IOCL Recruitment 2021: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান লিমিটেড এ “অ্যাপ্রেন্টিস” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ২২ অক্টোবর ২০২১ থেকে ১২ নভেম্বর ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ১২ নভেম্বর ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১২ নভেম্বর ২০২১ বা তার আগে www.iocl.com ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাটেন্ডেন্ট ওপারেটর) – ফিসিক্স / ম্যাথ / কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি তে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) – মাধ্যমিক পাশ করার পর দুই বছরের আই টি আই ফিটার এর কোর্স করে থাকতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়েলার) – ফিসিক্স / ম্যাথ / কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি তে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপিলিন (কেমিক্যাল) – কেমিক্যাল ইজ্ঞনিয়ারিং / রিফাইনারি / পেট্রো-কেমিক্যাল ইজ্ঞনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি করে থাকতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপিলিন (মেকানিক্যাল) – মেকানিক্যাল ইজ্ঞনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপিলিন (ইলেকট্রিক্যাল) – ইলেকট্রিক্যাল ইজ্ঞনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপিলিন(ইন্সট্রুমেন্টেশান) – ইন্সট্রুমেন্টেশান / ইলেকট্রনিক্স / কন্ট্রোল ইজ্ঞনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট) – তিন বছরের সাইন্স / আর্টস / কমার্স এর যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স এর যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস – ডাটা এন্ট্রি ওপারেটর (ফ্রেসার) – দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস – ডাটা এন্ট্রি ওপারেটর (এক্সপেরিয়েন্সড) – দ্বাদশ শ্রেণী পাশ করার পর স্কিল ডেভেলপমেন্ট এর ট্রেনিং নিয়ে থাকতে হবে।
√ IOCL Recruitment 2021 Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
লিখিত পরীক্ষা
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
√ Application Fees:
আবেদন করার জন্য কোনোও রকম আবেদন মূল্য লাগবে না।
√ Salary:
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান লিমিটেড এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস দের মাসিক স্টাইফেন্ড ৭,২০০ রুপি করে দেওয়ার কথা বলা হয়েছে।
IOCL recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ
বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।