Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর ২০২২, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-১০-২০২২ তারিখ থেকে ২২-১০-২০২২ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF BengaliContents মাস – অক্টোবর, সপ্তাহ – তৃতীয়, ( ১৬-১০-২০২২ থেকে ২২-১০-২০২২) |
√ ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক খাদ্য দিবস পালন করা হয়? | উঃ- ১৬অক্টোবর |
√ ২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক দারিদ্র দূরিকরণ দিবস পালন করা হয়? |
উঃ- ১৭ অক্টোবর |
√ ৩) মাছ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? | উঃ- তৃতীয় |
√ ৪) নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস ও আরোগ্য কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- গোয়া |
√ ৫) ভারতের কোন রাজ্য সর্ব প্রথম জল জীবন মিশন এর লক্ষ্যমাত্রা সম্পন্ন করেছে? | উঃ- তামিলনাড়ু |
√ ৬) তিন দিন ব্যাপী কুচিপুড়ি নৃত্যানুষ্ঠান কোথায় শুরু হয়েছে? | উঃ- বিজয়োয়াড়া |
√ ৭) ন্যাশনাল কোঅর্ডিনেটর্স মিট কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- ভারত |
√ ৮) বন্ধন ব্যাঙ্ক এর ব্রান্ড অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- সৌরভ গাঙ্গুলি |
√ ৯) ভারতের প্রথম অ্যালুমিনিয়াম ফ্রেট রেক কে উদ্বোধন করলেন? | উঃ- রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব |
√ ১০) ইন্টারপোল এর ৯০ তম জেনারেল অ্যাসেম্বলি কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- ভারত |
√ ১১) আদানি এয়ারপোর্টস এর সি ই ও কে হলেন? | উঃ- অরুন বানসাল |
√ ১২) সম্প্রতি সবচেয়ে কমবয়সী গ্র্যান্ডমাস্টার কে হলেন? | উঃ- ডি গুকেশ |
√ ১৩) ২২ তম আন্তর্জাতিক ব্লক চেইন সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- দুবাই |
√ ১৪) ২০২৩ সালের এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- কাতার |
√ ১৫) কংগ্রেস এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? | উঃ- Mallikarjun Kharge |
√ ১৬) আসাম সরকার তার রাজ্যে ডিজিটাল শিক্ষার বিস্তার এর জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করল? | উঃ- Google |
√ ১৭) এশিয়ার বৃহত্তম কমপ্রেসড বায়োগ্যাস প্লান্ট কোথায় চালু করা হল? | উঃ- পাঞ্জাব |
√ ১৮) ইন্ডিয়ান ট্রেড প্রোমোশান অর্গানাইজেশান এর CMD পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Pradeep Kharola |
√ ১৯) আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হল কোন দেশ? | উঃ- ১৩ অক্টোবর |
√ ২০) পেনশান ইনডেক্স এ ৪৪ টি দেশের মধ্যে ভারতের স্থান কত? | উঃ- ৪১ তম |
√ ২১) গ্লোবাল ইউথ ক্লাইমেট সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- বাংলাদেশ |
√ ২২) পঞ্চম খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- মধ্য প্রদেশ |
আরও পড়ুন |
|
|