রোফোবিয়া | ||
» পাখির ভয় |
» অরনিথোফোবিয়া | ||
» পশুদের ভয় |
» জুফোবিয়া | ||
» বৃষ্টির ভয় |
» অম্ব্রফোবিয়া | ||
» হাসপাতালের ভয় |
» নসোকোমোফোবিয়া | ||
» রোগের ভয় |
» প্যাথোফোবিয়া | ||
» ইনজেকশনের ভীতি |
» ট্রিপানোফোবিয়া | ||
» ভালবাসার ভয় |
» ফিলোফোবিয়া | ||
» অন্ধকারের ভীতি |
» নাইকোটোফোবিয়া | ||
» আগুনের ভয় |
» পাইরোফোবিয়া | ||
» সাপের ভয় |
» ওপিডিওফোবিয়া |
উপরিউক্ত এই সমস্ত বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি মানুষের জীবনে নানান রকম প্রভাব ফেলতে পারে। তার নানান রকমের স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। তবে মনে রাখতে হবে যে ধরনের সমস্যা আপনার একার নয়। প্রতিটি মানুষেরই জীবনে কমবেশি কোনো না কোনো ধরনের ভীতি দেখা যায়। সঙ্গে এও মনে রাখতে হবে যে এটি চিকিৎসার যোগ্য। যদি কোন কারণে আপনার মনে হয় যে এই সমস্ত ফোবিয়ার কোন একটিতে আপনি ভুগছেন এবং তা আপনার শরীরে মারাত্মক প্রভাব সৃষ্টি করছে, তাহলে এই সমস্যা সমাধানের জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত।
|
![]() |
• Different Types Of Phobias FAQs:
১. অ্যাক্রোফোবিয়া কথাটির অর্থ কি? উঃ- কোন উচ্চ স্থানের ভীতিকে অ্যাক্রফোবিয়া বলা হয়। |
২. কোন রোগীর ইনজেকশন নিতে ভয় করে, এই ভীতিকে এককথায় কি বলে? উঃ- ট্রিপানোফোবিয়া বলে। |
৩. হিমোফোবিয়া কি? উঃ- রক্ত দেখে ভয় পেলে তাকে বলে হিমোফোবিয়া। |
৪. অটোফোবিয়া কি? উঃ- কোন স্থানে একা ভীতিকে বলে অটোফোবিয়া। |
৫. কুকুরকে দেখে ভয় পেলে তাকে কি বলে? উঃ- সাইনোফোবিয়া। |
Related Post: –
- Pseudonyms Of Famous Bengali Writers [Download]
- diseases caused by deficiency of vitamins and minerals – Bengali notes[pdf]