DHFWS Recruitment 2021: ডিসট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি তে “মেডিক্যাল অফিসার ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার” পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে আবেদনের জন্য সরাসরি ইন্টার ভিউ এর আয়োজন করা হয়েছে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ৩০ ডিসেম্বর ২০২১ বা তার আগে www.malda.gov.in এর মাধ্যমে ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

DHFWS Recruitment 2021 

 

District Health & Family Welfare Samithi

www.malda.gov.in

মোট পদ – ১৯

কর্মস্থল – মালদা জেলা


  DHFWS Recruitment 2021 Vacancy details:

  • মেডিক্যাল অফিসার – ০৫
  • জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) – ১৪

  DHFWS Recruitment 2021 Important dates:

  • ইন্টারভিউ এর তারিখ: ৩০ ডিসেম্বর ২০২১

 

 DHFWS Recruitment 2021 Age Limit:

  • মেডিক্যাল অফিসার – ৬৩
  • জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) – ৬৫

   প্রার্থীদের বয়সের হিসাব করা হবে ৩০/১২/২০২১ এর হিসেবে। 

 

  DHFWS Recruitment 2021 Educational Qualification:

  • মেডিক্যাল অফিসার – মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত যেকোনো ইন্সটিটিউট থেকে M.B.B.S. পাশ করে থাকতে হবে। অন্তত পক্ষে ১ বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল এর অধিনে রেজিস্ট্রিকৃত হতে হবে। আবেদনকারদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও কম্পিউটারের বেসিক জ্ঞ্যান থাকতে হবে। 
  • জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) – মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত যেকোনো ইন্সটিটিউট থেকে M.B.B.S. পাশ করে থাকতে হবে। অন্তত পক্ষে ১ বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক জ্ঞ্যান থাকতে হবে। 

    

  DHFWS Recruitment 2021 Selection Process:

  প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • ইন্টারভিউ

   এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

  • জেনারেল / ও বি সি / ই ডব্লু এস – ১০০/-
  • এস সি / এস টি – ৫০/-

 আবেদন মূল্য পাঠাতে হবে –  District Health & Family Welfare Samity, Malda (Main A/C) Bank Name- Punjab national bank, Malda, Account no-0233010367893, IFSC code PUNB0023320

√   Salary: 

  • মালদা ডিসট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এর পক্ষ থেকে কর্মচারিদের বেতন ৬০,০০০/- রুপি বলা হয়েছে। 

 

 

DHFWS recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের পি ডি এফ এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।