দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩
০১ সেপ্টেম্বর ২০২৩ এ স্টাফ সিলেকশান কমিশান একটি বিজ্ঞপ্তি এর মাধ্যমে জানায় দিল্লী পুলিশ এর কন্সটেবল ডিপার্ট্মেন্ট এ ৭৫৪৭ টি পদ এ নিয়োগ এর জন্য আবেদন শুরু হয়ে গেছে।
এই পদের জন্য আবেদন চলবে ০১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। তাই প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২৩ বা তার আগে www.ssc.nic.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য নিম্নে প্রদান করা হলো।
সরকারী চাকরি
দিল্লী পুলিশ নিয়োগ ২০২৩, ৭,৫৪৭ পদে কন্সটেবল নিয়োগ
মোট পদ – ১,৫০০
কর্মস্থল – দিল্লী
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ ভ্যাকান্সি ডিটেলস:
- পুরুষ কন্সটেবল – ৫,০৫৬ ( অসংরক্ষিত – ৩০৫৩, ই ডব্লু এস – ৫৪২, ও বি সি – ২৮৭, এস সি – ৮৭২, এস টি – ৩০২ )
- মহিলা কন্সটেবল – ২,৪৯১ ( অসংরক্ষিত – ১৫০২, ই ডব্লু এস – ২৬৮, ও বি সি – ১৪২, এস সি – ৪২৯, এস টি – ১৫০ )
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ গুরুত্বপূর্ণ তারিখ :
- আবেদন শুরু:— ০১ সেপ্টেম্বর ২০২৩
- আবেদন করার শেষ তারিখ:— ৩০ সেপ্টেম্বর ২০২৩
- পরীক্ষার সম্ভাব্য তারিখ:— নভেম্বর ১৪ থেকে ০৫ ডিসেম্বর এর মধ্যে সম্ভ্যাব্য।
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ বয়স সীমা:
- অসংরক্ষিত ও ই ডব্লু এস – ১৮ বছর থেকে ২৫ বছর
- ও বি সি – ১৮ বছর থেকে ২৭ বছর
- এস সি / এস টি – ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেনী ( Class 12) পাশ করে থাকতে হবে।
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ সিলেকশান প্রসেস:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
- লিখিত পরীক্ষা
- ফিসিক্যাল টেস্ট
- ইন্টারভিউ
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ ফিসিক্যাল টেস্ট:
- পুরুষ
উচ্চতা
-
- প্রার্থীদের সর্বনিম্ন উচ্চতা হতে হবে ১৭০ সেমি। তবে ৫ সেমি ছাড় থাকবে – কুমাওনি, গোর্খা, ডোগরা, গাড়োয়ালি, মারাঠা, সিকিম, জম্মু ও কাশ্মীর, লে-লাদাখ ও সেভেন সিস্টারস এর বাসিন্দাদের জন্য।
- সিডুল ট্রাইব, দিল্লী পুলিশ এর অবসর প্রাপ্ত, প্রয়াত কর্মী, মাল্টি টাস্কিং স্টাফ দের ছেলে
বুকের পরিমাপ
-
- প্রার্থীদের সর্বনিম্ন বুকের প্রসারণ হতে হবে ৮১ সেমি ও সর্বচ্চ প্রসারণ হতে হবে ৮৫ সেমি। তবে ৫ সেমি ছাড় থাকবে – উচ্চতার ক্ষেত্রে যে সমস্ত ক্যাটাগরি এর প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছিল এখানেও তাদের ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে।
- মহিলা
উচ্চতা
-
- প্রার্থীদের সর্বনিম্ন উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। তবে ২ সেমি ছাড় থাকবে – সিডুল ট্রাইব কুমাওনি, গোর্খা, ডোগরা, গাড়োয়ালি, মারাঠা, সিকিম, জম্মু ও কাশ্মীর, লে-লাদাখ ও সেভেন সিস্টারস এর বাসিন্দাদের জন্য।
-
- দিল্লী পুলিশ এর অবসর প্রাপ্ত, প্রয়াত কর্মী, মাল্টি টাস্কিং স্টাফ দের মেয়ে দের জন্য ৫ সেমি।
বুকের পরিমাপ
-
- মহিলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ অ্যাপলিকেশান ফি:
- জেনারেল / ও বি সি / ই ডব্লু এস – ১০০/-
- এস সি/ এস টি / মহিলা / এক্স সার্ভিসম্যান – বিণামূল্য
আবেদন মূল্য অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ইউ পি আই এর মাধমে প্রদান করতে হবে।
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ Salary :
স্টাফ সিলেকশান কমিশান এর নিয়মানুসারে দিল্লী পুলিশ কন্সটেবল পদ এর আনুমানিক মাসিক বেতন হতে পারে ২১,৭০০ রুপি থেকে ৬৯,১০০ রুপি এর মধ্যে।
√ WBSHFWS CHO নিয়োগ ২০২৩ Benefits:
বেতন ছাড়াও, সিএইচওরা বেশ কিছু সুবিধার অধিকারী, যেমন:
- দেশ সেবায় নিযুক্ত হওয়া
- নিরাপদ এবং স্টেবল কাজ
- সঠিক বেতন
- প্রভিডেন্ট ফান্ড
- পেনশন
- সরকারি হেলথ স্কিম এর সুবিধা
√ FAQs :
1. Q. দিল্লী পুলিশ কন্সটেবল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) কি?
A. দেশের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
2.Q. দিল্লী পুলিশ কন্সটেবল পদের জন্য বয়স সীমা (age limit) কি?
A. সাধারনত অসংরক্ষিত প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স সীমা ২৫ বছর তবে বিভিন্ন নিয়ম অনুসারে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়া যায়।
3.Q. এই চাকরিতে বেতন কত?
A. এই চাকরিতে প্রথমিক বেতন শুরু হয় ২১,৭০০ রুপি থেকে এবং সর্বীচ্চ ৬৯,১০০ রুপি পর্যন্ত হয়।
দিল্লী পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ
Important Links |
|
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
আবেদন এর লিঙ্ক | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
Related Post: |