Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, জানুয়ারি ২০২৩, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০১-২০২৩ তারিখ থেকে ১৫-০১-২০২৩ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs BengaliContents মাস – জানুয়ারি, সপ্তাহ – দ্বিতীয়, ( ০৮-০১-২০২৩ থেকে ১৫-০১-২০২৩) |
√ ১) দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং পরিষেবা প্রদানকারী রাজ্য কোনটি? | উঃ- কেরালা |
√ ২) প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠি তাঁর বয়স কত হয়েছিল? |
উঃ- ৮৮ বছর |
√ ৩) মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রথম মহিলা শিখ বিচারক এর নাম কি? | উঃ- মনপ্রীত মনিকা সিং |
√ ৪) ২০২৩ এ ভারতের কোন শহরে আন্তর্জাতিক ঘুঁড়ি উৎসব শুরু হল? | উঃ- আম্রদাবাদ |
√ ৫) ২০২২ খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ম্যাসকট, টর্চ ও অ্যান্থেম (বন্দনাগিতী) কোথায় প্রকাশ করা হল? | উঃ- ভোপাল |
√ ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক হিন্দি দিবস পালন করা হয়? | উঃ- ১০ জানুয়ারি |
√ ৭) সম্প্রতি কোন ভারতীয় লন টেনিস তারকা অবসর গ্রহণ করলেন? | উঃ- সানিয়া মির্জা |
√ ৮) সম্প্রতি কোন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন? | উঃ- Dwaine Pretorius |
√ ৯) সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর এর ৪৫ টি ODI শতক এর রেকর্ড স্পর্শ করলেন? | উঃ- বিরাট কোহলি |
√ ১০) আন্তর্জাতিক ক্রিকেট এ কোন ক্রিকেটার সবচেয়ে দ্রুততম ১৫০০ রান এর রেকর্ড গড়লেন? | উঃ- সূর্য কুমার যাদব |
√ ১১) প্রতি বছর কোন দিনে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয়? | উঃ- ১১ জানুয়ারি |
√ ১২) ২০২৩ সালে হেনেলি পাসপোর্ট ইনডেক্স এ প্রথম স্থানে রয়েছে কোন দেশ? | উঃ- জাপান |
√ ১৩) কোন ভারতীয় সিনেমাকে সম্প্রতি ২০২৩ সালের অস্কার পুরস্কার এর জন্য মনোনিত করা হয়েছে? | উঃ- দি কাশ্মীর ফাইলস |
√ ১৪) কোন দেশে খুব শীঘ্রই স্কুলে পাঞ্জাবী ভাষা শেখানো হবে? | উঃ- অস্ট্রেলিয়া |
√ ১৫) প্রয়াত হলেন গ্রীসের শেষ রাজা Constantine II তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮২ বছর |
√ ১৬) কেন্দ্রীয় সরকার ইউ পি আই কে প্রোমোট করার জন্য কত পরিমাণ অর্থ খরচ করতে চলেছে? | উঃ- ২৬০০ কোটি রুপি |
√ ১৭) তেলঙ্গানা এর প্রথম মহিলা চিফ সেক্রেটারি হলেন কে? | উঃ- সান্তি কুমারি |
√ ১৮) সম্প্রতি টেক জায়ান্ট কগনিজেন্ট এর সি ই ও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- রবি কুমার |
√ ১৯) ৭৫ তম ইন্ডিয়ান আর্মি দে কবে পালন করা হল? | উঃ- ১৫ জানুয়ারি |
√ ২০) ২৩ তম জাতীয় SQAY Championship এ স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- ফলক মুমতাজ |
√ ২১) স্টার্টাপ মেন্টরসিপ এর জন্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী পিযূষ গোয়েল কোন পোর্টাল চালু করেছেন? | উঃ- MAARG |
√ ২২) ভারতের প্রথম 5-G পরিচালিত ড্রোন এর নাম কি? | উঃ- SKYHAWK |
√ ২৩) ৭১ তম মিস ইউনিভার্সের খেতাব জিতলেন কে? | উঃ- R’Bonney Gabriel |
আরও পড়ুন |
|
|