Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, এপ্রিল ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৪-২০২২ তারিখ থেকে ৩০-০৪-২০২২ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – এপ্রিল, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৪-২০২২ থেকে ৩০-০৪-২০২২)

√  ১) সম্প্রতি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছেন, তাঁর নাম কি? উঃ- রাজীব কুমার

  ২) রাশিয়া সম্প্রতি বিশ্বের “সবচেয়ে শক্তিশালী” পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, এর নাম কি? 

উঃ- RS-28 SARMAT
  ৩) ভারতের কোন রাজ্যে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল টিকিট ব্যাবস্তাহ সম্পন্ন বাস সার্ভিস চালু হয়েছে?  উঃ- মহারাষ্ট্র
  ৪) ২০২২ সালে নতুন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন কে?   উঃ- ববিতা সিং
  ৫) ত্রিপুরা রাজ্য সরকার আন্তর্জাতিক ডেটা সেন্টার স্থাপনের জন্য কোন সংস্থার সাথে চুক্তি করেছে?  উঃ- NIXI-CSC
  ৬) সম্প্রতি ভারত সরকার শ্রীলঙ্কা কে কত পরিমাণ অর্থ সমতুল্য জ্বালানী তেল প্রদান করল?  উঃ- ৫০০ মিলিয়ন মার্কিন ডলার
  ৭) প্রতি বছর আন্তর্জাতিক প্রতিনিধি দিবস পালন করা হয়? উঃ- ২৫ এপ্রিল
  ৮) প্রতি বছর আন্তর্জাতিক ম্যালেরিয়া দিবস পালন করা হয়? উঃ- ২৫ এপ্রিল
  ৯) প্রতি বছর আন্তর্জাতিক ইংরেজি ভাষা দিবস পালন করা হয়? উঃ- ২৩ এপ্রিল
  ১০)  প্রতি বছর UNESCO কর্তৃক আন্তর্জাতিক বিশ্ব বই ও কপিরাইট দিবস দিবস পালন করা হয়?  উঃ- ২৩ এপ্রিল

 

 

  ১১) কর্ণাটক সরকার নিউমোনিয়া নিবারণ করতে যে সামাজিক সচেতনতা প্রচারাভিযান চালু করেছে তার নাম কি? উঃ-  SAANS
  ১২) প্রসার ভারতী সম্প্রতি কোন দেশের পাবলিক ব্রডকাস্টারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- আর্জেন্টিনা
  ১৩) সম্প্রতি সোস্যাল মিডিয়া টুইট্যার কে কত পরিমাণ মূল্যে সম্পূর্ণ ভাবে অধিগ্রহণ করলেন এলন মাস্ক?  উঃ- ৪৪ বিলিয়ন মার্কিন ডলার
  ১৪) ২০২২ সালে ফর্মুলা ওয়ান এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স জিতেছেন কে? উঃ- Max Verstappen
  ১৫)  লন টেনিস সার্বিয়া ওপেন কাপ জিতলেন কে?  উঃ- Andrey Rublev
  ১৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ইন্টেলেকচুয়াল প্রো[পার্টি দিবস কবে পালন করা হয়?  উঃ- এপ্রিল ২৬
  ১৭) আন্তর্জাতিক চেরনোবিল দুর্যোগ স্মরণ দিবস প্রতি বছর কবে পালন করা হয়?  উঃ- ২৬ এপ্রিল
  ১৮) ভারতের প্রথম কার্বন-নিরপেক্ষ পঞ্চায়েত কোন রাজ্যে তৈরি হল?  উঃ- জম্মু ও কাশ্মীর
  ১৯) কেরালা “কসমস মালাবারিকাস” প্রকল্পের জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- নেদারল্যান্ডসের
  ২০) UAE-তে কোন পেমেন্ট টার্মিনালে BHIM UPI চালু হয়েছে?  উঃ- NEOPAY

 

 

√  ২১) ২১ তম ওয়ার্ল্ড কংগ্রেস অব অ্যাকাউন্ট্যান্টস আয়োজন করবে কোন দেশ?  উঃ- ভারত

  ২২) ভারতের প্রথম অমৃত সরোবর কোথায় স্থাপিত হয়েছে? 

উঃ- উত্তর প্রদেশ, রামপুর
√  ২৩) ভারত গিনেস রেকর্ড করেছে একসাথে সমলয় – এ কতগুলি জাতীয় পতাকা উড়িয়ে ভারত গিনেস রেকর্ড করেছে? উঃ- ৭৮,০০০

  ২৪) ভারতের কোন জেলা তার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে পাবলিক লাইব্রেরি স্থাপিত করে প্রথম স্থান অধিকার করেছে? 

উঃ- জামতাড়া, ঝাড়খণ্ড
√  ২৫) এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক FD সুবিধা দেওয়ার জন্য কোন ব্যাঙ্কের সাথে চুক্তি করেছে? উঃ- IndusInd 

  ২৬) ১৯ লক্ষ কোটি টাকার বাজার মূলধনে পৌঁছানোর প্রথম ভারতীয় কোম্পানির নাম কি?

উঃ- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
√  ২৭) ডিজিটাল পেমেন্ট এর লেনদেন বাড়াতে SBI কার্ড কোন সংস্থার সাথে চুক্তি করেছে?  উঃ- TCS
√  ২৮) ২০২২ এ এশিয়ান রেস্টলিং চ্যাম্পিয়নশিপ এ ভারত কতগুলি পদক জিতেছে?  উঃ- ১৭ টি

  ২৯) প্রতি বছর কোন দিনে সারা বিশ্বে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন করা হয়? 

উঃ- ২৮ এপ্রিল
√  ৩০) প্রতি বছর বিশ্ব স্টেশনারি দিবস কবে পালন করা হয়? উঃ- এপ্রিল এর শেষ বুধবার

 

 

  ৩১) ২৬ এপ্রিল ২০২২ এ প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন Elvera Britto, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? উঃ-  ৮১
  ৩২) সম্প্রতি মেঘালয় এর কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হলেন?  উঃ- James Dringwell Rymbai
  ৩৩) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়?  উঃ- ২৯ এপ্রিল
  ৩৪) সর্বপ্রথম কোন এয়ারলাইন্স সংস্থা ভারতীয় নেভিগেশান সিস্টেম গগন সিস্টেম ব্যবহার শুরু করেছে? উঃ- ইন্ডি-গো
  ৩৫)  ভারতের কোন রাজ্য সর্বপ্রথম মাইগ্রেশান ট্রাকিং সিস্টেম চালু করল?  উঃ- মহারাষ্ট্র
  ৩৬) মহিলা এবং যুব উদ্যোগপতি দের সাহায্যের জন্য তেলঙ্গানা সরকার কোন সংস্থার সাথে চুক্তি করেছে? উঃ- গুগল
  ৩৭) ব্যাঙ্ক অব বরোদা সম্প্রতি সিনিয়র সিটিজেন দের জন্য যে সুবিধা চালু করেছে তার নাম কি?  উঃ- BOB World Gold
  ৩৮) ভারতের কর্মোযোগী মিশন এর জন্য বিশ্ব ব্যাঙ্ক ভারত কে কত পরিমাণ অর্থ সাহায্য করছে?  উঃ- ৪৭ মিলিয়ন মার্কিন ডলার
  ৩৯) টাটা সংস্থা এয়ার ইন্ডিয়া কেনার পর অন্য কোন এয়ারলাইন্স কেনার পরিকল্পনার কথা ঘোষণা করেছে?  উঃ- এয়ার এশিয়া
  ৪০) প্রতি বছর কোন দিনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়? উঃ- ৩০ এপ্রিল

 

Weekly Current Affairs 2022 PDF April 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।