Assam Rifles Recruitment 2022: আসাম রাইফেলস এ “গ্রুপ বি ও গ্রুপ সি“ পদ এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন চলবে ০৬ জুন ২০২২ থেকে ২০ জুলাই ২০২২ পর্যন্ত। তাই প্রার্থীরা ২০ জুলাই ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২০ জুলাই ২০২২ বা তার আগে www.assamrifles.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
ব্রিজ ও রোড – যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এছাড়া সিভিল ইজ্ঞনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
ক্লার্ক – যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এছাড়া কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫ টি ওয়ার্ড এবং হিন্দিতে মিনিটে ৩০ টি ওয়ার্ড লেখার দক্ষতা তজাকতে হবে।
রিলিজিয়াস টিচার – সংস্কৃত, ভুষন বা হিন্দি ভাষাতে মধ্যমা বিষয়ে গ্রাজুয়েশান সম্পন্ন করে থাকতে হবে।
রেডিও ও লাইন ওপারেটর – যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে রেডিও ও টেলিভিশন বা ইলেকট্রনিক্স এ আই টি আই এর কোর্স করে থাকতে হবে। অথবা একাদশ ও দ্বাদশ শ্রেনিতে ফিসিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ নিয়ে পাশ করে থাকতে হবে।
রেডিও মেকানিক – যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে রেডিও ও টেলিভিশান বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান বা কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইজ্ঞনিয়ারিং বা ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অথবা একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী তে ফিসিক্স কেমিস্ট্রি ও ম্যাথ নিয়ে পাশ করে থাকতে হবে।
আর্মারার – যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট – ইংরেজি অংক সাইন্স ও বায়োলজি নিয়ে যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
নার্সিং অ্যাসিস্ট্যান্ট – ইংরেজি অংক সাইন্স ও বায়োলজি নিয়ে যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
আয়া – যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট – দ্বাদশ শ্রেণী পাশ করার পর ভেটেরিনারি সাইন্স এ দুই বছরের ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে ও এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ওয়াশারম্যান – যেকনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
√Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
ফিসিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট
ফিসিক্যাল এফিসিয়েন্সি টেস্ট
লিখিত পরীক্ষা
এর ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
√ Application Fees:
গ্রুপ বি পোষ্ট – ২০০/-
গ্রুপ সি পোষ্ট – ১০০/-
এস সি / এস টি / এস সার্ভিসম্যান / মহিলা – বিণামূল্য
আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, এর মাধ্যমে প্রদান করতে হবে।
√ Salary:
আসাম রাইফেল এর তরফ থেকে গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীদের বেতন ১৮,০০০/- থেকে ৬৯,১০০/- রুপি পর্যন্ত বলা হয়েছে
Assam Rifles Recruitment 2022 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ
বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।