Latest Current Affairs 2024 January 09 to 16​

Latest Current Affairs 2024 January 09 to 16​

 

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) যোগাশ্রী প্রকল্প চালু ২) প্রয়াত ওস্তাদ রশীদ খাঁ ৩) আই আই টি মাদ্রাজ এবার শ্রীলংকাতে ৪) GI Tag পেল RED Ant চাটনি।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 09 থেকে 16 জানুয়ারি 2024 ( Latest Current Affairs 2024 January 09 to 16​​)

মাস – জানুয়ারি, সপ্তাহ – দ্বিতীয়, (০৯-০১-২০২৪ থেকে ১৬-০১-২০২৪)

 ১) প্রয়াত হলেন খেলোয়াড় এবং ম্যানেজার হিসেবে বিশ্বকাপ ফুটবল জয়ী কিংবদন্তি খেলোয়াড় Franz Beckendauer, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?

উঃ- ৭৮ বছর  

২) সম্প্রতি ভারতের কোন রাজ্যের মহিলা ১০০ টি ভিন্ন ভিন্ন ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড করলেন?

উঃ- কেরালা 
 ৩) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইব ছাত্রছাত্রীদের জন্য যোগাশ্রী প্রকল্প চালু করলেন? উঃ- পশ্চিমবঙ্গ  
  ৪) ডিজিটাল পেমেন্ট কোম্পানি Phone Pe তাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট ডিভিশনের সিইও নিযুক্ত করল কাকে?  উঃ- রিতেশ পাই 
  ৫) প্রতি বছর কোন দিনে বিশ্ব হিন্দি ভাষা দিবস পালন করা হয়? উঃ- ১০ই জানুয়ারি
  ৬) প্রয়াত হলেন প্রখ্যাত ক্লাসিক্যাল সংগীত শিল্পী ওস্তাদ রাশিদ খাঁ, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল? উঃ- ৫৫ বছর 
  ৭) কোন ব্যাংক সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য সম্মান রূপে ক্রেডিট কার্ড চালু করল? 

উঃ- IndusInd Bank

  ৮) বিমান দুর্ঘটনায় মারা গেলেন প্রখ্যাত জার্মান অ্যাক্টর ক্রিশ্চিয়ান অলিভার (Christian Oliver) তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৫১ বছর 
  ৯) ২০২৪ সালে কোন দেশ ৪৬ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করতে চলেছে? উঃ- ভারত 

  ১০) সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ট্যাগ বা জি আই ট্যাগ পেল রেড অ্যান্ট চাটনি, এটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? 

উঃ- ওডিশা 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ ডিসেম্বর চতুর্থ সপ্তাহ

 

 

 ১১) কোন ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি গুজরাটে ইলেকট্রিক ভেহিকেল প্ল্যান্ট তৈরি করার জন্য দুই হাজার কোটি রুপি ইনভেস্ট করল? উঃ- Gensol EV 

১২) জেনেভাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হতে চলেছেন?

উঃ- Senthil Pandian C
১৩) সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার “রামলালা দর্শন” স্কিম চালু করল? উঃ- ছত্তিশগড়
১৪) কোন দেশের সরকার সম্প্রতি তাদের দেশে কুকুরের মাংস সম্পূর্ণ রূপে ব্যান করল   উঃ- দক্ষিণ কোরিয়া 
 ১৫) Equestrain Sports এ কোন ভারতীয় মহিলা খেলোয়ার প্রথম অর্জুন পুরস্কার পেলেন? উঃ- দিব্যকির্তী সিং

১৬) Cosmic Turbulence বা মহাজাগতিক কোলাহল পর্যবেক্ষণ করার জন্য কোন দেশ সম্প্রতি একটি পদ্ম ফুল আকৃতি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করল? 

উঃ- চীন 
১৭) প্রতিবছর কোন সপ্তাহে জাতীয় ন্যাশনাল রোড সেফটি সপ্তাহ পালন করা হয়?  উঃ- ১১ থেকে ১৭ই জানুয়ারি 
১৮) কোন দুই দেশ সম্প্রতি ইয়েমেনের হুতি রেবেলদের উপর আক্রমণ শুরু করলো?  উঃ- ইংল্যান্ড এবং আমেরিকা 
১৯) সম্প্রতি কোন দক্ষিণ কোরিয়ান কোম্পানি গুজরাটের সানন্দ এ সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি করার কথা প্রশ্ন করল?  উঃ- Simmtech
২০) সম্প্রীতি ভারত সরকারের রুরাল মিনিস্ট্রি বা গ্রামীণ মন্ত্রণালয় সেলফ হেল্প গ্রুপ দের ঋণ প্রদান করানোর জন্য কোন ব্যাংকের সাথে পার্টনারশিপ করল?   উঃ- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া 

 

Latest Current Affairs 2024 January 09 to 16​

 

 

 ২১) ২৭ তম জাতীয় যুব উৎসব কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উঃ- নাশিক

২২) টাটা কনজুমার প্রোডাক্টস, ক্যাপিটাল ফুডস কোম্পানিকে মোট কত পরিমাণ দামে সম্পূর্ণরূপে অধিগ্রহণ করল? 

উঃ- ৫১০০ কোটি রুপি 
২৩) আই আই টি মাদ্রাজ ভারতের বাইরে কোন দেশে তাদের নতুন ক্যাম্পাস স্থাপন করতে চলেছে?  উঃ- শ্রীলংকা 
২৪) সম্প্রতি ইউক্রেন কোন দেশের সঙ্গে সিকিউরিটি এগ্রিমেন্ট করল?   উঃ- ইংল্যান্ড 
 ২৫) আন্তর্জাতিক উট উৎসব কোথায় অনুষ্ঠিত হচ্ছে ? উঃ- বিকানের, রাজস্থান 

২৬) প্রয়াত হলেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? 

উঃ- ৭১ বছর
২৭) প্রতিবছর কোন দিনে ভারতীয় সেনা দিবস পালন করা হয়?  উঃ- ১৫ জানুয়ারী 
২৮) কোন ভারতীয় ক্রিকেটার পুরুষ ক্রিকেটার হিসেবে সর্বপ্রথম ১৫০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন?   উঃ- রোহিত শর্মা 
২৯) সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটার সমস্ত রকম আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন? উঃ- Shaun Marsh
৩০) প্রয়াত হলেন বিখ্যাত ক্লাসিক্যাল সিঙ্গার Prabha Atre, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৯১ বছর

Latest Current Affairs 2024 January 09 to 16​

 

 ৩১) কোন দেশ ইউক্রেন শান্তী সম্মেলন হোস্ট করতে চলেছে? উঃ- সুইজারল্যান্ড 

৩২)  প্রতি বছর কোন দিনে জাতীয় স্টার্ট-আপ ডে পালন করা হয়?

উঃ- ১৬ জানুয়ারী 
৩৩) সম্প্রতি ভারত কোন দেশের লিথিয়াম খনি থেকে লিথিয়াম উত্তোলনের দায়িত্ব নিল?  উঃ- আর্জেন্টিনা 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।