Latest Current Affairs 2024 February 08 to 14

Latest Current Affairs 2024 February 08 to 14​ in Bengali

 

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) দিল্লী সরকার এর ফ্রি বাস সার্ভিস ২) স্মল এনিম্যাল হসপিটাল ৩) প্রয়াত Kelvin Kiptum ৪) বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 08 থেকে 14 ফেব্রুয়ারি 2024 ( Latest Current Affairs 2024 February 08 to 14​ in Bengali​​)

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০২-২০২৪ থেকে ১৪-০২-২০২৪)

 ১) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন কোম্পানির সবচেয়ে বেশি পরিমাণ লোককে এমপ্লয়মেন্ট দিয়েছে? 

উঃ- Samsung 

২) কাজাকাস্থানের নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- Olzhas Bektenov 
 ৩) আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (Abu Dhabi Investment Authority) ভারতের গুজরাটে কত পরিমান অর্থ বিনিয়োগ করতে চলেছে?  উঃ- ৪ – ৫ বিলিয়ন মার্কিন ডলার 
  ৪) প্রয়াত  হলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত কবি ফারুক নাজকি Farooq Naazki ,মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল?   উঃ- ৮৩ বছর
  ৫) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী টাটা গ্রুপের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন এর পরিমাণ কত? উঃ- ৩০ লক্ষ কোটি রুপি  বা ৪৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি 
  ৬) প্রতিবছর কোন দিনে জাতীয় ব্লাক এইচআইভি এইডস ( National Black HIV / AIDS) আওয়ারনেস ডে পালন করা হয়?  উঃ- ৭ই ফেব্রুয়ারি 

  ৭) ৭৪ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায়ক প্রয়াত হলেন চিলি দেশের প্রাক্তন প্রেসিডেন্ট, তাঁর নাম কি? 

উঃ- Sebastian Pinera 

  ৮) ২০২৪ সালে অনুষ্ঠিত টাটা স্টিল চেস টুর্নামেন্টে (TATA Steel Chess Tournament) প্রথম স্থান অধিকার করলেন কে?  উঃ- Wei Yi
  ৯) ভারতের কোন রাজ্য ইউ এস এ (USA) এবং বিদেশে বসবাসরত তাদের রাজ্যের যুব নাগরিকদের জন্য হেল্প ডেস্ক চালু করতে চলেছে?  উঃ- তেলেঙ্গানা 

  ১০) সম্প্রতি কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার নাগরিকদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করল? 

উঃ- দিল্লি সরকার 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ

 

 

 ১১) টাটা ডিজিটাল প্লাটফর্মের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও (Managing Director & CEO) পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Naveen Tahilyani

১২) ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক প্রকাশিত লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্সে (Logistics Performance Index) ১৪৯ টি দেশের ভেতরে ভারতের স্থান কত? 

উঃ- ৩৮ তম 
১৩) টমটম ট্রাফিক ইনডেক্স (TomTom Traffic Index) কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে কোন শহরের ট্রাফিক সবচেয়ে ধীর গতিমান?  উঃ- লন্ডন 
১৪) সম্প্রীতি চীন আন্টার্টিকায় তাদের যে ফ্যাসিলিটি চালু করেছে তার নাম ক?    উঃ- Qinling
 ১৫) সম্প্রতি ভারত কোন দেশের সাথে নিউক্লিয়ার প্রটোকল এগ্রিমেন্ট (Neclear Protocol Agreement) এ চুক্তিবদ্ধ হলো? উঃ- রাশিয়া 

১৬) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক আরবিয়ান লেপার্ড ডে (International Arabic leopard Day) পালন করা হয়? 

উঃ- ১০ই ফেব্রুয়ারি 
১৭) টাটা ট্রাস্ট ভারতের প্রথম স্মল এনিমেল হসপিটাল (Small Animal Hospital) কোথায় চালু করল? উঃ- মুম্বাই 
১৮) ভারতীয় জীবন বীমা নিগম বা Life Insurance Corporation of India মিউচুয়াল ফান্ডের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে কে নিযুক্ত হলেন   উঃ- রবি কুমার ঝা
১৯) প্রতিবছর কোন দিনে ওয়ার্ল্ড পালসেস ডে (World Pulses Day) পালন করা হয়?  উঃ- ১০ই ফেব্রুয়ারি 
২০) ২০২৪ সালে কতজন ব্যক্তি কে ভারতরত্ন পুরস্কারের সম্মানিত করা হলো?   উঃ- পাঁচজন, Karpoori Thakur, Lal Krishna Advani, PV Narasimha Rao, Chaudhary Charan Singh, MS  Swaminathan 

 

 

 

 ২১) সম্প্রতি নাসা এমন একটি গ্রহের খোঁজ পেয়েছে যেখানে মানুষের বসবাস উপযোগী, এই গ্রহের নাম কি রাখা হয়েছে?  উঃ- সুপার আর্থ 

২২) সম্প্রতি গুগলের এই চ্যাট বটের (Chat Bot) নাম বার্ড থেকে কি করা হলো? 

উঃ- জেমিনি 
২৩) উত্তরপ্রদেশ সরকার কত পরিমান গ্রিন হাইড্রোজেন তৈরির লক্ষ্যমাত্রা স্থাপন করলো?  উঃ- এক মিলিয়ন টন 
২৪) ভারতের কোন রাজ্য সরকার বিভিন্ন স্টার্টাপ (Startup) সংস্থা দের সাহায্য করার জন্য স্মার্ট কার্ড চালু করল?   উঃ- তামিলনাড়ু 
 ২৫) উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য সবার প্রথম ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনল?  উঃ- সিকিম 

২৬) ভারতীয় জেভেলিন থ্রোয়ার নিরাজ চোপড়াকে সম্প্রতি কোন সম্মানে সম্মানিত করা হলো? 

উঃ- Jungfrau’s ICE Palace, Switzerland 
২৭) ২০২৪ আন্ডার ১৯ ওয়ার্ল্ড কাপে (2024 Under-19 World Cup) ফাইনালে কোন দল জয়ী হলো?  উঃ- অস্ট্রেলিয়া 
২৮) সম্প্রতি ভারতের বাইরে ইউপিআই সিস্টেম (UPI System) অন্য কোন দুটি দেশে এমপ্লয়মেন্ট করা হলো?   উঃ- শ্রীলংকা ও মরিসিয়াস 
 ২৯) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক রেডিও দিবস (International radio Day) পালন করা হয়?  উঃ- 13 ই ফেব্রুয়ারি 

৩০) ফিনল্যান্ড এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?

উঃ- Alexander Stubb

 

 

 ৩১) সম্প্রতি ভারতের কোন স্থানে আন্ডারওয়াটার হারবার ডিফেন্স এন্ড সার্ভেলেন্স সিস্টেম (Underwater Harbor Defense and Surveillance System) ইমপ্লিমেন্ট করা হলো?  উঃ- আন্দামান ও নিকোবর 

৩২) ভারতের কোন রেলওয়ে সেকশনে সর্বপ্রথম ট্রান্স-ওমেন (Trans-Women) ট্রাভেল টিকেট এক্সামিনার নিযুক্ত হলেন? 

উঃ- দক্ষিণ রেলওয়ে 
৩৩) ভারতীয় এডুকেশন মিনিস্ট্রি ভারতের ফুটবল এবং স্পোর্টস কালচার বুস্ট করার জন্য কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো?  উঃ- ফিফা 
৩৪) চেন্নাই সুপার কিংস টিকেট দলের  ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি হলেন?  উঃ- ক্যাটরিনা কাইফ 
 ৩৫) সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন প্রখ্যাত ম্যারাথন রেকর্ড হোল্ডার Kelvin Kiptum, তার বয়স কত হয়েছিল? উঃ- ২৪ বছর

৩৬) ৬৭ তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট (All India Police Duty meet) কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?

উঃ- লখনৌ 
৩৭) ভারতের প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত এঁর স্ট্যাচু কোথায় তৈরি করা হলো?  উঃ- দেরাদুন 
৩৮) সপ্তম ভারত মহাসাগরীয় কনফারেন্স (7th Edition of Indian Ocean Conference) কোথায় অনুষ্ঠিত হলো?   উঃ- পার্থ,  অস্ট্রেলিয়া 
 ৩৯) ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার ( India’s oldest cricketer), তাঁর নাম কি?  উঃ- Dattajirao Gaekwad 

৪০) ২০২৪ সালের জানুয়ারি মাসে আইসিসি প্লেয়ার্স অফ দি মান্থ (ICC Players of the Month January) হলেন কারা?   

উঃ- Shamar Joseph এবং Amy Hunter

 

 

 ৪১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্প্রতি কত পরিমাণ অর্থের মার্কেট ক্যাপিটালাইজেশন এর মাইলেস্টন সম্পন্ন করল?  উঃ- কুড়ি লক্ষ কোটি রুপি

৪২) বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সারভিস (World’s First Air taxi Service) কোথায় চালু হলো? 

উঃ- দুবাই  
৪৩) ভারতের বাইরে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু টেম্পেল কোথায় (World’s biggest hindu temple outside INDIA) তৈরি হলো?  উঃ- আবুধাবি 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।