Current Affairs

  Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, জানুয়ারি ২০২৩, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০১-২০২৩ তারিখ থেকে ০৭-০১-২০২৩ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

Weekly Current Affairs Bengali

মাস – জানুয়ারি, সপ্তাহ – প্রথম, ( ০১-০১-২০২৩ থেকে ০৭-০১-২০২৩)

√  ১) কোন দল খেল ইন্ডিয়া আন্ডার-১৮ মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জিতল?  উঃ- হরিয়ানা 

  ২) কোন দল খেল ইন্ডিয়া আন্ডার-১৮ পুরুষ হকি চ্যাম্পিয়নশিপ জিতল? 

উঃ- মধ্য প্রদেশ
  ৩) ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- অজয় কুমার শ্রীবাস্তব
  ৪) ওয়ার্ল্ড চেস ব্লিটজ চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে রৌপ্য পদক জিতলেন কে?   উঃ- Koneru Humpy
  ৫) ভারতের ৭৮ তম গ্রান্ডমাস্টার কে হলেন?   উঃ- কৌস্তব চ্যাটার্জী 
  ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ফ্যামিলি(পরিবার) দিবস পালন করা হয়?  উঃ- ০১ জানুয়ারি  
  ৭) প্রয়াত হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৯ বছর 
  ৮) এশিয়ার কোন দেশ সর্বপ্রথম হাইড্রোজেন চালিত ট্রেন নির্মাণ করল?  উঃ- চিন 
  ৯) ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য কত পরিমাণ অর্থ ধার্য করা হয়েছে?  উঃ- ১৯,৭৪৪ কোটি রুপি
  ১০) সম্প্রতি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশান লিমিটেড গ্রিন এনার্জি প্রোজেক্ট এর জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করেছে?  উঃ- NTPC গ্রিন এনার্জি লিমিটেড 

 

 

  ১১) প্রতি বছর কোন দিনে World Day of War Orphans পালন করা হয়?  উঃ- ০৬ জানুয়ারি 
  ১২) বিরশা মুন্ডা হকি স্টেডিয়াম কোথায় উদ্বোধন করা হল?  উঃ- ওডিশা
  ১৩) প্রথম বারের জন্য কোন মহিলা ক্রিকেটার এর মূর্তি তৈরি করা হল?  উঃ- Belinda clark, Australia 
  ১৪) সম্প্রতি এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন সিকিউরিটি জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- বিনয় প্রকাশ

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।