Countries and Their Parliament Names

Countries and Their Parliament Names:  চাকরিবাজারের সাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত, আজকে আমরা বিভিন্ন দেশ এবং তাদের পার্লামেন্টের নাম সম্বন্ধে আলোচনা করতে চলেছি । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করে থাকি।

    এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন।

 Countries  and  Their  Parliament  Names 

জি. কে.  বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল বিভিন্ন দেশ এবং তাদের পার্লামেন্টের নাম। ভারতের পার্লামেন্ট যেমন দুটি কক্ষে বিভক্ত। একটি হলো লোকসভা, অন্যটি রাজ্যসভা। এইরকম প্রত্যেক গণতান্ত্রিক দেশের তার নিজস্ব পার্লামেন্ট আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং চাকরির পরীক্ষায় এই বিভাগ থেকে নানান ধরনের প্রশ্ন এসে থাকে।

যেমন উদাহরণ হিসেবে বলা যায় ১) মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম। উত্তর হবে- ইরান২) জাপানের পার্লামেন্টের নাম কি? উত্তর হবে- ডায়েট। এরকম নানান ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বার বার এসেছে। তাই এই বিভাগটি পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নিন্মে একটি সারণীর মাধ্যমে বিভিন্ন দেশ এবং তাদের পার্লামেন্টের নামগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 

 

  • List of Countries and Their Parliament Names:

দেশের নাম

পার্লামেন্টের নাম

অস্ট্রেলিয়া ফেডারেল পার্লামেন্ট
অস্ট্রিয়া নেশনাল অ্যাসেম্বলি
আফগানিস্তান সোরা
আলজেরিয়া ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি
আর্জেন্টিনা নেশনাল কংগ্রেস
আয়ারল্যান্ড ডেইলি ইরেন
আজারবাইজান মিলি মাজলিশ
ইরা।ন মজলিস
ইরাক নেশনাল অ্যাসেম্বলি
ইজরায়েল নেসেট
ইতালি চেম্বার অফ ডেপুটিস্
ইথিওপিয়া ফেডারেল কাউন্সিল এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
ইজিপ্ট পিপলস অ্যাসেম্বলি
ইকুয়েডর ন্যাশনাল কংগ্রেস
ওমান মোনার্চি
উত্তর কোরিয়া সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
কানাডা পার্লামেন্ট
কোস্টারিকা লেজিসলেটিভ কাউন্সিল
কিউবা নেশনাল অ্যাসেম্বলি অফ পিপলস পাওয়ার
কম্বোডিয়া নেশনাল অ্যাসেম্বলি
কলম্বিয়া কংগ্রেস
কঙ্গো রিপাবলিক অফ ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল
কেনিয়া নেশনাল অ্যাসেম্বলি
গুয়েনা ন্যাশনাল এসেম্বলি
গ্রীস চেম্বার অফ ডেপুটিস্
চায়না ন্যাশনাল পিপলস্ অ্যাসেম্বলি
জাপান ডায়েট
জার্মানি বান্দেস্টাগ
ডেনমার্ক ফোকেটিং
তাইওয়ান ইউয়ান
তুর্কি গ্র্যান্ড নেশনাল অ্যাসেম্বলি
দক্ষিণ কোরিয়া নেশনাল অ্যাসেম্বলি
নেপাল নেশনাল পঞ্চায়েত
নরওয়ে স্টরটিং
নেদারল্যান্ড দি স্টেট জেনারেল
নিউজিল্যান্ড হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
পাকিস্তান ন্যাশনাল এসেম্বলি এবং সেনেট
পোল্যান্ড সেজম
পাপুয়া নিউগিনি ন্যাশনাল পার্লামেন্ট
ফিলিপিনস দি কংগ্রেস
ফ্রান্স ন্যাশনাল অ্যাসেম্বলি
ফিনল্যান্ড এডুসকুস্তা
বাংলাদেশ জাতীয় পার্লামেন্ট
ব্রাজিল নেশনাল কংগ্রেস
ব্রিটেন পার্লামেন্ট
বলিভিয়া নেশনাল কংগ্রেস
বাহারিন কনসালটেটিভ কাউন্সিল
ভারত পার্লামেন্ট
ভুটান তাসাংগাডু
ভিয়েতনাম নেশনাল অ্যাসেম্বলি
ভেনেজুয়েলা ন্যাশনাল কংগ্রেস
মালয়েশিয়া মজলিস
মালদ্বীপ মজলিস
মায়ানমার পাইথু হালুটায়ু
মাদাগাস্কার ন্যাশনাল পিপলস খুরাল
রাশিয়া ডুমা এবং ফেডারেল কাউন্সিল রোমানিয়া
লাওস পিপলস সুপ্রিম অ্যাসেম্বলি
লেবানন ন্যাশনাল অ্যাসেম্বলি
লিবিয়া জেনারেল পিপলস কংগ্রেস
লিথুয়ানিয়া সেইমাস
শ্রীলংকা পার্লামেন্ট
সার্বিয়া ফেডারেল অ্যাসেম্বলি
সোমালিয়া পিপলস অ্যাসেম্বলি
সাউথ আফ্রিকা পার্লামেন্ট
সৌদি আরব মজলিস আল সুহরা
সুইডেন  রিকসডাগ
সুদান ন্যাশনাল অ্যাসেম্বলি
সুইজারল্যান্ড ফেডারেল এসেম্বলি
সিরিয়া পিপলস কাউন্সিল

 

 

  •  List of Countries and Their Parliament Names [pdf]

List Of Countries and Their Parliament Names

 

 

Related Post: – 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।