Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, জানুয়ারি ২০২৩, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০১-২০২৩ তারিখ থেকে ২২-০১-২০২৩ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs BengaliContents মাস – জানুয়ারি, সপ্তাহ – তৃতীয়, ( ১৬-০১-২০২৩ থেকে ২২-০১-২০২৩) |
√ ১) ভারতের কোন রাজ্য প্রথম অন্ধত্ব নিয়ন্ত্রন পলিসি চালু করল? | উঃ- রাজস্থান |
√ ২) প্রয়াত হলেন হংকং তথা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কাজ করা ডিস্ক জকি, তাঁর নাম কি? |
উঃ- Ray Corderio |
√ ৩) ৫৩ তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- সুইজারল্যান্ড |
√ ৪) ইন্দো-রাশিয়ান প্রচেষ্টায় তৈরি বন্দুক AK-203 ভারতের কোন রাজ্যে তৈরি করা হচ্ছে? | উঃ- উত্তর প্রদেশ |
√ ৫) B-20 মিটিং ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- গান্ধীনগর, গুজরাট |
√ ৬) সম্প্রতি ভারতীয় অভিনেতা শাহরুখ খান কোন বিখ্যাত হলিয়ুড অভিনেতার সম্পত্তির পরিমান কে ছাপিয়ে গেছেন? | উঃ- টম ক্রুজ |
√ ৭) সম্প্রতি প্রয়াত হলেন হায়দ্রাবাদ এর শেষ নিজাম, তাঁর নাম কি ছিল? | উঃ- মোকাররম জাহ বাহাদুর |
√ ৮) সম্প্রতি ভারতে মোবাইল গেমিং এ কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? | উঃ- উত্তর প্রদেশ |
√ ৯) ভারত কত সালের মধ্যে পুরো দেশে ডপলার ওয়েদার র্যাডার নেটওয়ার্ক বসাতে চলেছে? | উঃ- ২০২৫ সাল |
√ ১০) সম্প্রতি ভারত সরকার কিউবা কে কতগুলি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে? | উঃ- ১২,৫০০ টি |
√ ১১) সম্প্রতি কোন কোম্পানি বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি হিসেবে প্রথম স্থান অধিকার করল? | উঃ- অ্যামাজন |
√ ১২) ২০২৩ সালে থিংক-২০ মিটিং কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- ভোপাল |
√ ১৩) চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশান এর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোথায় শুরু হতে চলেছে? | উঃ- হায়দ্রাবাদ |
√ ১৪) কোন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিলেন? | উঃ- হাসিম আমলা |
√ ১৫) সম্প্রতি এয়ারটেল হাইপারস্কেপ ডেটা সেন্টার বানানোর জন্য কত পরিমাণ অর্থ খরচ করতে চলেছে? | উঃ- ২০০০ কোটি রুপি |
√ ১৬) সম্প্রতি ভারত কোন দেশেকে পাইপলাইন এর মাধ্যমে ডিজেল সাপ্লাই করতে চলেছে? | উঃ- বাংলাদেশ |
√ ১৭) প্রয়াত হলেন প্রখ্যাত অসমীয়া কবি নিলমনি ফুকান, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- নিলমনি ফুকান |
√ ১৮) সম্প্রতি গ্লোবাল নেটওয়ার্ক র্যাংকিং এ ভারতের স্থান কত? | উঃ- নবম |
√ ১৯) ভারতের গভিরতম মেট্রো স্টেশান কোথায় তৈরি হতে চলেছে? | উঃ- পুনে |
√ ২০) সম্প্রতি ভারতীয় নৌ-বাহিনি কততম কলভরী ক্লাস সাবমেরিন কমিশান করল? | উঃ- পঞ্চম |
আরও পড়ুন |
|
|