Countries and Their National Sports: চাকরিবাজারের সাধারন জ্ঞানবিভাগে সকলকে স্বাগত, আজকে আমরা বিভিন্ন দেশ ও তাদের জাতীয় খেলা সম্বন্ধে আলোচনা করতে চলেছি। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করে থাকি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন।
Countries and Their National Sports
Contents
আজকের পাঠে আমরা বিভিন্ন দেশ ও তাদের জাতীয় খেলা সম্বন্ধে আলোচনা করলাম। এটি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ। প্রত্যেক দেশের তার নিজস্ব একটা জাতীয় খেলা আছে, যেগুলি সেই দেশের জনপ্রিয় খেলা বা ঐতিহাসিক খেলার মধ্যে থেকে নির্বাচিত। যেমন ভারতের জাতীয় খেলা হকি। এইরকম প্রত্যেক দেশের নিজের সংস্কৃতির উপর নির্ভর করে তার নিজস্ব জাতীয় খেলা রয়েছে।
এই বিভাগ থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় নানান ধরনের প্রশ্ন এসেছে। বিশেষত রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিভাগ থেকে কমন প্রশ্ন এসে থাকে। তাই আমরা পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসতৃতিত ভাবে বিভিন্ন দেশের জনপ্রিয় জাতীয় খেলা গুলি নিয়ে আলোচনা করলাম। নিম্নে সারনীর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও তাদের জাতীয় খেলাগুলির একটি তালিকা তুলে ধরা হল। তালিকা থেকে সম্পূর্ন পোস্টটি পড়ুন এবং নিচে দেওয়া লিঙ্ক থেকে এর PDF ডাউনলোড করুন।
List of Countries and Their National Sports
দেশের নাম |
জাতীয় খেলা |
√ অস্ট্রেলিয়া | – ক্রিকেট |
√ আমেরিকা | – বেসবল |
√ আর্জেন্টিনা | – পটো, ফুটবল |
√ আফগানিস্তান | – বুজকাসি |
√ ইজরাইল | – ফুটবল |
√ ইরান | – রেসলিং |
ইতালি | – ফুটবল |
√ ইন্দোনেশিয়া | – ব্যাডমিন্টন |
√ ইংল্যান্ড | – ক্রিকেট |
√ কানাডা | – আইস্ হকি |
√ কিউবা | বেসবল |
√ কলম্বিয়া | – তেজো |
|
|
√ চায়না | – পিং পং (টেবিল টেনিস) |
√ জাপান | – সুম রেসলিং |
√ তুর্কি | – ওয়েল রেসলিং |
√ দক্ষিণ কোরিয়া | – তাইকন্ডু |
√ নেপাল | – ভলিবল |
√ নরওয়ে | – সিকিং |
√ নিউজিল্যান্ড | রাগবি |
√ পাকিস্তান | – ফিল্ড হকি |
√ পোল্যান্ড | – ফুটবল |
√ ফিলিপিনস | – আরনিস |
√ ফ্রান্স | – ফুটবল |
√ বাংলাদেশ | – কবাডি |
√ ব্রাজিল | – ফুটবল |
√ বারমুডা | – ক্রিকেট |
√ বুলগেরিয়া | – ভারোত্তোলন |
|
|
√ ভারত | – হকি |
√ ভুটান | – তীরন্দাজি |
√ ভেনেজুয়েলা | – বেসবল |
√ মালেশিয়া | – ব্যাডমিন্টন |
√ রাশিয়া | – দাবা |
√ লিথুয়ানিয়া | – বাস্কেটবল |
√ শ্রীলংকা | – ভলিবল |
√ সার্বিয়া | – ফুটবল |
√ স্পেন | – বুল ফাইট |
|
• Countries and Their National Sports FAQs:
১. রাশিয়ার জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন খেলা? উঃ- রাশিয়ার জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে দাবা। |
২. বুল ফাইট কোন দেশের জাতীয় খেলা? উঃ- স্পেন। |
৩. নেপালের জাতীয় খেলা কোনটি ? উঃ- ভলিবল। |
Related Post: –
- [pdf] Bharat Ratna Award Winners year-wise,1954-2021
- Pseudonyms Of Famous Bengali Writers [Download]
- diseases caused by deficiency of vitamins and minerals – Bengali notes[pdf]