Job news 2023, NPCIL Recruitment 2023
Contents
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) একটি লিডিং সরকারী সংস্থা যা সারা দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে। NPCIL পারমাণবিক শক্তির মাধ্যমে পরিষ্কার ও নির্ভরযোগ্য শক্তি তৈরি করে ভারতের শক্তি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপত্তার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি সহ, NPCIL ভারতীয় পারমাণবিক শক্তি সেক্টরের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই NPCIL অ্যাপ্রেন্টিস পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদের জন্য আবেদন চলবে ০২ জুলাই ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত। তাই প্রার্থীরা ৩১ জুলাই ২০২৩ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ৩১ জুলাই ২০২৩ বা তার আগে www.apprenticeshipindia.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
Sarkari Job
Nuclear Power Corporation of India
www.apprenticeshipindia.gov.in
মোট পদ – ১৮৩
কর্মস্থল – সারা ভারত
√ Job news 2023, NPCIL Recruitment 2023 Vacancy details:
- ফিটার – ৫৬
- মেশিনিস্ট – ২৫
- ওয়েল্ডার ( গ্যাস ও ইলেকট্রিক ) – ১০
- ইলেকট্রিশিয়ান – ৪০
- ইলেকট্রনিক মেকানিক – ২০
- পাম্প ওপারেটর কাম মেকানিক – ০৭
- ঈন্সট্রুমেন্ট মেকানিক – ২০
- রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার মেনাকিন – ০৫
√ Job news 2023, NPCIL Recruitment 2023 Important dates:
- আবেদন শুরু:— ০২ জুলাই ২০২৩
- আবেদন করার শেষ তারিখ:— ৩১ জুলাই ২০২৩
- পরীক্ষার সম্ভাব্য তারিখ:— শীঘ্রই জানানো হবে।
√ Job news 2023, NPCIL Recruitment 2023 Age Limit:
- সমস্ত প্রার্থীদের সর্বনিম্ন বয়সম হতে হবে ১৪ বছর এবং সর্বোচ্চ বয়স এর সীমা হবে ২৪ বছর। বয়সের হিসাব করা হবে ৩১/০৭/২০২৩ এর হিসেবে। এছাড়া সিডুল কাস্ট / সিডুল ট্রাইব প্রার্থীদের জন্য ভারত সরকার এর সরকারী নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।
√ Job news 2023, NPCIL Recruitment 2023 Educational Qualification:
- ফিটার – দ্বাদশ শ্রেণী পাশ করার পর আই টি আই পাশ করে থাকতে হবে।
- মেশিনিস্ট – দ্বাদশ শ্রেণী পাশ করার পর আই টি আই পাশ করে থাকতে হবে।
- ওয়েল্ডার ( গ্যাস ও ইলেকট্রিক ) – অষ্টম শ্রেণী পাশ করার পর আই টি আই ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।
- ইলেকট্রিশিয়ান – দ্বাদশ শ্রেণী পাশ করার পর আই টি আই পাশ করে থাকতে হবে।
- ইলেকট্রনিক মেকানিক – দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পাশ করার পর আই টি আই পাশ করে থাকতে হবে।
- পাম্প ওপারেটর কাম মেকানিক – দ্বাদশ বা দশম শ্রেণী শ্রেণী পাশ করার পর আই টি আই পাশ করে থাকতে হবে।
- ঈন্সট্রুমেন্ট মেকানিক – দ্বাদশ শ্রেণী পাশ করার পর আই টি আই পাশ করে থাকতে হবে।
- রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার মেনাকিন – দ্বাদশ শ্রেণী বা দশম শ্রেণী পাশ করার পর আই টি আই পাশ করে থাকতে হবে।
√ Job news 2023, NPCIL Recruitment 2023 Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
- মেরিট (আই টি আই এ প্রাপ্ত নম্বর)
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
Application Fees:
আবেদন করার জন্য নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশান অব ইন্ডিয়া এর পক্ষ থেকে কোনোও রকম আবেদন মূল্য নেওয়ার কথা বলা হয়নি।
√ Salary :
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশান অব ইন্ডিয়া এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসদের মাসিক স্টাইফেন্ড সরকারি নিয়ম অনুসারে ঘোষণা করা হয়েছে।
√ Benefits of NPCIL Apprenticeship :
একজন ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে NPCIL-এ যোগদান করার মাধ্যমে একজন অ্যাপ্রেন্টিস বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেগুলি নিম্নরুপ
- Practical Exposure: অ্যাপ্রেন্টিসরা অভিজ্ঞ ট্রেনারের নির্দেশনায় বাস্তব-জগতের বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ এবং অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রক্রিয়ার ব্যবহারিক এক্সপোজার লাভ করবে।
- Skill Enhancement: এন পি সি আই এল দ্বারা প্রদত্ত প্রশিক্ষণ প্রোগ্রামগুলি অ্যাপ্রেন্টিসদের প্রযুক্তিগত দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির জন্য সাহায্য করে, তাদের নিজ নিজ কাজে যোগ্যতা বাড়াতে এবং পেশাদার হতে সক্ষম করে।
- Career Progression: ট্রেড অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের সফল সমাপ্তির পরে, প্রার্থীদের তাদের কর্মক্ষমতা এবং সাংগঠনিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে NPCIL-এর মধ্যে কর্মসংস্থানের সুযোগের জন্য বিবেচনা করা যেতে পারে।
√ FAQs :
1. Q. NPCIL এ ট্রেড অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের সময়কাল কত?
A. প্রোগ্রামের সময়কাল ট্রেডের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, সাধারণত এক থেকে দুই বছর পর্যন্ত।
2.Q. ট্রেড অ্যাপ্রেন্টিসরা কি প্রশিক্ষণের সময় কোন উপবৃত্তি বা স্টাইফেন্ড এর জন্য যোগ্য?
A. হ্যাঁ, নির্বাচিত ট্রেড অ্যাপ্রেন্টিসরা NPCIL-এর নিয়ম অনুযায়ী মাসিক উপবৃত্তির জন্য যোগ্য।
3.Q. NPCIL এর ট্রেড অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের জন্য কি ভারতের সমস্ত রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারেন?
A. হ্যাঁ, ভারতের সমস্ত রাজ্যের প্রার্থীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করার যোগ্য।
Job news 2023, NPCIL Recruitment 2023 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ
Important Links |
|
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
আবেদন এর লিঙ্ক | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
Related Post: |