Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-১০-২০২২ তারিখ থেকে ০৭-১০-২০২২ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF BengaliContents মাস – অক্টোবর, সপ্তাহ – প্রথম, ( ০১-১০-২০২২ থেকে ০৭-১০-২০২২) |
√ ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ভেজিটেরিয়ান দিবস পালন করা হয়? | উঃ- ০১ অক্টোবর |
√ ২) বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক কোথায় স্থাপিত হতে চলেছে? |
উঃ- গুরুগ্রাম |
√ ৩) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয়? | উঃ- ০১ অক্টোবর |
√ ৪) হিরো মোটো কর্প এর ব্রান্ড অ্যামব্যাসাডর কে হলেন? | উঃ- রাম চরন |
√ ৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়? | উঃ- ০২ অক্টোবর |
√ ৬) ভারতের আনএমপ্লয়মেন্ট রেট কত? | উঃ- ৬.৪৩ % |
√ ৭) এই বছর ৬৮ তম আন্তর্জাতিক অয়াইল্ডলাইফ উইক পালন করা হয় কবে? | উঃ- ০২ থেকে ০৮ অক্টোবর |
√ ৮) সম্প্রতি ষষ্ঠ বারের জন্য ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের তকমা পেল কোন শহর? | উঃ- ইন্দোর |
√ ৯) সম্প্রতি কে ইন্দো-আমেরিকান চেম্বারস অব কমার্স এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? | উঃ- ললিত ভাসিন |
√ ১০) প্রতি বছর World Space Week কবে পালন করা হয়? | উঃ- ০৪ থেকে ১০ অক্টোবর |
√ ১১) ২০২২ এ সিঙ্গাপুর ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে? | উঃ- Sergio Perez |
√ ১২) কোন ভারতীয় ক্রিকেটার ৪০০ টি টি-২০ ক্রিকেট ম্যাচ খেলেছেন? | উঃ- রোহিত শর্মা |
√ ১৩) মেডিসিন এ নোবেল পুরস্কার পেলেন কে? | উঃ- Svante Paabo, সুইডেন |
√ ১৪) ভারতের ডেপুটি ইলেকশান কমিশনার পদে কে নিযুক্ত হলেন? | উঃ- অজয় ভাদু |
√ ১৫) ভারত সরকার 5G টেকনলজির উন্নতির জন্য সারা ভারত জুড়ে কতগুলি ল্যাবরেটরি তৈরি করতে চলেছে? | উঃ- ১০০ টি |
√ ১৬) ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল পঞ্চায়েত কোথায় গঠিত হল? | উঃ- Pullampara, Kerala |
√ ১৭) বিশ্বের সবচেয়ে বড় Wind-Solar পাওয়ার প্লান্ট কোথায় স্থাপন করা হল? | উঃ- জয়সালমির |
√ ১৮) ইন্ডিয়ান ওর্ডিন্যান্স ফ্যাক্টরির ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? | উঃ- সঞ্জিব কিশোর |
√ ১৯) সম্প্রতি কে GAIL এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? | উঃ- সন্দীপ কুমার |
√ ২০) ভারতের রুপে ডেবিট কার্ড সম্প্রতি কোন দেশে চালু হল? | উঃ- ওমান |
√ ২১) ভারতের নির্বাচন কমিশান ন্যাশনাল আইকন হিসেবে কোন অভিনেতাকে বেছে নিয়েছেন? | উঃ- পঙ্কজ ত্রিপাঠি |
√ ২২) কোন ব্যাঙ্ক ভারতের ছয়টি রাজ্যে গ্রাম সেবা প্রোগ্রাম চালু করল? | উঃ- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া |
√ ২৩) ভারতের প্রথম গ্রিন টেকনলজি ইনকিউবেশান ফ্যাসিলিটি কোথায় চালু হল? | উঃ- NIT Srinagar |
√ ২৪) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জেনারেল ইন্সুরেন্স এর সি ই ও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Kishore Kumar Poludasu |
√ ২৫) জাপানে ভারতের নতুন রাজদুত পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Sibi George |
আরও পড়ুন |
|
|