Current Affairs 2022

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মে ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৫-২০২২ তারিখ থেকে ০৭-০৫-২০২২ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – মে, সপ্তাহ – প্রথম, (০১-০৫-২০২২ থেকে ০৭-০৫-২০২২)

√  ১) সম্প্রতি ভারতের কোন দুটি স্থান UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ অন্তর্ভুক্ত হয়েছে?  উঃ- Dholavira and Ramappa

  ২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়? 

উঃ- ০১ মে
  ৩) সম্প্রতি ব্রাজিলের ল্যান্ডস্কেপ গার্ডেন UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ অন্তর্ভুক্ত হয়েছে, এর নাম কি?   উঃ- Sitio Burle Marx
  ৪) কোন স্থাপত্য কে সম্প্রতি অষ্টম আশ্চর্যের অন্তর্ভুক্ত করা হয়েছে?   উঃ- Statue of Unity
  ৫) প্রতি বছর বিশ্ব টুনা দিবস কবে পালিত হয়?   উঃ- ২রা মে
  ৬) ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন কে?  উঃ- বিনয় মোহন কোয়াত্রা
  ৭) চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোয়ালকম কোন ভারতীয় কোম্পানির সাথে চুক্তি করে ভারতে চিপ এর ঘাটতি পুরন করতে চলেছে?  উঃ- Meity’s C-DAC
  ৮) রেলওয়ে টেলিকমিউনিকেশন আপগ্রেড করার জন্য, রেল মন্ত্রক কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছে?  উঃ- C-DOT
  ৯) ভারতীয় সেনাবাহিনীর নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উঃ- লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু
  ১০) কোন ব্যাঙ্ক সমস্ত মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের (MSMEs) জন্য ভারতের প্রথম ‘Open for All’ ডিজিটাল ইকোসিস্টেম চালু করেছে? উঃ- ICICI ব্যাঙ্ক

 

 

  ১১) এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এ ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পি. ভি. সিন্ধু কোন পদক জয়লাভ করেছেন?  উঃ-  ব্রোঞ্জ
  ১২) বিশ্বের সবচেয়ে বেশি রিয়েল-টাইম ট্রান্স্যাকশান করে কোন দেশ প্রথম স্থান দখল করেছে?  উঃ- ভারত
  ১৩) প্রতি বছর কোন দিনে বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালন করা হয়? উঃ- ৩রা মে
  ১৪) দেশের প্রথম ইথানল প্লান্ট কোথায় চালু হতে চলেছে?  উঃ- পুর্নিয়া
  ১৫)  বিশ্ব অ্যাজমা দিবস কবে পালন করা হয়ে থাকে?  উঃ- ৩রা মে
  ১৬) কোন রাজ্য ‘মুখ্যমন্ত্রী মিতান যোজনা’ চালু করতে চলেছে?  উঃ- ছত্তিশগড়
  ১৭) ভারতের ১০০ তম ইউনিকর্নেরনাম কি? উঃ- Neobank Open
  ১৮) ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স এ ভারতের স্থান কত?  উঃ- ১৫০ তম
  ১৯) আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়?  উঃ- ৪ মে
  ২০) প্রতি বছর আন্তর্জাতিক পোর্তুগিজ ভাষা দিবস কবে পালন করা হয়?  উঃ- ০৫ মে

 

 

√  ২১) মিনিস্ট্রি অব আর্থ সাইন্স ইউসার ফ্রেন্ডলি ওয়েদার ফরকাস্টিং সফটওয়্যার চালু করার জন্য কোন সংস্থার সাথে চুক্তি করেছে?  উঃ- আই আই টি বোম্বে

  ২২) প্রতি বছর কোন দিনে কয়লা খনি শ্রমিক দিবস পালন করা হয়? 

উঃ- ৪ মে
√  ২৩) অ্যামাজনের পরবর্তী সি ই ও কে হতে চলেছেন?  উঃ- Andy Jassy

  ২৪) CIA এর প্রথম চিফ টেকনলজি অফিসার হলেন একজন ভারতীয় বংশোদভুত। তাঁর নাম কি? 

উঃ- নন্দ মুলচন্দনী
√  ২৫) প্রতি বছর বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস কবে পালন করা হয়?  উঃ- ০৫ মে

  ২৬) কোন ভারতীয় নিউ ইয়র্ক ফেডেরাল রিসার্ভ ব্যাঙ্ক এর বোর্ড ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? 

উঃ- অরবিন্দ কৃষ্ণ
√  ২৭) ভারতের প্রথম ট্রাইবাল হেলথ অবসারভেটরি কোথায় চালু করা হয়েছে?  উঃ- ওডিশা
√  ২৮) সম্প্রতি প্রয়াত হলেন ১৯৫০ সালের ফর্মুলা ওয়ান রেসিং চ্যাম্পিয়ন, তাঁর নাম কি?  উঃ- Tony Brooks

  ২৯) বিশ্ব অ্যাথলেটিক্স দিবস প্রতি বছর কবে পালন করা হয়? 

উঃ- ০৭ মে
√  ৩০) কোন রাজ্য সরকার তার রাজ্যের সমস্ত গ্রামে বিণামূল্য ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চলেছে?  উঃ- উত্তর প্রদেশ

 

 

Weekly Current Affairs 2022 PDF May 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।