Latest Current Affairs 2024 January 17 to 23
Contents
সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) An Uncommon Love ২) সবচেয়ে ভ্যালুয়েবল পাবলিক সেক্টর ইউনিট ৩) ৫০ হাজার কোটি রুপির ডেটা সেন্টার ৪) বিশ্বের সবচেয়ে বড়ো তালা।
বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 17 থেকে 23 জানুয়ারি 2024 ( Latest Current Affairs 2024 January 17 to 23)মাস – জানুয়ারি, সপ্তাহ – তৃতীয়, (১৭-০১-২০২৪ থেকে ২৩-০১-২০২৪) |
১) সম্প্রতি সুধা মূর্তি এবং নারায়ণ মূর্তির প্রথম জীবনের কাহিনী নিয়ে একটি বই প্রকাশিত হলো এই বইয়ের নাম কি |
উঃ- An Uncommon Love |
২) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মিলিটারি র্যাঙ্ক কত? |
উঃ- চতুর্থ |
৩) সম্প্রতি কোন প্রাইভেট কোম্পানি ব্যাঙ্গালোরে স্পেস ক্র্যাফট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলটি তৈরি করল? | উঃ- Pixxel |
৪) ভারত সরকার সম্প্রতি এক বছর যাবৎ অনুষ্ঠিত রামায়ণ উৎসব শুরু করতে চলেছে, এই উৎসব কোথা থেকে শুরু হব? | উঃ- দিল্লি |
৫) Edelman Trust Barometer এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ট্রাস্ট লিডার হিসেবে কোন দেশকে গণ্য করা হয়েছে? | উঃ- ভারত |
৬) সম্প্রতি তামিলনাড়ু সরকার কোন স্পেস কোম্পানির সাথে ২০০০ কোটি টাকার চুক্তি করল? | উঃ- ইন্দো স্পেস |
৭) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের এক নম্বর দাবাড়ু কে? |
উঃ- Rameshbabu Praggnanandhaa |
৮) ভারতে আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব কবে শুরু হলো? | উঃ- ১৭ জানুয়ারি |
৯) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে সবচেয়ে ভ্যালুয়েবল পাবলিক সেক্টর ইউনিট কোনটি? | উঃ- লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC) |
১০) সম্প্রতি ভারতের কোন অর্গানাইজেশন আধার কার্ডকে ভ্যালিড ডেট অফ বার্থ প্রুফ এর তালিকা থেকে বাদ দিল? |
উঃ- এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন |
সাম্প্রতিক ঘটনা ২০২৪ জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ
১১) সম্প্রতি কোন রাজ্য সরকার Mahtari Bandana Yojna চালু করল? | উঃ- ছত্তিশগড় |
১২) সম্প্রতি ফক্সকন ভারতে চিপ প্যাকেজিং ফেসিলিটি তৈরি করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো? |
উঃ- HCL |
১৩) দিল্লি আমেদাবাদ বুলেট ট্রেন এর প্রোজেক্টে কোন কোম্পানি হাতে নিল? | উঃ- L &T |
১৪) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ভ্যালুয়েবল আইটি ব্র্যান্ড কোন ভারতীয় কোম্পানি? | উঃ- TCS |
১৫) ভারতের ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজ এর তালিকা সম্প্রতি কোন ভাষাকে যুক্ত করা হলো | উঃ- ফারসি |
১৬) সারাবিশ্বে ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো? |
উঃ- গুগল প্লে |
১৭) সম্প্রতি কোন কোম্পানির স্মার্টফোন বিক্রির সংখ্যায় samsung কে ছড়িয়ে গেল? | উঃ- Apple |
১৮) সম্প্রতি আদানি গ্রুপ ভারতের কোন রাজ্যে ৫০ হাজার কোটি রুপি খরচ করে ডেটা সেন্টার তৈরি করার কথা ঘোষণা করলো? | উঃ- মহারাষ্ট্র |
১৯) কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান চালু করল? | উঃ- আসাম |
২০) কোন রাজ্য সরকার মাই স্কুল মাই প্রাইড কর্মসূচি শুরু করলো? | উঃ- হিমাচল প্রদেশ |
Latest Current Affairs 2024 January 17 to 23
২১) বিশ্বের সবচেয়ে বড় তালা কোথায় ব্যবহার করার জন্য তৈরি করা হলো? | উঃ- রাম মন্দির |
২২) ১৯ তম নন অ্যালাইন্ড মুভমেন্ট সামিট (Non-Aligned Movement Summit) কোথায় অনুষ্ঠিত হচ্ছে? |
উঃ- উগান্ডা |
২৩) ডি সি বি ব্যাংক বা দিল্লি কানাড়া ব্যাঙ্ক এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? | উঃ- Praveen Achuthan Kutty |
২৪) সম্প্রতি সোনি কোম্পানি কোন কোম্পানির সাথে ১০ বিলিয়ন ডলারের চুক্তি খারিজ করল? | উঃ- জি এন্টারটেইনমেন্ট |
২৫) সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদ নির্মূলকরণের জন্য কোন অপারেশন চালু করল? | উঃ- অপারেশন সর্বশক্তি |
২৬) প্রতিবছর কোন দিনে পরাক্রম দিবস পালন করা হয়? |
উঃ- ২৩ শে জানুয়ারি |
২৭) ভারতে এক কোটি মানুষের বাড়িতে সোলার প্যানেল স্থাপন করার জন্য কোন স্কিম চালু করা হলো? | উঃ- সানরাইজ বা সূর্যোদয় |
২৮) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ভারতে রিনিউএবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কত পরিমান অর্থ ও বিনিয়োগ করতে চলেছে? | উঃ- ৫৮.৪ বিলিয়ন মার্কিন ডলার |
২৯) ভারত এবং কিরগিজস্তান এর যৌথ সামরিক মহড়া, খঞ্জর ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? | উঃ- হিমাচল প্রদেশ |
৩০) বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটিতে নিজেদের নাম খোদাই করল কোন দেশ? | উঃ- জাপান |
Latest Current Affairs 2024 January 17 to 23
আরও পড়ুন |
|