Latest Current Affairs 2024 February 01 to 07​

Latest Current Affairs 2024 February 01 to 07​ in Bengali

 

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) ভারতের প্রথম বিচ সাইড স্টার্টাপ ২) রাজনীতিতে বিজয় ৩) আইফেল টাওয়ার এ UPI ৪) ভারতীয়দের ইরানে ভিসা ফ্রি এন্ট্রি।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 07 ফেব্রুয়ারি 2024 ( Latest Current Affairs 2024 February 01 to 07​ in Bengali​​)

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – প্রথম, (০১-০২-২০২৪ থেকে ০৭-০২-২০২৪)

 ১) ভারতের প্রথম বিচ-সাইড স্টার্টাপ (Beach Side Startup) কোথায় শুরু হতে চলেছে ? 

উঃ- ম্যাঙ্গালোর

২) প্রতিবছর কোন দিনে ওয়ার্ল্ড ওয়েট ল্যান্ডস ডে (World Wetlands day) পালন করা হয়?

উঃ- ২রা ফেব্রুয়ারি 
 ৩) টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান পদে এগিয়ে নিযুক্ত হলেন?  উঃ- অনিল কুমার লাহোটি 
  ৪) গুজরাটের কোন বিমানবন্দর সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দর এর তকমা পেল?   উঃ- সুরাট বিমানবন্দর 
  ৫) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক মানব ভ্রাতৃত্ব দিবস (International Day of human fraternity) পালন করা হয়?  উঃ- ৪ঠা ফেব্রুয়ারি 
  ৬) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক ক্যান্সার ডে (International Cancer Day) পালন করা হয়  উঃ- ৪ঠা ফেব্রুয়ারি 
  ৭) ভারতীয় বায়ু সেনা সামরিক অনুশীলন বায়ু শক্তি ২০২৪ কবে শুরু করতে চলেছে? 

উঃ- ১৭ই ফেব্রুয়ারি 

  ৮) ২০২৪ সালের জানুয়ারি মাসে ভারতে ইউপিআই সিস্টেম এর মাধ্যমে আদান-প্রদান করা মোট অর্থের পরিমাণ কত হয়েছে?  উঃ- 18.4 ট্রিলিয়ন রুপি 
  ৯) সম্প্রতি কোন তামিল চলচ্চিত্র তারকা তার নিজের রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করল?  উঃ- বিজয় 

  ১০) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত কত শতাংশ দু হাজার রুপির নোট ফিরিয়ে এনেছে?

উঃ- ৯৭.৫০%

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ জানুয়ারি চতুর্থ সপ্তাহ

 

 

 ১১) সম্প্রতি ভারত সরকার ভারতের বাইরে কোন বিখ্যাত দর্শনীয় স্থানে ইউ পি আই (UPI) পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট আদান-প্রদান  চালু করল?  উঃ- আইফেল টাওয়ার, প্যারিস 

১২) মিনিস্ট্রি অফ ফিনান্সে, চিফ অ্যাডভাইজার (Cheaf Advisor) পদে নিযুক্ত হলেন কে? 

উঃ- শ্রী পবন কুমার 
১৩) ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (National Commission for Protection of Child Rights) বাচ্চাদের পুনরুদ্ধার এবং প্রত্যাবাসনের জন্য যে প্রকল্প চালু করেছে তার নাম কি?  উঃ- ঘর
১৪) সম্প্রতি ভারতের কোন ইউনিভার্সিটি হিউম্যান ডি এন এ ব্যাংক (human DNA Bank) তৈরি করল?   উঃ- বেনারস হিন্দু ইউনিভার্সিটি 
 ১৫) ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে মশাল বহনকারী বা TORCHBEARER হতে চলেছেন?  উঃ- অভিনব বিন্দ্রা 

১৬) সম্প্রতি কোন প্রখ্যাত রাজনীতিবিদ ভারতরত্ন পুরস্কারের সম্মানিত হলেন? 

উঃ- লাল কৃষ্ণ আদবানী 
১৭) ভারতের কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) বিল পাশ করলো?  উঃ- উত্তরাখন্ড 
১৮) সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নামিবিয়া এর প্রেসিডেন্ট Hage Geingob, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল?   উঃ- ৮২ বছর
১৯) উত্তর-পূর্ব ভারতের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল (Naturopathy Hospital) কোথায় উদ্বোধন করা হলো? উঃ- আসাম 
২০) প্রয়াত হলে হলিউডের বিখ্যাত অভিনেতা, Carl Weathers, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল?   উঃ- ৭৬ বছর

 

Latest Current Affairs 2024 February 01 to 07​ in Bengali

 

 

 ২১) উত্তরাখন্ড উচ্চ আদালতের চিফ জাস্টিস পদে কে নিযুক্ত হলেন  উঃ- ঋতু ভারী 

২২) এই বছর কবে অজন্তা-ইলোরা উৎসব অনুষ্ঠিত হচ্ছে? 

উঃ- ২-৪ ফেব্রুয়ারী 
২৩) কোন ইউরোপিয়ান দেশ সর্বপ্রথম ডিজিটাল ভিসা (Digital Visa) প্রদান করলো?  উঃ- ফ্রান্স 
২৪) কোন বলিউড অভিনেতা সম্প্রতি লাইফস্টাইল ব্র্যান্ড Boat এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং স্টেক হোল্ডার হলেন?   উঃ- রণবীর সিং 
 ২৫) প্রতিবছর কোন দিনে সুরক্ষিত ইন্টারনেট দিবস (Safe Internet Day) পালন করা হয়?  উঃ- ৬ ফেব্রুয়ারি 

২৬) 2024 সালে প্রকাশিত গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইনডেক্সে (Global Brand Guardianship Index) কোন ভারতীয় ব্যক্তি প্রথম স্থানে রয়েছেন? 

উঃ- মুকেশ আম্বানি 
২৭) কোন রাজ্যে সম্প্রতি বাপু টাওয়ার (Bapu Tower) নামক একটি টাওয়ার তৈরি করা হলো?  উঃ- বিহার 
২৮) রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল(Advocae general) পদে নিযুক্ত হলেন কে?   উঃ- রাজেন্দ্র প্রসাদ গুপ্ত 
 ২৯) সম্প্রতি কোন দেশ ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (Free Trade Agreement) চুক্তি স্বাক্ষর করল?  উঃ- শ্রীলংকা 

৩০) সম্প্রতি কোন দেশ ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি (Visa Free Entry) চালু করল? 

উঃ- ইরান  

Latest Current Affairs 2024 February 01 to 07​ in Bengali

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।