সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট তৃতীয় সপ্তাহ
Contents
বাংলা ভাষায় লেটেস্ট সাম্প্রতিক ঘটনাগুলি জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন! এই পোস্টে, আমরা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলির একটি তালিকা দিয়েছি, যা আপনি অবশ্যই জানতে চাইবেন।
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক, পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি।
আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, ২০২৩, আগস্ট তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৮-২০২৩ তারিখ থেকে ২২-০৮-২০২৩ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট তৃতীয় সপ্তাহ ( Latest Current Affairs August 2023 Bangla)মাস – আগস্ট, সপ্তাহ তৃতীয়, (১৬-০৮-২০২৩ থেকে ২২-০৮-২০২৩) |
১) সম্প্রতি পি এস জি ক্লাব ছাড়লেন নেইমার জুনিয়ার, তিনি কোন ক্লাবে যোগ দিলেন? | উঃ- Al-Hilal (আল-হিলাল) |
২) লাইফ ইন্সুরেন্স কর্পোরেশান অব ইন্ডিয়া এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত করলেন? |
উঃ- R. Doraiswamy (আর. দোরাইস্বামী) |
৩) প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ফুটবল ক্যাপ্টেন মহম্মদ হাবিব, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৭৪ বছর |
৪) ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার (Drone Common Testing Centre) কোথায় তৈরি হতে চলেছে? | উঃ- তামিলনাড়ু |
৫) ভারতের প্রথম নাইট স্ট্রিট রেসিং সার্কিট (Night Street Racing Circuit) কোথায় তৈরি হতে চলেছে? | উঃ- চেন্নাই |
৬) সম্প্রতি কোরিয়া আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে একটি রোবোট তৈরি করেছে যেটি নিজের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে সফল্ভাবে প্লেন চালিয়ে প্রমান করেছে, এই রোবোট এর নাম কি? | উঃ- PiBot |
৭) ভারতীয় নৌবাহিনী পাঁচটি যুদ্ধ জাহাজ তৈরির জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে? | উঃ- ২০,০০০ কোটি রুপি |
৮) ভারত সরকার পাবলিকট্রান্সপোর্ট সিস্টেম এ ইলেকট্রিক বাসের সংখ্যা বৃদ্ধির জন্য কত পরিমান অর্থের বরাদ্দ করেছে? | উঃ- ৫৭,৬১৩ কোটি রুপি |
৯) প্রয়াত হলেন প্রখ্যাত ব্রিটিশ চ্যাট শো সঞ্চালক মাইকেল পারকিনসন, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮৮ বছর |
১০) প্রতি বছর কোন দিনে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে (humanitarian Day) পালন করা হয়? | উঃ- ১৯ আগস্ট |
সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট দ্বিতীয় সপ্তাহ
১১) প্রয়াত হলেন প্রখ্যাত সমাজ কর্মী দেবেন দত্ত তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮১ বছর |
১২) ভারতের প্রথম থ্রি-ডি প্রিন্টেড পোষ্ট অফিস কোথায় উদ্বোধন করা হল? |
উঃ- ব্যাঙ্গালোর |
১৩) জি-২০ ফিল্ম ফেস্টিভাল এ কোন ভারতীয় সিনেমাকে স্ক্রিনিং করানো হবে? | উঃ- পথের পাঁচালী |
১৪) প্রতি বছর কোন World Mosquito Day (আন্তর্জাতিক মশা দিবস) পালন করা হয়? | উঃ- ২০ আগস্ট |
১৫) আন্ডার-২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- প্রিয়া মালিক |
১৬) ভারত পেট্রোলিয়াম করপোরেশান লিমিটেড এর নতুন ব্রান্ড অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- রাহুল ড্রাভিড |
১৭) প্রয়াত হলেন ডিজিটাল ক্রিয়েটিভিটি কোম্পানি ADOBE এর কো-ফাউন্ডার, Dr John Warnock, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮২ বছর |
১৮) UIDAI এর টেম্পোরারি চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? | উঃ- নীলকান্ত মিশ্র |
১৯) ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল চালিত বাস কোথায় উদ্বোধন করা হল? | উঃ- লাদাখ |
২০) সিঙ্গাপুর এ অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াড এ ভারতের হয়ে রৌপ্য পদক জিতলেন কে? | উঃ- রাজা অনিরুধ শ্রীরাম |
আরও পড়ুন |
|