BIS Recruitment 2022: বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এ “সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, পি এ, এ এস ও, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন চলবে ১৯ এপ্রিল ২০২২ থেকে ০৯ মে ২০২২ পর্যন্ত। তাই প্রার্থীরা ০৯ মে ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ০৯ মে ২০২২ বা তার আগে www.bis.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

BIS Recruitment 2022 

Sarkari Job

Bureau of Indian Standards

www.bis.gov.in

মোট পদ – ৩৩৬

কর্মস্থল – সারা ভারত


  BIS Recruitment 2022 Vacancy details:

গ্রুপ – এ (A)

  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (হিন্দি) – ০১
  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশান ও ফাইন্যান্স) – ০১
  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (মার্কেটিং ও কন্সুমার অ্যাফেয়ার্স) – ০১

 

গ্রুপ – বি (B)

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবোরেটরি) – ৪৭ ( অসংরক্ষিত – ২১, এস সি – ১০, এস টি – ০৫, ই ডব্লু এস – ০৩, ও বি সি – ০৮)
  • পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট – ২৮ ( অসংরক্ষিত – ১৩, এস সি – ০৪, এস টি – ০২, ই ডব্লু এস – ০২, ও বি সি – ০৭)
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার ( এ এস ও ) – ৪৭ ( অসংরক্ষিত – ১৯, এস সি – ০৬, এস টি – ০৩, ই ডব্লু এস – ০৫, ও বি সি – ১৪)
  • অ্যাসিস্ট্যান্ট ( সি এ ডি ) – ০২ ( অসংরক্ষিত – ০২, এস সি – ০০, এস টি – ০০, ই ডব্লু এস – ০০, ও বি সি – ০০)

 

গ্রুপ – সি (C)

  • স্টেনোগ্রাফার – ২২ ( অসংরক্ষিত – ১১, এস সি – ০০, এস টি – ০২, ই ডব্লু এস – ০৩, ও বি সি – ০৬)
  • সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ১০০ ( অসংরক্ষিত – ৪২, এস সি – ১৫, এস টি – ০৬, ই ডব্লু এস – ১০, ও বি সি – ২৭)
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ৬১ ( অসংরক্ষিত – ২১, এস সি – ০৮, এস টি – ০২, ই ডব্লু এস – ০৮, ও বি সি – ২১)
  • হর্টিকালচার সুপারভাইসর – ০১ ( অসংরক্ষিত – ০১, এস সি – ০০, এস টি – ০০, ই ডব্লু এস – ০০, ও বি সি – ০০)
  • সিনিয়র টেকনিশিয়ান – ২৫ ( অসংরক্ষিত – ১০, এস সি – ০৪, এস টি – ০২, ই ডব্লু এস – ০৩, ও বি সি – ০৬)

  BIS Recruitment 2022 Important dates:

  • আবেদন শুরু: ১৯ এপ্রিল ২০২২
  • আবেদন করার শেষ তারিখ: ০৯ মে ২০২২
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

  BIS Recruitment 2022 Age Limit:

গ্রুপ – এ (A)

  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (হিন্দি) – ৩৫ বছর
  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশান ও ফাইন্যান্স) – ৩৫ বছর
  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (মার্কেটিং ও কন্সুমার অ্যাফেয়ার্স) – ৩৫ বছর

 

গ্রুপ – বি (B)

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবোরেটরি) – ৩০ বছর
  • পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট – ৩০ বছর
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার ( এ এস ও ) – ৩০ বছর
  • অ্যাসিস্ট্যান্ট ( সি এ ডি ) – ৩০ বছর

 

গ্রুপ – সি (C)

  • স্টেনোগ্রাফার –  ২৭ বছর
  • সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ২৭ বছর
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ২৭ বছর
  • সিনিয়র টেকনিশিয়ান – ২৭ বছর

      বয়সের হিসাব করা হবে ০৯/০৫/২০২২ এর হিসেবে। 

   Educational Qualification:

 

গ্রুপ – এ (A)

  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (হিন্দি) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজি তে মাস্টার ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। 
  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশান ও ফাইন্যান্স) – ব্যাচেলর অব ল / চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বি বি এ এর ডিগ্রি থাকতে হবে। এছাড়া তিন বছরের কাজের অভিজ্ঞতা ত্থাকতে হবে। 
  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (মার্কেটিং ও কন্সুমার অ্যাফেয়ার্স) – সোস্যাল সাইন্স / মার্কেটিং এ মাস্টার ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। 

 

গ্রুপ – বি (B)

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবোরেটরি) – ৬০% নম্বর নিয়ে কেমিস্ট্রি / মাইক্রোবায়োলজি / ফিসিক্স / বায়ো-টেকনলজি / ফুড টেকনলজি তে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। অথবা মেকানিক্যাল / ফুড টেকনলজি / কেমিক্যাল এ ৬০% নম্বর নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। 
  • পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। এছাড়া খালি হাতে ইংরেজি বা হিন্দিতে মিনিটে ১০০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার ( এ এস ও ) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে এছাড়া কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 
  • অ্যাসিস্ট্যান্ট ( সি এ ডি ) – বিজ্ঞান বিভাগে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ও পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 

 

গ্রুপ – সি (C)

  • স্টেনোগ্রাফার – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। এছাড়া ইংরেজি বা হিন্দিতে খালি হাতে মিনিটে ৮০ টি শব্দ এবং কম্পিউটার এ মিনিটে ৫০ থেকে ৬৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 
  • সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়া তিন টি টেস্ট নেওয়া হবে যেখানে প্রত্যেকটি টেস্ট এ ১৫ মিনিট সময় দেওয়া হবে ও সেই সময়ে কম্পিউটারের কি-বোর্ড এ ২০০০ কি প্রেস করার দক্ষতা প্রমাণ করতে হবে। এছাড়া পাওয়ার পয়েন্ট ও এক্সেল এর টেস্ট ও নেওয়া হবে। 
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়া ইংরেজি তে মিনিটে ৩৫ টি ও হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। 
  • সিনিয়র টেকনিশিয়ান – মাধ্যমিক পাশ করার পর ইলেকট্রিশিয়ান / এয়ার কন্ডিশনার / রেফ্রিজারেশান / মেকানিক / ডিজেল ইজ্ঞিন / ফিটার / কার্পেন্টার / ওয়েল্ডার ট্রেড এ আই টি আই পাশ করে থাকতে হবে এছাড়া দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

   

  Selection Process:

  প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • অনলাইন টেস্ট
  • স্কিল টেস্ট

এর ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। 

√   Application Fees: 

  • জেনারেল / ও বি সি / ই ডব্লু এস (এ গ্রুপ) – ৮০০/-
  • জেনারেল / ও বি সি / ই ডব্লু এস (বি গ্রুপ) – ৫০০/-
  • এস সি / এস টি / পি ডব্লু ডি / মহিলা / এক্স সার্ভিসম্যান – বিণামূল্য

   আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। 

√   Salary: 

গ্রুপ – এ (A)

  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (হিন্দি) – ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ রুপি
  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশান ও ফাইন্যান্স) – ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ রুপি
  • অ্যাসিস্ট্যন্ট ডিরেক্টর (মার্কেটিং ও কন্সুমার অ্যাফেয়ার্স) – ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ রুপি

 

গ্রুপ – বি (B)

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবোরেটরি) – ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ রুপি
  • পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট – ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ রুপি
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার ( এ এস ও ) – ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ রুপি
  • অ্যাসিস্ট্যান্ট ( সি এ ডি ) – ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ রুপি

 

গ্রুপ – সি (C)

  • স্টেনোগ্রাফার –  ২৫,৫০০ থেকে ৮১,১০০ রুপি 
  • সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ২৫,৫০০ থেকে ৮১,১০০ রুপি
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ১৯,৯০০ থেকে ৬৩,২০০ রুপি
  • হর্টিকালচার সুপারভাইসর – ১৯,৯০০ থেকে ৬৩,২০০ রুপি
  • সিনিয়র টেকনিশিয়ান – ২৫,৫০০ থেকে ৮১,১০০ রুপি 

 

BIS Recruitment 2022 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
ফর্ম ডাউনলোড এর লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

 

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।