Bharat Ratna award winners list

(Bharat Ratna ) চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়। আজকের পাঠে আমরা ভারাতরত্ন প্রাপকদের তালিকা নিয়ে আলোচনা করলাম। ১৯৫৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত ব্যক্তিত্বরা ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্পূর্ণ তালিকা এই পর্বে তুলে ধরা হলো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে নানান ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই অধ্যায়টি ফলো করুন। 

 

ভারাতরত্ন প্রাপকদের তালিকা

    স্ট্যাটিক জি কে বিভাগটি প্রায় সমস্ত বড় সরকারী পরীক্ষার একটি বিশেষ অঙ্গ এবং এই বিভাগে স্কোরিং নম্বর করা সবচেয়ে সহজ, কারণ এই বিভাগে কোনও রকম গণনা বা সমাধানের প্রয়োজন হয় না। তবে কোন প্রার্থী সম্পূর্ণ প্রস্তুত থাকলে তবেই এটি সম্ভব হয়।

    স্ট্যাটিক জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল ভারাতরত্ন প্রাপকদের তালিকা। ভারতরত্ন হল ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। সাহিত্য, বিজ্ঞান, শিল্প, খেলাধুলা ও অন্যান্য মানবিক কাজকর্মের জন্য বিশেষ স্বীকৃতি হিসাবে ভারত সরকার এই পুরস্কার দিয়ে থাকেন। ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন। ১৯৫৪ সালে প্রথম চন্দ্রশেখর ভেঙ্কট রমনকে এই পুরস্কার প্রদান করা হয়। 

    বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে প্রশ্ন এসে থাকে। বিশেষত এস এস সি, পি এস সি, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ -ডি  পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। নিচে উদাহরণের সাহায্যে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। যেমন – ১) প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? উত্তরচন্দ্রশেখর ভেঙ্কট রমন।২) শচীন তেণ্ডলকার কে কত সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়। উত্তর২০১৪ সালে৩) ডঃ এ. পি. জে. আবদুল কালাম কে কত সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়উত্তর ১৯৯৭ সালে।

 

              নিন্মে একটি সারণির মাধ্যমে ভারাতরত্ন প্রাপকদের তালিকা তুলে ধরা হলো। সারণি থেকে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং নিচে দেওয়া লিংক থেকে ফ্রীতে পি ডি এফ ডাউনলোড করুন। 

 

 Bharat Ratna award winners list India from 1954 to 2019 

সাল 

ভারাতরত প্রাপকগণ


১৯৫৪

সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
চক্রবর্তী রাজা গোপালাচারী
চন্দ্রশেখর ভেঙ্কট রমন
১৯৫৫ জহরলাল নেহেরু
মোক্ষাগুন্দম বিশ্বেশ্বর্যা
ভগবান দাস
১৯৫৭ গোবিন্দ বল্লভ পন্থ 
১৯৫৮ ধোন্দো কেশব কারভে
১৯৬১ বিধান চন্দ্র রায়
পুরুষোত্তম দাস টন্ডন
১৯৬২ ডঃ রাজেন্দ্র প্রসাদ
১৯৬৩ জাকির হোসেন
পান্ডুরং বামন কানে
১৯৬৬ লাল বাহাদুর শাস্ত্রী
১৯৭১ ইন্দিরা গান্ধী
১৯৭৫ ভি. ভি. গিরি
১৯৭৬ কে কামরাজ
১৯৮০ মাদার তেরেসা
১৯৮৩  বিনোবা ভাভে
১৯৮৭  খান আবদুল গাফফার খান
১৯৮৮ এম জি রামচন্দ্রন
১৯৯০ বি আর আম্বেদকর
নেলসন ম্যান্ডেলা
১৯৯১ রাজীব গান্ধী
বল্লভভাই প্যাটেল
মোরারজি দেশাই
১৯৯২ আবুল কালাম আজাদ
জেআরডি টাটা
সত্যজিৎ রায়
১৯৯৭ গুলজারিলাল নন্দ
অরুনা আসফ আলী
ডঃ এ. পি. জে. আবদুল কালাম
১৯৯৮ এম. এস. সুবুলক্ষ্মী
চিদাম্বরম সুব্রামণিয়াম
১৯৯৯ জয়প্রকাশ নারায়ণ
অমর্ত্য সেন
গোপীনাথ বোর্দোলাই
পণ্ডিত রবি শঙ্কর
২০০১ লতা মঙ্গেশকর
বিসমিল্লাহ খান
২০০৯ ভীমসেন জোশী
২০১৪ সি. এন.আর. রাও
শচীন তেণ্ডলকার
২০১৫ মদন মোহন মালব্য
অটল বিহারী বাজপেয়ী
২০১৯ প্রণব মুখার্জি
নানজী দেশমুখ
ভূপেন হাজারিকা

 

  • সর্বশেষ ২০১৯ সালে ভারতরত্ন পুরষ্কার দেওয়া হয়। ২০২০-২০২১ এখনো কাউকে এই পুরষ্কারে সম্মানিত করা হয়নি। 

 

 

 

  • Bharat Ratna Award Winners
harat-Ratna-Award-Winners-year-wise

 

 

Related Post: – 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।