Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-১০-২০২২ তারিখ থেকে ৩১-১০-২০২২ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – অক্টোবর, সপ্তাহ – চতুর্থ, ( ২৩-১০-২০২২ থেকে ৩১-১০-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ডেভেলপমেন্ট ইনফর্মেশান দিবস পালন করা হয়?  উঃ- ২৪ অক্টোবর

  ২) ইউনাইটেড কিংডম এর নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- ঋষি সুনক
  ৩) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পোলিও দিবস পালন করা হয়?  উঃ- ২৪ অক্টোবর
  ৪) টি-২০ ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর হলেন কে?   উঃ- যুবরাজ সিং
  ৫) ভারত সরকার Google এর প্রভাবশালী অবস্থান এর অপব্যবহার এর কারণে কত পরিমাণ জরিমাণা করেছে?  উঃ- ১৩৩৭ কোটি রুপি
  ৬) ভারতের বাইরে কোন দেশে দীপাবলি তে অফিসিয়াল ছুটি ঘোষণা করেছে?  উঃ- ইউনাইটেড স্টেটস
  ৭) প্রয়াত হলেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলা চলচিত্র পরিচালক পিনাকি চৌধুরি, তার বয়স কত হয়েছিল?  উঃ- ৮২ বছর 
  ৮) সম্প্রতি কোথায় “Mai Bhi Subhash” ক্যাম্পেইন চালু হল?  উঃ- লাদাখ
  ৯) ভারতে কোকাকোলা কোম্পানির কোন প্রোডাক্ট বিলিয়ন ডলার এর মার্ক ক্রস করেছে?  উঃ- স্প্রাইট
  ১০) ইন্টারন্যাশনাল ফেডারেশান অব ফিল্ম ক্রিটিক্স কোন ভারতীয় সিনেমাকে সবচেয়ে সেরা এর তকমা দিয়েছে?  উঃ- পথের পাঁচালী

 

 

  ১১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সিনেমা দিবস পালন করা হয়?  উঃ- ২৮ অক্টোবর
  ১২) জল জীবন মিশন এর অধীনে কোন রাজ্য ১০০ শতাংশ বাড়িতে জল পৌঁছে দিতে পেরেছে?  উঃ- গুজরাট
  ১৩) ভারতের কোন বিমানবন্দর বিশ্বের প্রথম ১০ বানিজ্যিক এয়ারপোর্ট এর অন্তর্ভুক্ত হয়েছে?  উঃ- দিল্লী
  ১৪) ওডিশা এর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কৃষকদের জন্য কোন পোর্টাল চালু করলেন? উঃ- সফল কমন ক্রেডিট পোর্টাল
  ১৫) ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাস কোন ভারতীয় কোম্পানির সাথে যুক্ত হয়ে ভারতীয় এয়ারফোর্স এর জন্য C-295 ট্রান্সপোর্ট প্লেন বানাতে চলেছে?  উঃ- টাটা 
  ১৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালন করা হয়?  উঃ- ২৯ অক্টোবর
  ১৭) ভারতের কোন রাজ্যে তরাই এলিফ্যান্ট রিসার্ভ তৈরি করা হচ্ছে?  উঃ- উত্তর প্রদেশ
  ১৮) Garuda VII air excercise ভারত কোন দেশের সাথে সম্মিলিত হয়ে করতে চলেছে?  উঃ- ফ্রান্স
  ১৯) ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এর সাথে যুক্ত হয়ে যে সামরিক অনুশিলন করতে চলেছে তার নাম কি?  উঃ- যুদ্ধ অভ্যাস
  ২০) প্রতি বছর কোন দিনে রাষ্ট্রিয় একতা দিবস পালন করা হয়?  উঃ- ৩১ অক্টোবর

 

 

  ২১) ভারত ইউনাইটেড নেশানস অ্যান্টী টেররিসম ফান্ড এ কত পরিমাণ অর্থ দান করতে চলেছে?  উঃ- ৫ লক্ষ ডলার
  ২২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক শহর দিবস পালন করা হয়?  উঃ- ৩১ অক্টবর 
  ২৩) ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন দুটি আফ্রিকান দেশের সাথে সামরিক অভিযান সম্পন্ন করেছে?  উঃ- মোজাম্বিক ও তানজানিয়া
  ২৪) ফিফা আন্ডার-১৭ মহিলা বিশ্বকাপ জিতল কোন দল?  উঃ- স্পেন

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।