সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি |
|
মাস – জানুয়ারি, সপ্তাহ – তৃতীয় , (১৬-০১-২০২১ থেকে – ২২-০১-২০২১) |
|
চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃদ্ধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি
|
|
১. সম্প্রতি কোন দেশে “চতুর্থ ওয়ান প্লানেট সামিট” অনুষ্ঠিত হল? | উঃ – ফ্রান্স |
২. ইন্টেল কোম্পানির নতুন সি ই ও কে হলেন? | উঃ – প্যাট গেলসিঙ্গার |
৩. ভারতের তৈরি ‘কো-ভ্যাক্সিন’ কোন দেশ সরবরাহ করার জন্য চুক্তি বদ্ধ হল? | উঃ – ব্রাজিল |
৪. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে পৃথিবীর “ফাস্টেস্ট গ্রোয়িং টেক হাব সিটি” কোনটি? | উঃ – বেঙ্গালুরু |
৫. সম্প্রতি ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী দ্বারা ভারতের প্রথম দেশিয় ভাবে নির্মিত ৯ মিমি মেশিন পিস্তল নাম কি? | উঃ – অস্মি পিস্তল |
৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রে সহযোগিতার জন্য সম্প্রতি ভারত সরকার কোন দেশের সাথে চুক্তি বদ্ধ হয়েছে? | উঃ – জাপান |
৭. সম্প্রতি ‘প্রারম্ভ’ নামক স্টার্টআপ ইন্ডিয়া আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? | উঃ – নতুন দিল্লী |
৮. সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন শহরের জন্য ভারতের প্রথম ‘ড্রাইভারহীন মেট্রো গাড়ি’ উন্মোচন করেছেন? | উঃ – মুম্বাই |
৯. সম্প্রতি কোন পদ্মশ্রী প্রাপক সামাজিক কর্মীর জীবনাবসান হল? | উঃ – ডি প্রকাশ রাও |
১০. সম্প্রতি ভারতের প্রথম “এয়ার ট্যাক্সি” পরিষেবা কোথায় চালু হল? | উঃ – হরিয়াণা |
১১. সম্প্রতি “টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস এক্সপোর্ট প্রোমোসান কাউন্সিল (টি ই পি সি)” এর নতুন চেয়ারম্যান কে হলেন? | উঃ – সন্দিপ আগারওয়্যাল |
১২. সম্প্রতি মহিলাদের টি-২০ ক্রিকেটে কোন নিউ-জিল্যান্ড এর ক্রিকেটার দ্রুততম শত রান করলেন? | উঃ – সোফি ডিভাইন |
১৩. সম্প্রতি কোথায় “পৃথিবীর সবচেয়ে পুরানো গুহা চিত্র” এর সন্ধান পাওয়া গেছে? | উঃ – ইন্দোনেশিয়া |
১৪. সম্প্রতি বিশ্বের ধণীতম ব্যক্তিদের তালিকাতে শীর্ষে কে রয়েছেন? | উঃ – জেফ বেজস |
১৫. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ‘স্টার্টআপ ইন্ডিয়া তহবিল’ চালু করেছেন। তহবিলের মোট অঙ্ক কত? | উঃ – ১০০০ কোটি রুপি |
১৬. সম্প্রতি ২০২১ সালের জন্য ইউনাইটেড নেশানস এর মানবাধিকার কাউন্সিলের নবনিযুক্ত রাষ্ট্রপতির নাম বলুন? | উঃ – নাজহাত শামীম খান |
১৭. সম্প্রতি কোন মন্ত্রক মাসব্যাপী ‘সক্ষম’ শিরোনামে জনসচেতনতা প্রচারের আয়োজন করেছে? | উঃ – পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক |
১৮. সম্প্রতি ওয়েলনেস থিমযুক্ত ক্রেডিট কার্ড চালু করতে কোন ব্যাংক আদিত্য বিড়লা ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে? | উঃ – ইয়েস ব্যাঙ্ক |
১৯. সম্প্রতি “নেলসন ম্যান্ডেলা বিশ্ব মানবিক পুরষ্কার” পেলেন কে? | উঃ – রবি গায়কোয়াড় |
২০. সম্প্রতি কোন রাজ্যে দেশের প্রথম ডিজিটাল ই স্ট্যাম্প পরিষেবা চালু হল? | উঃ – উত্তর প্রদেশ |
২১. সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার ফিল্ম সিটি তৈরি করতে চলেছে? | উঃ – হরিয়াণা |
২২. সম্প্রতি ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ – এ মহিলাদের একক শিরোপা কোন খেলোয়াড় জয় করলেন? | উঃ – ক্যারোলিনা মেরিন |
২৩. সম্প্রতি ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ – এ পুরুষদের একক শিরোপা কোন খেলোয়াড় জয় করলেন? | উঃ – ভিক্টর অ্যাক্সেলসেন |
২৪. সম্প্রতি খেলো ইন্ডিয়া জাংসকার শীতকালীন খেলাধুলা এবং যুব উৎসব ২০২১ এর উদ্বোধনী সংস্করণটি কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে? | উঃ – লাদাখ |
২৫. সম্প্রতি অর্থনৈতিকভাবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ইউপিএসসি সিভিল সার্ভিসেস / আইএএস পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং সরবরাহ করতে কোন রাজ্য ‘ওয়ান স্কুল ওয়ান আইএএস’ প্রোগ্রাম চালু করেছে? | উঃ- কেরালা |
|
|
২৬. সম্প্রতি কোন ব্যাঙ্ক ঋণ সমাধান যোজনা চালু করল? | উঃ – স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া |
২৭. ইন্ডিয়ান পার্সোনালিটি অব দি ইয়ার পুরস্কার দিয়ে কাকে সম্মান করা হল? | উঃ – বিশ্বজিত চ্যাটার্জি |
২৮. ভারতের কোন রাজ্যে করুণা অভিযান চালু হল? | উঃ – গুজরাট |
২৯. ভারতে প্রথম কোভিড ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির নাম কি? | উঃ – মণীশ কুমার |
৩০. সম্প্রতি টেস্ট ক্রিকেট এ দ্রুততম ১০০০ রান করার রেকর্ড করলেন কোন ভারতীয় উইকেটকীপার ব্যাটসম্যান? | উঃ – রিসভ পান্থ |
৩১. বালাসাহেব ঠাকরের নাম অনুসারে সম্প্রতি মহারাষ্ট্র সরকার যে চিড়িয়াখানাটির নামকরণ করেছেন? | উঃ- গোরওয়াদা আন্তর্জাতিক চিড়িয়াখানা |
৩২. সম্প্রতি ভারত সরকার বিমানবাহিনীর জন্য ২১ টি মিগ -৯৯ এবং ১২ টি সুখোই -৩০ এম কেআই যুদ্ধবিমান সংগ্রহের জন্য কোন দেশের সাথে একটি চুক্তি করার পরিকল্পনা করেছে? | উঃ – রাশিয়া |
৩৩. কোন রাজ্য সম্প্রতি নাগী-নক্ষতী পাখি অভয়ারণ্যে প্রথমবার ‘কলরব’ নামক পাখি উৎসব আয়োজন করেছে? | উঃ – বিহার |
৩৪. সম্প্রতি কোন কোম্পানিকে বেস্ট গভার্নড কোম্পানি এর তকমা দেওয়া হল? | উঃ – আই টি সি |
৩৫. সম্প্রতি ভারত সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসু এর জন্মদিনকে কি দিবস হিসেবে পালন করার ঘোষণা করলেন | উঃ – পরাক্রম দিবস |
৩৬. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর সাম্প্রতিক ডিরেক্টর জেনারেল হলেন কে? | উঃ – ইউজিন ঝুকভ |
৩৭. সম্প্রতি প্রধানমন্ত্রী কোন রাজ্যের ভুমিহীন মানুষদের জমি দেওয়ার কথা ঘোষণা করলেন? | উঃ – আসাম |
৩৮. সম্প্রতি নিতি আয়োগ দ্বারা প্রকাশিত মেজর স্টেটস বিভাগে ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্স এ ২০২১ সালে কোন রাজ্য শীর্ষে রয়েছে? | উঃ – কর্ণাটক |
৩৯. প্রথম মহিলা যোদ্ধা পাইলটের নাম কি, যিনি ২০২১ সালের ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন? | উঃ- ভাবনা কান্থ |
৪০. সম্প্রতি উত্তর পূর্ব / পার্বত্য রাজ্য বিভাগের অধীনে ভারত ইনোভেশন সূচক ২০২১ এ শীর্ষে থাকা রাজ্যের নাম কি? | উঃ- হিমাচল প্রদেশ |
৪১. সম্প্রতি ভারতীয় রেলওয়ে হাওড়া-কালকা মেল এর নতুন কি নাম দিয়েছে? | উঃ – নেতাজি এক্সপ্রেস |
৪২. কেন্দ্র সম্প্রতি কোন রাজ্যে ৮৫০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পকে অনুমোদন দিয়েছে? | উঃ – জম্মু ও কাশ্মীর |
৪৩. সম্প্রতি স্বাস্থ্য ও সুস্থতার সুবিধার জন্য কোন ব্যাংক অওরা ক্রেডিট কার্ড চালু করেছে? | উঃ- অ্যাক্সিস ব্যাঙ্ক |
৪৪. সম্প্রতি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশান অব ইন্ডিয়া এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হয়েছেন? | উঃ – সুইচ সিদ্ধার্থ মোহান্তি |
৪৫. দ্বিপক্ষীয় এয়ার অনুশীলন ‘এক্স-ডেজার্ট নাইট ২১’ কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? | উঃ – রাজস্থান |
সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি ৩য় সপ্তাহ পিডিএফ বাংলা
আরও পড়ুন |
|
|