Major Crops and Producing States in India

       Major Crops and Producing States in India :  চাকরি বাজারের সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। আজকের পাঠে আমরা খাদ্য শস্য উৎপাদনে প্রথম স্থান অধিকারী ভারতের বিভিন্ন রাজ্য সমূহ নিয়ে আলোচনা করলাম। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি.কে. বিষয়ে আলোচনা করা হয়। স্ট্যাটিক জি কে বিভাগটি প্রায় সমস্ত বড় সরকারী পরীক্ষার একটি বিশেষ অঙ্গ এবং এই বিভাগে স্কোরিং নম্বর করা সবচেয়ে সহজ, কারণ এই বিভাগে কোনও রকম গণনা বা সমাধানের প্রয়োজন হয় না। তবে কোন প্রার্থী সম্পূর্ণ প্রস্তুত থাকলে তবেই এটি সম্ভব হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে নানান ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই অধ্যায়টি ফলো করুন। 

 

 Major Crops and Producing States in India 

     কৃষিকাজ ভারতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ভারতের জিডিপিতেও যথেষ্ট অবদান রাখে। ভারতের প্রতিটি রাজ্য কোন না কোন খাদ্যশস্য উৎপাদন গুরুত্বপূর্ণ  স্থান আধিকার করেছে। একটু লক্ষ করলেই দেখা যাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে নানান সময়ে এই বিষয়টি থেকে অনেক প্রশ্ন আসে। বিশেষত স এস সি, পি এস সি, ইউ পি এস সি, রেল, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ -ডি  পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। নিন্মে একটি সারণির মাধ্যমে খাদ্য শস্য উৎপাদনে প্রথম স্থান অধিকারী ভারতের বিভিন্ন রাজ্য সমূহের একটি তালিকা তুলে ধরা হলো। সারণি থেকে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং নিচে দেওয়া লিংক থেকে ফ্রীতে পি ডি এফ ডাউনলোড করুন। 

 

List of Major Crops and Producing States in India

খাদ্য শস্য

উৎপাদিত রাজ্য

  • গম
» উত্তরপ্রদেশ
  • ধান
» পশ্চিমবঙ্গ
  • পাঠ
» পশ্চিমবঙ্গ
  • আলু
» উত্তরপ্রদেশ
  • সরিষা
» রাজস্থান
  • তৈলবীজ
» মধ্যপ্রদেশ
  • জোয়ার
» মহারাষ্ট্র
  • বাজরা
» রাজস্থান
  • রাগী
» কর্ণাটক
  • চা
» আসাম
  • কফি
» কর্ণাটক
  • আপেল
» কাশ্মীর
  • কমলালেবু
» মধ্যপ্রদেশ
  • লিচু
» বিহার
  • আঙুর
» মহারাষ্ট্র
  • কাজুবাদাম
» মহারাষ্ট্র
  • কলা
» উত্তরপ্রদেশ
  • চিনাবাদাম
» অন্ধ্রপ্রদেশ
  • নারকেল
» কেরালা
  • পেয়ারা
» মধ্যপ্রদেশ
  • আনারস
» পশ্চিমবঙ্গ

 

 

  • লবঙ্গ
» তামিলনাডু
  • বেগুন
» পশ্চিমবঙ্গ
  • হলুদ
» তেলেঙ্গানা
  • আদা
» মধ্যপ্রদেশ
  • রসুন 
» মধ্যপ্রদেশ
  • পেঁয়াজ
» মহারাষ্ট্র
  • লঙ্কা
» অন্ধ্রপ্রদেশ
  • পোস্ত
» উত্তরপ্রদেশ
  • আখ
» উত্তরপ্রদেশ
  • সয়াবিন
» মধ্যপ্রদেশ
  • সূর্যমুখী
» মহারাষ্ট্র
  • তুলা
» মহারাষ্ট্র
  • সিল্ক
» কর্ণাটক
  • রবার
» কেরালা
  • তামাক
» গুজরাট
  • মরিচ
» কেরালা

 

 

  • List of Major Crops and Producing States in India [pdf]

Major-Crops-and-Producing-States-in-India

 

 

Major Crops and Producing States in India FAQs:

১. ভারতের অর্থকরী ফসল উৎপাদনে শ্রেষ্ঠ রাজ্য কোনটি

উঃ- উত্তরপ্রদেশ 

২. তুলা উৎপাদনকারী শ্রেষ্ঠ দেশ কোনটি?

উঃ- ভারত

৩. ভারতে 3টি ফসলের ঋতু কি? 

উঃ- খরিফ, রাবি ও যায়েদ

৪. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কৃষক রয়েছে? 

উঃ- উত্তরপ্রদেশ 

৫. ভারতে সবচেয়ে বেশি চা উৎপাদন করে কোন রাজ্য

উঃ- আসাম 

 

Related Post: – 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।