Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-১০-২০২২ তারিখ থেকে ১৫-১০-২০২২ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF BengaliContents মাস – অক্টোবর, সপ্তাহ – দ্বিতীয়, ( ০৮-১০-২০২২ থেকে ১৫-১০-২০২২) |
√ ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পরিযায়ী পাখি দিবস পালন করা হয়? | উঃ- ০৮ অক্টোবর |
√ ২) ২০২২ সালের বিশ্বঅতিমারির কারণে কত পরিমাণ ভারতীয় গরীব হয়ে গেছে? |
উঃ- ৫৬ মিলিয়ন |
√ ৩) পঞ্চম আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- দিল্লী |
√ ৪) কোন ব্যাঙ্ক Insure India ক্যাম্পেইন চালু করল? | উঃ- HDFC ব্যাঙ্ক |
√ ৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক মেন্টাল হেলথ দিবস পালন করা হয়? | উঃ- ১০ অক্টোবর |
√ ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পোষ্ট দিবস পালন করা হয়? | উঃ- ০৯ অক্টোবর |
√ ৭) সম্প্রতি ছত্তিসগড় অলিম্পিক এর সূচনা করলেন কে? | উঃ- মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল |
√ ৮) ২০২২ সালে জাপানিস ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে? | উঃ- Max Verstappen |
√ ৯) প্রয়াত হলেন সমাজবাদী পার্টি এর প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮২ বছর |
√ ১০) ২০২২ ASTANA Open জিতলেন কে? | উঃ- নোভাক জাকোভিচ |
√ ১১) ৩৭ তম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- গোয়া |
√ ১২) সম্প্রতি হরিয়ানা সরকার কোন দেশের সাথে অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করল? | উঃ- দুবাই |
√ ১৩) হিমাচল প্রদেশ এ ওয়াটার স্পোর্স এর উদ্বোধন করলেন কে? | উঃ- অনুরাগ ঠাকুর |
√ ১৪) টারবাইন টেকনলজি ব্যবহার করে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করার জন্য অশোক লেল্যান্ড কোম্পানি কোন সংস্থার সাথে চুক্তি করল? | উঃ- আই আই টি মাদ্রাজ |
√ ১৫) সম্প্রতি BCCI এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? | উঃ- রজার বিনি |
√ ১৬) কোন অভিনেতা সর্বপ্রথম মহাকাশে সিনেমার সুটিং করতে চলেছেন? | উঃ- টম ক্রুজ |
√ ১৭) অন্ধ্র প্রদেশ এ লবন কারখানা তৈরির জন্য বিশ্ব ব্যাঙ্ক কত পরিমাণ ঋণ দিতে চলেছে? | উঃ- ২৫০ মিলিয়ন মার্কিন ডলার |
√ ১৮) হিমাচল প্রদেশ সরকার তার রাজ্যের কৃষকদের জন্য নতুন স্কিম চালু করেছে, তার নাম কি? | উঃ- HIMCAD |
√ ১৯) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক দৃষ্টি দিবস পালন করা হয়? | উঃ- ১৩ অক্টোবর |
√ ২০) পে টি এম কার্ড দিভাইস তৈরি করার জন্য় কোন কোম্পানির সাথে চুক্তি করেছে? | উঃ- Jana Small Finance Bank |
√ ২১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ছাত্র দিবস পালন করা হয়? | উঃ- ১৫ অক্টোবর |
√ ২২) ইরাক এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? | উঃ- আব্দুল লতিফ রাশিদ |
√ ২৩) গ্লোবাল হাঙ্গার ইনডেক্স এ ভারতের স্থান কত? | উঃ- ১০৭ তম |
√ ২৪) প্রয়াত হলেন হ্যারি পটার এর বিখ্যাত অভিনেতা Robbie Coltrane, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৭২ বছর |
√ ২৫) কুয়েত এ ভারতের নতুন রাজদুত পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Dr Adarsh Swaika |
আরও পড়ুন |
|
|