Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, ফেব্রুয়ারি ২০২৩, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০২-২০২৩ তারিখ থেকে ০৭-০২-২০২৩ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs BengaliContents মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – প্রথম, ( ০১-০২-২০২৩ থেকে ০৭-০২-২০২৩) |
√ ১) সম্প্রতি ভারতীয় উপকূল প্রতীরক্ষা বাহিনী কততম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে? | উঃ- ৪৭ তম |
√ ২) অন্ধ্রপ্রদেশ এর নতুন রাজধানি কোথায় প্রতিষ্ঠিত হতে চলেছে? |
উঃ- বিশাখাপত্তনম |
√ ৩) ভারতের কোন রাজ্য সরকার সমগ্র শিক্ষা অভিযান শুরু করল? | উঃ- উত্তর প্রদেশ |
√ ৪) ৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হল? | উঃ- আমেদাবাদ |
√ ৫) সম্প্রতি ভারতিয় সেনাবাহিনী উত্তরবঙ্গে কোন সামরিক আনুশীলন আরম্ভ করল? | উঃ- Trishakri Prahar |
√ ৬) প্রতি বছর কোন দিনে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়? | উঃ- ০২ ফেব্রুয়ারি |
√ ৭) ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ইউনাইটেড কিংডম লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়ে সম্মানিত করলেন? | উঃ- মনমোহন সিং |
√ ৮) সম্প্রতি ইউনেসকো ইউক্রেন এর কোন হেরিটেজ সাইট কে বিপদগ্রস্ত ঘোষণা করল? | উঃ- Odesa |
√ ৯) নাগাল্যান্ড সরকার তাদের রাজ্যে পাম অয়েল উতপাদন করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করেছে? | উঃ- পতঞ্জলি |
√ ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ক্যান্সার দিবস পালন করা হয়? | উঃ- ৪ ফেব্রুয়ারি |
√ ১১) সম্প্রতি তুর্কি ভূমিকম্পে কত জন প্রাণ হারিয়েছেন? | উঃ- ৫০০০ এর বেশি |
√ ১২) আন্তর্জাতিক Female Genital Mutilation দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়? | উঃ- ০৬ ফেব্রুয়ারি |
√ ১৩) মহিন্দ্রা ফাইন্যান্স এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Raul Rebello |
√ ১৪) বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে কে প্রথম স্থানে রয়েছেন? | উঃ- নরেন্দ্র মোদি |
√ ১৫) ভারত সরকার ভোডাফোন আইডিয়া গ্রুপ এর কত পরিমান ঋণ এর পরিবর্তে কোম্পানির শেয়ার অধিগ্রহণ করল? | উঃ- ১৬,১৩৩ কোটি রুপি |
√ ১৬) সম্প্রতি ভারতীয় রেলওয়ে Whatsapp এর মাধ্যমে খাবার ডেলিভারি সার্ভিস চালু করল, এর নাম কি? | উঃ- Zoop |
√ ১৭) ইসরো কোন আই আই টি সাতে যৌথ উদ্যোগে মহাকাশচারিদের জন্য ট্রেনিং মডিউল তৈর করতে চলেছে? | উঃ- আই আই টি মাদ্রাস |
√ ১৮) লাদাখ এর প্রথম বায়ডাইভার্সিটি হেরিটেজ সাইট কোথায় গড়ে উঠতে চলেছে? | উঃ- Yaya Tso |
√ ১৯) সম্প্রতি চর্চায় আসা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বট চ্যাট জি পি টি এর বিপরিতে গুগোল যে চ্যাট বট তৈরি করত চলেছে তার নাম কি? | উঃ- Bard |
√ ২০) সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন? | উঃ- Aaron Finch |
√ ২১) নেপাল ক্রিকেট টিম কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার কে তাদের দেশের জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করল? | উঃ- Monty Desai |
√ ২২) ভারত ইকোনমিক অ্যাসিস্ট্যান্স স্কিম এর অধীনে শ্রীলঙ্কা কে কতগুলি বাস প্রদান করল? | উঃ- Anish Giri |
আরও পড়ুন |
|
|