Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, জুলাই ২০২২, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৭-২০২২ তারিখ থেকে ২২-০৭-২০২২ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – জুলাই, সপ্তাহ – তৃতীয়, ( ১৬-০৭-২০২২ থেকে ২২-০৭-২০২২)

√  ১) ভারতীয় অ্যাথিলিট দের উদবুদ্ধ করার জন্য ভারতীয় অ্যাথিলিট ফেডারেশান কোন সংস্থার সাথে চুক্তি বদ্ধ হয়েছে?  উঃ- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

  ২) সম্প্রতি কোন রাজ্যের পুলিশ ডিপার্ট্মেন্ট অনলাইন কমপ্লেন সার্ভিস অ্যাপ চালু করল? 

উঃ- উত্তরাখন্ড
  ৩) সম্প্রতি গুগোল, টেলিকম সংস্থা এয়ারটেল এর কত শতাংশ শেয়ার অধিগ্রহন করেছে?  উঃ- ১.২ শতাংশ
  ৪) রুরাল ইলেকট্রিফিকেশান কর্পোরেশান লিমিটেড এর টেকনিক্যাল ডিরেক্টর কে হলেন?   উঃ- ভি কে সিং
  ৫) কোন কোম্পানি ১০,০০০ ছোটো শহরকে টার্গেট করে স্টার্টাপ স্কুল ইন্ডিয়া মিশন চালু করেছে?  উঃ- গুগোল
  ৬) স্পেন এ ৪১-তম Villa De Benasque আন্তার্জাতিক দাবা কম্পিটিশান জিতলেন কে?  উঃ- Aravindh Chithambaram
  ৭) Paracin ওপেনে দাবা চ্যাম্পিয়নশিপ এ জয়লাভ করলেন কোন ভারতীয়?  উঃ- R. Praggnanandhaa
  ৮) ভারতের কোন রাজ্য সরকার সর্বপ্রথম সম্পূর্ণ রূপে নিজেদের ইন্টারনেট সার্ভিস চালু করেছে? উঃ- কেরালা
  ৯) প্রয়াত হলেন প্রখ্যাত গজল শিল্পী ভুপিন্দর সিং, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮২ বছর
  ১০) কোন ভারতীয় টেলিকমিউনিকেশান কোম্পানি সর্বপ্রথম সফল ফাইভ জি টেকনলজি প্রদান করতে চলেছে?  উঃ- ভারতী এয়ারটেল

 

 

  ১১) খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশান এর নতুন চেয়ারম্যান কে হলেন?  উঃ- মনোজ কুমার
  ১২) ভারতের কোন রাজ্য দেশের প্রথম ডিজিটাল লোক আদালত স্থাপন করতে চলেছে?  উঃ- রাজস্থান
  ১৩) কোন ব্রিটিশ ক্রিকেটার সমস্ত ধরনের ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলা থেকে অবসর গ্রহণ করেছেন?  উঃ- বেন স্টোকস
  ১৪) প্রতি বছর কোন দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়?  উঃ- ২০ জুলাই
  ১৫) কোন বাংলাদেশি ক্রিকেটার সমস্ত রকম টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার কথা ঘোষণা করেছেন?  উঃ- তামিম ইকবাল
  ১৬) ২০২২ সালে হেনেলি পাসপোর্ট ইনডেক্স এ ভারতের স্থান কত?  উঃ- ৮৭ তম
  ১৭) ভারতের কোন রাজ্য স্মার্ট সিটি ফান্ড ইউটিলাইজেশান এ প্রথম স্থান অধিকার করেছে?  উঃ- তামিলনাড়ু
  ১৮) ফোর্বস ম্যাগাজিনে সূত্রানুসারে কোন ভারতীয় ধনকুবের, মার্কিন বিল গেটস কে ছাড়িয়ে গেলেন? উঃ- গৌতম আদানি
  ১৯) চিতা পুনঃপ্রবর্তনের জন্য ভারত কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- নামিবিয়া
  ২০) PM-ABHIM প্রজেক্ট এর জন্য ভারত বিশ্ব ব্যাঙ্ক এর থেকে কত পরিমাণ অর্থ ঋণ নিয়েছে?  উঃ- ১ বিলিয়ন মার্কিন ডলার

 

 

  ২১) ONGC-VIDESH ম্যানেজিং ডিরেক্টর কে হলেন?  উঃ- রাজর্ষি গুপ্ত
  ২২) সম্প্রতি বিহার স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশন কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হয়েছে?  উঃ- ফ্লিপকার্ট
  ২৩) কুয়েত এর নতুন প্রধানমন্ত্রী কে হলেন? উঃ- Sheikh Mohammed Sabah Al Salem

 

Weekly Current Affairs 2022 PDF July 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।