Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, জানুয়ারি ২০২৩, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০১-২০২৩ তারিখ থেকে ৩১-০১-২০২৩ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs BengaliContents মাস – জানুয়ারি, সপ্তাহ – চতুর্থ, ( ২৩-০১-২০২৩ থেকে ৩১-০১-২০২৩) |
√ ১) সম্প্রতি কোন দুটি দক্ষিণ আমেরিকান দেশ একই মুদ্রা ব্যবহার করতে চলেছে? | উঃ- ব্রাজিল ও আর্জেন্টিনা |
√ ২) প্রতি বছর কোন দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়? |
উঃ- ২৩ জানুয়ারি |
√ ৩) ভারতীয় নৌবাহিনী কোথায় AMPHEX 2023 অনুশীলন সফল করল? | উঃ- অন্ধ্রপ্রদেশ |
√ ৪) ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক ক্রাফট সামিট শুরু হয়েছে? | উঃ- ওডিশা |
√ ৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস পালন করা হয়? | উঃ- ২৪ ফেব্রুয়ারি |
√ ৬) সম্প্রতি বছরের সবচেয়ে বিশিষ্ট বিজ্ঞানী এর শিরোপা পেলেন কে? | উঃ- RV Prassad |
√ ৭) ভারতের সবচেয়ে সেরা থানা এর শিরোপা পেল কোন থানা? | উঃ- Aska, Odisha |
√ ৮) ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টাইটেল জিতলেন কে? | উঃ- Kunlavut Vitidsarn |
√ ৯) ১৩ তম জাতীয় ভোটার দিবস কবে পালন করা হল? | উঃ- ২৫ জানুয়ারি |
√ ১০) ভারতিয় নৌবাহিনী সম্প্রতি TROPEX নামক সামরিক অনুশীলন কোথায় সম্পন্ন করল? | উঃ- বঙ্গোপসাগর এ |
√ ১১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করা হয়? | উঃ- ২৬ জানুয়ারি |
√ ১২) আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস কবে পালন করা হয়? | উঃ- ২৭ জানুয়ারি |
√ ১৩) প্রয়াত হলেন ভারতীয় লৌহ মানব খ্যাত সাবির আলি, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৬৭ বছর |
√ ১৪) প্রয়াত হলেন প্রখ্যাত তেলগু অভিনেত্রী J Jamuna তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮৬ |
√ ১৫) প্রতি বছর কোন দিনে ডেটা প্রাইভেসি ডে পালন করা হয়? | উঃ- ২৮ জানুয়ারি |
√ ১৬) সেন্ট্রাল রেলওয়ে এর জেনারেল ম্যানেজার পদে কে নিযুক্ত হলেন? | উঃ- নরেশ লালওয়ানি |
√ ১৭) ২০২৩ সালে ভারতের কোন শহরে এভিয়েশান এক্সপো সম্পন্ন হতে চলেছে? | উঃ- বেঙ্গালোর |
√ ১৮) অনুর্ধ-১৯ আন্তর্জাতিক মহিলা টি-২০ বিশ্বকাপ এ কোন দল চ্যাম্পিয়ন হল? | উঃ- ভারত |
√ ১৯) ২০২৩ সালে হকি বিশ্বকাপ এ কোন দল চ্যাম্পিয়ন হল? | উঃ- জার্মানি |
√ ২০) ভারতের প্রথম গ্রিন সোলার প্যানেল ফ্যাক্টরি কোথায় স্থাপিত হতে চলেছে? | উঃ- উত্তরাখন্ড |
√ ২১) ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার জিতেছে? | উঃ- উত্তরাখন্ড |
√ ২২) ২০২৩ সালে অনুষ্ঠিত টাটা স্টিল চেস মাস্টার্স এর খেতাব জিতলেন কে? | উঃ- Anish Giri |
আরও পড়ুন |
|
|