সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি

মাস – জানুয়ারি, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-০১-২০২১ থেকে – ১৫-০১-২০২১)

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃদ্ধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি

 

১.  সম্প্রতি কোন ব্যাংক আইআইটি কানপুরের সাথে তার ক্যাম্পাসে ‘ফিনটেক ইনোভেশন সেন্টার (এফআইসি)’ চালু করতে সহযোগিতা করেছে? উঃ – পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
২. সম্প্রতি কোন সম্পদ পরিচালন সংস্থা বিনিয়োগকারীদের জন্য “প্যায়সে কো রোকো মত” নামক সচেতনতামূলক প্রচার শুরু করেছে? উঃ – আই ডি এফ সি মিউচুয়াল ফান্ড
৩. সম্প্রতি কোন রাজ্য মাটি, জল অধ্যয়ন এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের প্রতিকারের পরামর্শের জন্য কৃষিক্ষেত্রগুলিতে ভ্রাম্যমান ল্যাবরেটরি নিয়ে যাওয়ার জন্য কৃষি সঞ্জীবনী ভ্যান চালু করেছে? উঃ – কর্ণাটক
৪. সম্প্রতি সম্প্রতি বিশ্বের প্রথম ডাবল স্ট্যাক লং হাওল কনটেইনার ট্রেনটি ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে চলবে? উঃ – হরিয়াণা ও রাজস্থান
৫. সম্প্রতি গুগল ক্লাউড এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান হিসাবে কে নিয়োগ হয়েছেন? উঃ – করণ বাজয়া
৬. সম্প্রতি প্রকাশ পাওয়া “রাইট আন্ডার আওয়ার নোস” উপন্যাস টির লেখক কে? উঃ – রামেস্বমি গিরিধরণ
৭. সম্প্রতি ভারতের প্রথম ফায়ার পার্ক কোন রাজ্যে তৈরি হল?  উঃ – ওডিশা
৮. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে পৃথীবির সবচেয়ে ধণি ব্যক্তি কে?  উঃ – এলন মাস্ক
৯. ভারতের কোন রাজ্য সরকার “এম পেনশান” নামক অনলাইন সার্ভিস চালু করছে?  উঃ – মণিপুর
১০. সম্প্রতি ভারত ও ইসরায়েল কোন মিসাইল এর সফল পরীক্ষা করল?  উঃ – মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল 
 

১১. সম্প্রতি ভারতের ব্রিটিশ হাই কমিশনার কে হলেন?  উঃ – আলেক্সান্ডার এলিস 
১২. সম্প্রতি নেতাজি সুভাষ চন্দ্র বোসের ভাগ্নী এর জীবনাবসান হল। তাঁর নাম কি?  উঃ – চিত্রা ঘোষ
১৩. সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান আম্পায়ার পুরুষদের টেস্ট ম্যাচ সম্পাদনকারী প্রথম মহিলা আম্পায়ার হয়েছেন? উঃ – ক্লেয়ার পোলোসাক
১৪. সম্প্রতি কোন রাজ্য সরকার “বার্ড ফ্লু কে রাজ্য সংকট” বলে ঘোষণা করল?  উঃ – কেরালা
১৫. সম্প্রতি সোমালিয়া তে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?  উঃ – বিরেন্দ্র কুমার পাল 
১৬. সম্প্রতি কোন রাজ্য “সতর্ক নাগরিক” নামক মোবাইল অ্যাপ চালু করল?  উঃ – জম্মু কাশ্মির
১৭. সম্প্রতি আই সি সি টেস্ট র‍্যাংকিং এ কোন দল শীর্ষে রয়েছে?  উঃ –  নিউ জিল্যান্ড 
১৮. সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডেরেশান” এর ডেপুটি সেক্রেটারি জেনেরাল হিসেবে কে নিযুক্ত হলেন? উঃ – অভিষেক যাদব
১৯. সম্প্রতি কোন ব্যাঙ্কের সাথে ভারতীয় সেনা মৌ চুক্তি স্বাক্ষর করল?  উঃ – বন্ধন ব্যাঙ্ক
২০. সম্প্রতি প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ টি ছয় মারা রেকর্ড গড়লেন কে?  উঃ – রোহিত শর্মা
২১. ২০২১-২২ অর্থবছরের আই সি আর এ অনুযায়ী ভারতের অনুমানিত জিডিপি কত? উঃ – ১০.১%
২২. সম্প্রতি কোস্টাল রিসার্চ ভেসেল “সাগর অভনিশিখা” কোন বন্দর থেকে উদ্বোধন করা হয়েছে?  উঃ –  চেন্নাই পোর্ট ট্রাস্ট
২৩. সম্প্রতি আইসিসি বোর্ডের সভার জন্য কে বিসিসিআইয়ের সরকারী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন?  উঃ – জয় সাহ
২৪. সম্প্রতি “হেনলি পাসপোর্ট ইনডেক্স” এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?  উঃ – জাপান
২৫. সম্প্রতি সি সি টিভি সার্ভেল্যান্স সিটি এর তালিকায় কোন শহর শীর্ষে আছে? উঃ- চেন্নাই
 

 

২৬. সম্প্রতি গুজরাট এর কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী এর জীবনাবসান হল? উঃ – মাধব সিং সোলাংকি
২৭. সম্প্রতি কোন রাজ্য তে মুখ্যমন্ত্রী আরোগ্য মেলা এর উদ্বোধন করা হল? উঃ – উত্তর প্রদেশ
২৮. সম্প্রতি কেরালা এর প্রথম ট্রান্সজেন্ডার ডাক্তার হলেন কে?  উঃ – ডক্টর ভি এস প্রিয়া
২৯. সম্প্রতি কোন সংস্থা “স্বাস্থ্য বায়ু” নামক নন-ইনভেসিভ ভেন্টিলেটর চালু করল? উঃ – কাউন্সিল অব সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ
৩০. সম্প্রতি কোন রাজ্য “কোংকনি অ্যাকাডেমি” স্থাপন করার কথা ঘোষণা করল? উঃ – দিল্লী
৩১. সম্প্রতি ভারতের কোন রাজ্য “বিন্দু সাগর পরিস্কার প্রকল্প” ঘোষণা করল? উঃ- ওডিশা 
৩২. সম্প্রতি কোন রাজ্য পাবলিক টয়লেটে মহিলাদের জন্য “পিরিয়ড রুম” স্থাপন করল?  উঃ – মহারাষ্ট্র
৩৩. সম্প্রতি ভারতের কোন রাজ্য ভ্যানাডিয়াম উতপাদনে প্রথম স্থান অধিকার স্থাও অধিকার থান করেছে?  উঃ – অরুণাচল প্রদেশ
৩৪. সম্প্রতি ভারতি এয়ারটেল এর “চিফ ইনফরমেশান অফিসার” হলেন কে?  উঃ – প্রদিপ্ত কাপুর 
৩৫. সম্প্রতি কোভিড -১৯ টিকা দেওয়ার জন্য কেন্দ্র কর্তৃক গঠিত কমিটির প্রধান হিসাবে কে নিয়োগ পেয়েছেন? উঃ- আর এস শর্মা
৩৬. সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচী ২০২১ সালে ভারতের র‌্যাঙ্ক কত?  উঃ – ৮৫
৩৭. সম্প্রতি ইউএন ও বিশ্বব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত ‘ওয়ান প্ল্যানেট সামিট’ ২০২১ এর আয়োজক কোন দেশ ছিল? উঃ – ফ্রান্স
৩৮. সম্প্রতি কোন রাজ্য সরকার ভ্রমণ সারথি স্কিমের মাধ্যমে “গোলাপি বাস” সার্ভিস চালু করেছে? উঃ – আসাম 
৩৯. সম্প্রতি ভারতের কোথায় লিথিয়াম ভান্ডার পাওয়া গেছে?  উঃ- কর্ণাটক
৪০. সম্প্রতি ঢাকা ম্যারাথণ ২০২১ এ ভারতের জিগমিত ডোলমা কত তম স্থান দখল করলেন?  উঃ- চতুর্থ
৪১. সম্প্রতি কোন রাজ্য সরকার ছাত্র-ছাত্রী দের প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়ার কথা ঘোষণা করল?  উঃ – তামিলনাড়ু
৪২. ২০২১ সালের ভারত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি হিসাবে কে আমন্ত্রিত হয়েছেন? উঃ –  চন্দ্রিকাপেরসাদ সন্তোষী
৪৩. সম্প্রতি টেসলা কর্পোরেশান ভারতের কোন শহরে তার প্রথম সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করেছে? উঃ- বেঙ্গালুরু
৪৪. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন ইউএভি কেনার জন্য আইডিয়া ফর্জ এর সাথে ২০ মিলিয়ন ডলার চুক্তি করেছে? উঃ – সুইচ

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি ২য় সপ্তাহ পিডিএফ বাংলা

PDF logo

 

আরও পড়ুন 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।