DSSSB Recruitment 2021: দিল্লী সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশান বোর্ড এ ” ট্রেইনড গ্রাজুয়েট টিচার” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন  চলবে ০৪ জুন ২০২১ থেকে ০৩ জুলাই ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ০৩ জুলাই ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ০৩ জুলাই ২০২১ বা তার আগে www.dsssbonline.nic.in এর মাধ্যমে আনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।  

DSSSB Recruitment 2021

Delhi Subordinate Services Selection

www.dsssbonline.nic.in

মোট পদ – ৫,৮০৭

কর্মস্থল – দিল্লী


√   DSSSB Recruitment 2021 details:

  • টি জি টি (বাংলা) – মহিলা –  ০১ ( জেনারেল- ০১, ই ডব্লু এস – ০, ও বি সি – ০,  এস সি – ০, এস টি – ০)
  • টি জি টি (ইংরেজি) – পুরুষ – ১০২৯ (জেনারেল- ৪৮৩, ই ডব্লু এস – ৪৮, ও বি সি – ২৭৭,  এস সি – ৬৯, এস টি – ১৫২)
  • টি জি টি (ইংরেজি) – মহিলা – ৯৬১ (জেনারেল- ৩৮১, ই ডব্লু এস – ২৫, ও বি সি – ১৭৯,  এস সি – ১৮৮, এস টি – ১৮৮)
  • টি জি টি (উর্দু) – পুরুষ – ৩৪৬ (জেনারেল- ১৪৯, ই ডব্লু এস – ১৪, ও বি সি – ৯৬,  এস সি – ৬০, এস টি – ২৭)
  • টি জি টি (উর্দু) – মহিলা – ৫৭১ (জেনারেল- ২৬২, ই ডব্লু এস – ২০, ও বি সি – ১৫১,  এস সি – ৯৩, এস টি – ৪৫)
  • টি জি টি (সংস্কৃত) – পুরুষ – ৮৬৬ (জেনারেল- ৩৯০, ই ডব্লু এস – ২৫, ও বি সি – ২৭৫,  এস সি – ১১৫, এস টি – ৬১)
  • টি জি টি (সংস্কৃত) – মহিলা – ১১৫৯ (জেনারেল- ৫২৭, ই ডব্লু এস – ৩৩, ও বি সি – ২৮১,  এস সি – ২০৬, এস টি – ১১২)
  • টি জি টি (পাঞ্জাবি) – পুরুষ – ৩৮২ (জেনারেল- ১৭৩, ই ডব্লু এস – ১৭, ও বি সি – ১০৪,  এস সি – ৫৭, এস টি – ৩১)
  • টি জি টি (পাঞ্জাবি) – মহিলা – ৪৯২ (জেনারেল- ২২৩, ই ডব্লু এস – ১৫, ও বি সি – ১৪০,  এস সি – ৬৯, এস টি – ৪৫)
  •  

√   Important dates:

  • অনলাইন আবেদন শুরু:  ০৪ জুন ২০২১
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ০৩ জুলাই ২০২১
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  
 

   Age Limit:

  • প্রার্থীদের সর্বাধিক বয়স সীমা ৩২ বছর হতে হবে। 

 

 DSSSB Recruitment 2021 Educational Qualification:

  •   প্রত্যেক শিক্ষক কে উল্লিখিত বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে এছাড়া ট্রেনিং এডুকেশানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং সেন্ট্রাল টিচার্স এবিলিটি টেস্ট এ পাশ করে থাকতে হবে।
 

   DSSSB Recruitment 2021 Selection Process:

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • লিখিত পরীক্ষা
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

  • জেনারেল, ই ডব্লু এস ও ওবিসি দের জন্য  – ১০০/-
  • এস সি , এস টি, পি এইছ, মহিলা ও এক্স সার্ভিস ম্যান দের জন্য- বিণামূল্য
আবেদন কারীরা আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউ পি আই কিম্বা স্টেট ব্যাঙ্ক এর চালান এর মাধ্যমে প্রদান করতে পারবেন। 

   Salary:

  • দিল্লী সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশান বোর্ড এর তরফ থেকে পাওয়া খবর অনুসারে সমস্ত প্রার্থীদের প্রাথমিক বেতন ৯৩০০ থেকে ৩৪৮০০ + গ্রেড পে (৪৬০০) বলা হয়েছে।
 

√   How to apply:

  • প্রার্থীদেরকে সম্পুর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে।
  • সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।

         

 DSSSB recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

             

  Related Post:  

                   

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।