Dedicated Freight Corridor Corporation of India Limited Job | ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশান অব ইন্ডিয়া তে নিয়োগ
ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশান অব ইন্ডিয়া তে “জুনিয়র ম্যানেজার, এক্সেকিউটিভ ও জুনিয়র ম্যানেজার“ পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ২৪ এপ্রিল ২০২১ থেকে ২৩ মে ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৩ মে ২০২১ এর মধ্যে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন সারা ভারত থেকে গ্রহণ করা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
Dedicated Freight Corridor Corporation of India Limitedজুনিয়র ম্যানেজার, এক্সেকিউটিভ ও জুনিয়র এক্সেকিউটিভ মোট পদঃ ১০৭৪ কর্মস্থলঃ সারা ভারত |
|
গুরুত্বপূর্ণ তারিখ |
|
আবেদন শুরুঃ আবেদন শেষঃ |
২৪ এপ্রিল ২০২১ ২৩ মে ২০২১ |
শূন্য পদের বিবরণ |
|
পদের নাম | শুন্য পদ |
জুনিয়র ম্যানেজার |
|
সিভিল | ৩১ |
ওপারেটর ও বি.ডি. | ৭৭ |
মেকানিক্যাল | ৩৫ |
এক্সেকিউটিভ | |
সিভিল | ৭৩ |
ইলেক্ট্রিক্যাল | ৪২ |
সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশান | ৮৭ |
ওপারেশানস এন্ড বি.ডি. | ২৩৭ |
মেকানিক্যাল | ০৩ |
জুনিয়র এক্সেকিউটিভ | |
ইলেকট্রিক্যাল | ১৩৫ |
সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশান | ১৪৭ |
ওপারেশানস এন্ড বি.ডি. | ২২৫ |
মেকানিক্যাল | ১৪ |
মোট | ১০৭৪ |
শিক্ষাগত যোগ্যতা |
|
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
জুনিয়র ম্যানেজার |
|
সিভিল | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর নিয়ে সিভিল ইজ্ঞিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে। |
ওপারেটর ও বি.ডি. | মার্কেটিং / বিজনেস ওপারেশানস / কাস্টমার রিলেশান / ফাইন্যানশ এ ২ বছরের এম বি এ / পি জি ডি বি এম / পি জি ডি এম কোর্স করে থাকতে হবে। |
মেকানিক্যাল | মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / মেকাট্রনিক্স / ইন্ডাস্ট্রিয়াল / ইজ্ঞিনিয়ারিং / প্রোডাকশান / অটোমোবাইল / ম্যানুফ্যাকচারিং / ইন্সট্রুমেন্টেশান এবং কন্ট্রোল / ইলেকট্রনিক্স / এবং কমিউনিকেশানস / ইলেকট্রনিক্স ইজ্ঞিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি। |
এক্সেকিউটিভ | |
সিভিল | সিভিল ইজ্ঞিনিয়ারিং এ ৬০% বা তার বেশি নম্বর নিয়ে ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করতে হবে। |
ইলেক্ট্রিক্যাল | ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / পাওয়ার সাপ্লাই / ইন্সট্রুমেন্টেশান এবং কন্ট্রোল / ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স / ইল্কেওট্রনিক ইন্সট্রুমেন্টেশান / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স / ডিজিটাল ইলেকট্রনিক্স / পাওয়ার ইলেকট্রনিক্স এ ৬০% বা তার বেশি নম্বর নিয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ করতে হবে। |
সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশান | ইলেকট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স / মাইক্রোপ্রসেসর / টিভি ইজ্ঞিনিয়ারিং / ফাইবার ওপটিক কমিউনিকেশান / টেলিকমিউনিকেশান / কমিউনিকেশান / সাউন্দ এবং টিভি ইজ্ঞিনিয়ারিং / ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল এ ৬০% বা তার বেশি নম্বর নিয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ করতে হবে। |
ওপারেশানস এন্ড বি.ডি. | ৬০% বা তার বেশি নম্বর নিয়ে গ্রাজুয়েশান পাশ করতে হবে। |
মেকানিক্যাল | মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ম্যানুফ্যাকচারিং / মেকাট্রনিক্স / প্রোডাকশান ইজ্ঞিনিয়ারিং / অটোমোবাইল / ইন্সট্রুমেন্টেশান এন্ড কন্ট্রোল ইজ্ঞিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। |
জুনিয়র এক্সেকিউটিভ | |
ইলেকট্রিক্যাল | ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও ফিটার / ইলেকট্রিশিয়ান / মোটর মেকানিক / ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশান এ যেকোনো স্বীকৃত কলেজ থেকে ২ বছরের আই টি আই কোর্স পাশ করতে হবে। |
সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশান | |
ওপারেশানস এন্ড বি.ডি. | |
মেকানিক্যাল | |
প্রার্থী নির্বাচন পদ্ধতি |
|
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। |
বয়স সীমা |
|
পদের নাম | বয়স সীমা |
জুনিয়র ম্যানেজার |
|
সিভিল | ১৮ থেকে ২৭ |
ওপারেটর ও বি.ডি. | |
মেকানিক্যাল | |
এক্সেকিউটিভ | |
সিভিল | ১৮ থেকে ৩০ |
ইলেক্ট্রিক্যাল | |
সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশান | |
ওপারেশানস এন্ড বি.ডি. | |
মেকানিক্যাল | |
জুনিয়র এক্সেকিউটিভ | |
ইলেকট্রিক্যাল | ১৮ থেকে ৩০ |
সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশান | |
ওপারেশানস এন্ড বি.ডি. | |
মেকানিক্যাল | |
বয়সের হিসাব ১ জানুয়ারি ২০২১ এর হিসেবে করা হবে। | |
আবেদন মূল্য |
|
জুনিয়র ম্যানেজার (সাধারণ, ও বি সি, এন সি এল , ই ডব্লু এস) |
১০০০/- |
এক্সেকিউটিভ (সাধারণ, ও বি সি, এন সি এল , ই ডব্লু এস) |
৯০০/- |
জুনিয়র এক্সেকিউটিভ (সাধারণ, ও বি সি, এন সি এল , ই ডব্লু এস) |
৭০০/- |
এস সি / এস টি / পি ডব্লু ডি / এক্স-সার্ভিস ম্যান |
বিণামূল্য |
প্রার্থীদেরকে আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। |
- ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশান অব ইন্ডিয়া তে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুন
গুরুত্বপূর্ণ লিংক |
|
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
আবেদনের লিঙ্ক | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
Related Post |
|
|
infrom koara jonno thanks