Latest Current Affairs 2024 February 01 to 07 in Bengali
Contents
সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) ভারতের প্রথম বিচ সাইড স্টার্টাপ ২) রাজনীতিতে বিজয় ৩) আইফেল টাওয়ার এ UPI ৪) ভারতীয়দের ইরানে ভিসা ফ্রি এন্ট্রি।
বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 07 ফেব্রুয়ারি 2024 ( Latest Current Affairs 2024 February 01 to 07 in Bengali)মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – প্রথম, (০১-০২-২০২৪ থেকে ০৭-০২-২০২৪) |
১) ভারতের প্রথম বিচ-সাইড স্টার্টাপ (Beach Side Startup) কোথায় শুরু হতে চলেছে ? |
উঃ- ম্যাঙ্গালোর |
২) প্রতিবছর কোন দিনে ওয়ার্ল্ড ওয়েট ল্যান্ডস ডে (World Wetlands day) পালন করা হয়? |
উঃ- ২রা ফেব্রুয়ারি |
৩) টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান পদে এগিয়ে নিযুক্ত হলেন? | উঃ- অনিল কুমার লাহোটি |
৪) গুজরাটের কোন বিমানবন্দর সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দর এর তকমা পেল? | উঃ- সুরাট বিমানবন্দর |
৫) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক মানব ভ্রাতৃত্ব দিবস (International Day of human fraternity) পালন করা হয়? | উঃ- ৪ঠা ফেব্রুয়ারি |
৬) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক ক্যান্সার ডে (International Cancer Day) পালন করা হয় | উঃ- ৪ঠা ফেব্রুয়ারি |
৭) ভারতীয় বায়ু সেনা সামরিক অনুশীলন বায়ু শক্তি ২০২৪ কবে শুরু করতে চলেছে? |
উঃ- ১৭ই ফেব্রুয়ারি |
৮) ২০২৪ সালের জানুয়ারি মাসে ভারতে ইউপিআই সিস্টেম এর মাধ্যমে আদান-প্রদান করা মোট অর্থের পরিমাণ কত হয়েছে? | উঃ- 18.4 ট্রিলিয়ন রুপি |
৯) সম্প্রতি কোন তামিল চলচ্চিত্র তারকা তার নিজের রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করল? | উঃ- বিজয় |
১০) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত কত শতাংশ দু হাজার রুপির নোট ফিরিয়ে এনেছে? |
উঃ- ৯৭.৫০% |
সাম্প্রতিক ঘটনা ২০২৪ জানুয়ারি চতুর্থ সপ্তাহ
১১) সম্প্রতি ভারত সরকার ভারতের বাইরে কোন বিখ্যাত দর্শনীয় স্থানে ইউ পি আই (UPI) পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট আদান-প্রদান চালু করল? | উঃ- আইফেল টাওয়ার, প্যারিস |
১২) মিনিস্ট্রি অফ ফিনান্সে, চিফ অ্যাডভাইজার (Cheaf Advisor) পদে নিযুক্ত হলেন কে? |
উঃ- শ্রী পবন কুমার |
১৩) ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (National Commission for Protection of Child Rights) বাচ্চাদের পুনরুদ্ধার এবং প্রত্যাবাসনের জন্য যে প্রকল্প চালু করেছে তার নাম কি? | উঃ- ঘর |
১৪) সম্প্রতি ভারতের কোন ইউনিভার্সিটি হিউম্যান ডি এন এ ব্যাংক (human DNA Bank) তৈরি করল? | উঃ- বেনারস হিন্দু ইউনিভার্সিটি |
১৫) ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে মশাল বহনকারী বা TORCHBEARER হতে চলেছেন? | উঃ- অভিনব বিন্দ্রা |
১৬) সম্প্রতি কোন প্রখ্যাত রাজনীতিবিদ ভারতরত্ন পুরস্কারের সম্মানিত হলেন? |
উঃ- লাল কৃষ্ণ আদবানী |
১৭) ভারতের কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) বিল পাশ করলো? | উঃ- উত্তরাখন্ড |
১৮) সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নামিবিয়া এর প্রেসিডেন্ট Hage Geingob, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল? | উঃ- ৮২ বছর |
১৯) উত্তর-পূর্ব ভারতের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল (Naturopathy Hospital) কোথায় উদ্বোধন করা হলো? | উঃ- আসাম |
২০) প্রয়াত হলে হলিউডের বিখ্যাত অভিনেতা, Carl Weathers, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল? | উঃ- ৭৬ বছর |
Latest Current Affairs 2024 February 01 to 07 in Bengali
২১) উত্তরাখন্ড উচ্চ আদালতের চিফ জাস্টিস পদে কে নিযুক্ত হলেন | উঃ- ঋতু ভারী |
২২) এই বছর কবে অজন্তা-ইলোরা উৎসব অনুষ্ঠিত হচ্ছে? |
উঃ- ২-৪ ফেব্রুয়ারী |
২৩) কোন ইউরোপিয়ান দেশ সর্বপ্রথম ডিজিটাল ভিসা (Digital Visa) প্রদান করলো? | উঃ- ফ্রান্স |
২৪) কোন বলিউড অভিনেতা সম্প্রতি লাইফস্টাইল ব্র্যান্ড Boat এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং স্টেক হোল্ডার হলেন? | উঃ- রণবীর সিং |
২৫) প্রতিবছর কোন দিনে সুরক্ষিত ইন্টারনেট দিবস (Safe Internet Day) পালন করা হয়? | উঃ- ৬ ফেব্রুয়ারি |
২৬) 2024 সালে প্রকাশিত গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইনডেক্সে (Global Brand Guardianship Index) কোন ভারতীয় ব্যক্তি প্রথম স্থানে রয়েছেন? |
উঃ- মুকেশ আম্বানি |
২৭) কোন রাজ্যে সম্প্রতি বাপু টাওয়ার (Bapu Tower) নামক একটি টাওয়ার তৈরি করা হলো? | উঃ- বিহার |
২৮) রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল(Advocae general) পদে নিযুক্ত হলেন কে? | উঃ- রাজেন্দ্র প্রসাদ গুপ্ত |
২৯) সম্প্রতি কোন দেশ ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (Free Trade Agreement) চুক্তি স্বাক্ষর করল? | উঃ- শ্রীলংকা |
৩০) সম্প্রতি কোন দেশ ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি (Visa Free Entry) চালু করল? |
উঃ- ইরান |
Latest Current Affairs 2024 February 01 to 07 in Bengali