Latest Current Affairs 2024 February 08 to 14 in Bengali
Contents
সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) দিল্লী সরকার এর ফ্রি বাস সার্ভিস ২) স্মল এনিম্যাল হসপিটাল ৩) প্রয়াত Kelvin Kiptum ৪) বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি।
বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 08 থেকে 14 ফেব্রুয়ারি 2024 ( Latest Current Affairs 2024 February 08 to 14 in Bengali)মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০২-২০২৪ থেকে ১৪-০২-২০২৪) |
১) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন কোম্পানির সবচেয়ে বেশি পরিমাণ লোককে এমপ্লয়মেন্ট দিয়েছে? |
উঃ- Samsung |
২) কাজাকাস্থানের নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? |
উঃ- Olzhas Bektenov |
৩) আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (Abu Dhabi Investment Authority) ভারতের গুজরাটে কত পরিমান অর্থ বিনিয়োগ করতে চলেছে? | উঃ- ৪ – ৫ বিলিয়ন মার্কিন ডলার |
৪) প্রয়াত হলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত কবি ফারুক নাজকি Farooq Naazki ,মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল? | উঃ- ৮৩ বছর |
৫) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী টাটা গ্রুপের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন এর পরিমাণ কত? | উঃ- ৩০ লক্ষ কোটি রুপি বা ৪৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি |
৬) প্রতিবছর কোন দিনে জাতীয় ব্লাক এইচআইভি এইডস ( National Black HIV / AIDS) আওয়ারনেস ডে পালন করা হয়? | উঃ- ৭ই ফেব্রুয়ারি |
৭) ৭৪ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায়ক প্রয়াত হলেন চিলি দেশের প্রাক্তন প্রেসিডেন্ট, তাঁর নাম কি? |
উঃ- Sebastian Pinera |
৮) ২০২৪ সালে অনুষ্ঠিত টাটা স্টিল চেস টুর্নামেন্টে (TATA Steel Chess Tournament) প্রথম স্থান অধিকার করলেন কে? | উঃ- Wei Yi |
৯) ভারতের কোন রাজ্য ইউ এস এ (USA) এবং বিদেশে বসবাসরত তাদের রাজ্যের যুব নাগরিকদের জন্য হেল্প ডেস্ক চালু করতে চলেছে? | উঃ- তেলেঙ্গানা |
১০) সম্প্রতি কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার নাগরিকদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করল? |
উঃ- দিল্লি সরকার |
সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ
১১) টাটা ডিজিটাল প্লাটফর্মের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও (Managing Director & CEO) পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Naveen Tahilyani |
১২) ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক প্রকাশিত লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্সে (Logistics Performance Index) ১৪৯ টি দেশের ভেতরে ভারতের স্থান কত? |
উঃ- ৩৮ তম |
১৩) টমটম ট্রাফিক ইনডেক্স (TomTom Traffic Index) কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে কোন শহরের ট্রাফিক সবচেয়ে ধীর গতিমান? | উঃ- লন্ডন |
১৪) সম্প্রীতি চীন আন্টার্টিকায় তাদের যে ফ্যাসিলিটি চালু করেছে তার নাম ক? | উঃ- Qinling |
১৫) সম্প্রতি ভারত কোন দেশের সাথে নিউক্লিয়ার প্রটোকল এগ্রিমেন্ট (Neclear Protocol Agreement) এ চুক্তিবদ্ধ হলো? | উঃ- রাশিয়া |
১৬) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক আরবিয়ান লেপার্ড ডে (International Arabic leopard Day) পালন করা হয়? |
উঃ- ১০ই ফেব্রুয়ারি |
১৭) টাটা ট্রাস্ট ভারতের প্রথম স্মল এনিমেল হসপিটাল (Small Animal Hospital) কোথায় চালু করল? | উঃ- মুম্বাই |
১৮) ভারতীয় জীবন বীমা নিগম বা Life Insurance Corporation of India মিউচুয়াল ফান্ডের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে কে নিযুক্ত হলেন | উঃ- রবি কুমার ঝা |
১৯) প্রতিবছর কোন দিনে ওয়ার্ল্ড পালসেস ডে (World Pulses Day) পালন করা হয়? | উঃ- ১০ই ফেব্রুয়ারি |
২০) ২০২৪ সালে কতজন ব্যক্তি কে ভারতরত্ন পুরস্কারের সম্মানিত করা হলো? | উঃ- পাঁচজন, Karpoori Thakur, Lal Krishna Advani, PV Narasimha Rao, Chaudhary Charan Singh, MS Swaminathan |
২১) সম্প্রতি নাসা এমন একটি গ্রহের খোঁজ পেয়েছে যেখানে মানুষের বসবাস উপযোগী, এই গ্রহের নাম কি রাখা হয়েছে? | উঃ- সুপার আর্থ |
২২) সম্প্রতি গুগলের এই চ্যাট বটের (Chat Bot) নাম বার্ড থেকে কি করা হলো? |
উঃ- জেমিনি |
২৩) উত্তরপ্রদেশ সরকার কত পরিমান গ্রিন হাইড্রোজেন তৈরির লক্ষ্যমাত্রা স্থাপন করলো? | উঃ- এক মিলিয়ন টন |
২৪) ভারতের কোন রাজ্য সরকার বিভিন্ন স্টার্টাপ (Startup) সংস্থা দের সাহায্য করার জন্য স্মার্ট কার্ড চালু করল? | উঃ- তামিলনাড়ু |
২৫) উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য সবার প্রথম ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনল? | উঃ- সিকিম |
২৬) ভারতীয় জেভেলিন থ্রোয়ার নিরাজ চোপড়াকে সম্প্রতি কোন সম্মানে সম্মানিত করা হলো? |
উঃ- Jungfrau’s ICE Palace, Switzerland |
২৭) ২০২৪ আন্ডার ১৯ ওয়ার্ল্ড কাপে (2024 Under-19 World Cup) ফাইনালে কোন দল জয়ী হলো? | উঃ- অস্ট্রেলিয়া |
২৮) সম্প্রতি ভারতের বাইরে ইউপিআই সিস্টেম (UPI System) অন্য কোন দুটি দেশে এমপ্লয়মেন্ট করা হলো? | উঃ- শ্রীলংকা ও মরিসিয়াস |
২৯) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক রেডিও দিবস (International radio Day) পালন করা হয়? | উঃ- 13 ই ফেব্রুয়ারি |
৩০) ফিনল্যান্ড এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? |
উঃ- Alexander Stubb |
৩১) সম্প্রতি ভারতের কোন স্থানে আন্ডারওয়াটার হারবার ডিফেন্স এন্ড সার্ভেলেন্স সিস্টেম (Underwater Harbor Defense and Surveillance System) ইমপ্লিমেন্ট করা হলো? | উঃ- আন্দামান ও নিকোবর |
৩২) ভারতের কোন রেলওয়ে সেকশনে সর্বপ্রথম ট্রান্স-ওমেন (Trans-Women) ট্রাভেল টিকেট এক্সামিনার নিযুক্ত হলেন? |
উঃ- দক্ষিণ রেলওয়ে |
৩৩) ভারতীয় এডুকেশন মিনিস্ট্রি ভারতের ফুটবল এবং স্পোর্টস কালচার বুস্ট করার জন্য কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো? | উঃ- ফিফা |
৩৪) চেন্নাই সুপার কিংস টিকেট দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি হলেন? | উঃ- ক্যাটরিনা কাইফ |
৩৫) সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন প্রখ্যাত ম্যারাথন রেকর্ড হোল্ডার Kelvin Kiptum, তার বয়স কত হয়েছিল? | উঃ- ২৪ বছর |
৩৬) ৬৭ তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট (All India Police Duty meet) কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? |
উঃ- লখনৌ |
৩৭) ভারতের প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত এঁর স্ট্যাচু কোথায় তৈরি করা হলো? | উঃ- দেরাদুন |
৩৮) সপ্তম ভারত মহাসাগরীয় কনফারেন্স (7th Edition of Indian Ocean Conference) কোথায় অনুষ্ঠিত হলো? | উঃ- পার্থ, অস্ট্রেলিয়া |
৩৯) ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার ( India’s oldest cricketer), তাঁর নাম কি? | উঃ- Dattajirao Gaekwad |
৪০) ২০২৪ সালের জানুয়ারি মাসে আইসিসি প্লেয়ার্স অফ দি মান্থ (ICC Players of the Month January) হলেন কারা? |
উঃ- Shamar Joseph এবং Amy Hunter |
৪১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্প্রতি কত পরিমাণ অর্থের মার্কেট ক্যাপিটালাইজেশন এর মাইলেস্টন সম্পন্ন করল? | উঃ- কুড়ি লক্ষ কোটি রুপি |
৪২) বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সারভিস (World’s First Air taxi Service) কোথায় চালু হলো? |
উঃ- দুবাই |
৪৩) ভারতের বাইরে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু টেম্পেল কোথায় (World’s biggest hindu temple outside INDIA) তৈরি হলো? | উঃ- আবুধাবি |
আরও পড়ুন |
|