National board of examinations Recruitment 2021: ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশানস এ “অ্যাসিস্ট্যান্ট” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ১৫ জুলাই ২০২১ থেকে ১৪ আগস্ট ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ১৪ আগস্ট ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১৪ আগস্ট ২০২১ বা তার আগে www.natboard.edu.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

National board of examinations Recruitment 2021 

 

National board of examinations

www.natboard.edu.in

মোট পদ – ৪২

কর্মস্থল – দিল্লী


National board of examinations Recruitment 2021 details:

  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট – ৩০
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট – ০৮
  • জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট – ০৪

 

 National board of examinations Recruitment 2021 Important dates:

  • অনলাইন আবেদন শুরু: ১৫ জুলাই ২০২১
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২১
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

   Age Limit:

  • প্রার্থীদের সর্বাধিক বয়স সীমা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাব করা হবে ১৪/০৮/২০২১ এর হিসেবে। 

 

 National board of examinations Recruitment 2021 Educational Qualification:

 

  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট – যেকোনো স্বীকৃত ইন্সটিটিউট থেকে কম্পিউটার এবং বেসিক সফটওয়্যার এ সিনিয়র সেকেন্ডারি পরীক্ষা পাশ করতে হবে। 
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট – যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে। 
  • জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। 

 

 National board of examinations Recruitment 2021 Selection Process:

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • কম্পিউটার বেসড টেস্ট 
  • কম্পিউটার স্কিল টেস্ট

এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

  •  জেনারেল/ ওবিসি – ১৫০০/- + ১৮% জি. এস. টি.
  • এস সি / এস টি/ পি ডব্লু ডি/ মহিলা – বিণামূল্য

আবেদনকারীর আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউ পি আই এর মাধ্যমে প্রদান করতে হবে।

   Salary: 

  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট – ১৯,৯০০/-
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট – ৪৪,৯০০/-
  • জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট – ২৫,৫০০/-

√  National board of examinations recruitment 2021 notification How to apply:

  • প্রার্থীদেরকে সম্পুর্ণভাবে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।
  • সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।

           

National board of examinations recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

  Related Post:  

                       

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।