Latest Current Affairs 2024 January 24 to 31​

Latest Current Affairs 2024 January 24 to 31​

 

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) আফগানিস্তানকে ৪০,০০০ লিটার ম্যালাথিয়ান প্রদান ২) Black Tiger Safari ৩) ভারতের AI Chat Bot তৈরি ৪) দেশের প্রথম সড়ক সুরক্ষা ফোর্স তৈরি।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 24 থেকে 31 জানুয়ারি 2024 ( Latest Current Affairs 2024 January 24 to 31​​)

মাস – জানুয়ারি, সপ্তাহ – চতুর্থ, (২৪-০১-২০২৪ থেকে ৩১-০১-২০২৪)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করা হয়? 

উঃ- ২৪ জানুয়ারি? 

২) ভারত সম্প্রতি কোন দেশকে ৪০,০০০ লিটার ম্যালাথিয়ন প্রদান করল? 

উঃ- আফগানিস্তান
 ৩) কোন ভারতীয় কোম্পানি সর্বপ্রথম প্যাসেঞ্জার এয়ারক্রাফট সিট সম্পূর্ণ রূপে ভারতে তৈরি করল?  উঃ- Timetooth
  ৪) কোন ভারতীয় ব্যাঙ্ক ভারতে ২ কোটি ক্রেডিট কার্ড বিক্রির মাইলস্টোন সম্পূর্ণ করল?   উঃ- HDFC ব্যাঙ্ক
  ৫) ন্যাশনাল গার্ল চাইল্ড প্রতি বছর কোন দিনে পালন করা হয়?  উঃ- ২৪ জানুয়ারি
  ৬) কোন রাজ্য সরকার সম্প্রতি Gruha Jyothi Scheme চালু করল?  উঃ- তেলঙ্গানা
  ৭) প্রতি বছর কোন দিনে জাতীয় ট্যুরিসম ডে (National Tourism Day) পালন করা হয়? 

উঃ- ২৫ জানুয়ারি

  ৮) বিশ্বের প্রথম কালো টাইগার সাফারি (Black Tiger Safari) ভারতের কোন রাজ্যে চালু হতে চলেছে?  উঃ- ওডিশা
  ৯) 14 তম অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কনটেস্ট (All India Police Comand Contest) কোথায় অনুষ্ঠিত হলো?  উঃ- বিশাখাপত্তনম

  ১০) ভারতের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এ আই চ্যাট বট (Large Language model AI Chat Bot) এর নাম কি? 

উঃ- ভারতের জিপি টি 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ জানুয়ারি তৃতীয় সপ্তাহ

 

 

 ১১) প্রতিবছর কোন দিনে ন্যাশনাল জিওগ্রাফিক ডে (National Geographic Day) পালন করা হয়?  উঃ- ২৭শে জানুয়ারি 

১২) ভারতের প্রথম এ আই ইউনিকর্ন (AI Unicorn) হিসেবে গণ্য করা হলো কোন কোম্পানিকে? 

উঃ- KRUTRIM
১৩) সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় মিথানল চালিত পণ্যবাহী জাহাজ বানানো কোন কোম্পানি? উঃ- Maersk Line
১৪) সম্প্রতি অনুষ্ঠিত মহিলা হকি বিশ্বকাপে প্রথম স্থান অধিকার করল কোন দেশ?   উঃ- নেদারল্যান্ডস 
 ১৫) সৌদি আরব এবং ভারত যে সামরিক মহড়া (Military Excercicse) শুরু করতে চলেছে তার নাম কি  উঃ- SADA TANSEEQ

১৬) চতুর্থ রুসমা অরেঞ্জ ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 

উঃ- নাগাল্যান্ড 
১৭) প্রতিবছর কোন দিনে ইন্ডিয়ান নিউজ পেপার ডে (Indian newspaper Day) পালন করা হয়?  উঃ- ২৮ শে জানুয়ারি 
১৮) প্রতি বছর কোন দিনে শহীদ দিবস পালন করা হয়?   উঃ- ৩০শে জানুয়ারি 
১৯) চতুর্থ জাতীয় চিলকা বার্ড ফেস্টিভাল (Chilka Bird festival) কোন রাজ্যে অনুষ্ঠিত হল? উঃ- ওডিশা
২০) মিশরের কায়রোতে অনুষ্ঠিত শুটিং ওয়ার্ল্ড কাপ এ ভারতের হয়ে রৌপ্য পদক জিতলেন কে?  উঃ- সোনম মস্কর

 

Latest Current Affairs 2024 January 24 to 31​

 

 

 ২১) গ্লোবাল করাপশন ইনডেক্স (Global Corruption Index) এ ১৮০ টি দেশের ভিতরে ভারতের স্থান কত?  উঃ- ৯৩ তম 

২২) প্রয়াত হলেন প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ R. Champakalakshmi, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল? 

উঃ- ৯২ বছর
২৩) ভারতের কোন রাজ্য সর্বপ্রথম সড়ক সুরক্ষা ফোর্স (Sadak Suraksha Force) তৈরি করল?  উঃ- পাঞ্জাব 
২৪) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ কোনটি?   উঃ- ভারত  
 ২৫) মোবাইল ফোনের কম্পনেন্ট এর উপর ভারত সরকার ইম্পোর্ট ডিউটি কত পরিমান কম করল?  উঃ- ৫% কম করে বর্তমানে ১০% 

২৬) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল ইন্সুরেন্স কোম্পানি কোনটি? 

উঃ- Berkshire Hathaway

Latest Current Affairs 2024 January 24 to 3​1

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।