State Bank of India তে ৫০০০ এর বেশি পদে ক্লার্ক নিয়োগ: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তে “জুনিয়র অ্যাসোসিয়েট (ক্লার্ক)” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন  চলবে ২৭ এপ্রিল ২০২১ থেকে ১৭ মে ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ১৭ মে ২০২১ এর মধ্যে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন সারা ভারত থেকে গ্রহণ করা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

Contents

 

State Bank of India Job 2021 [Date Extended:

 State bank of India

জুনিয়র অ্যাসোসিয়েট (ক্লার্ক)

মোট পদঃ ৫২৩৭

কর্মস্থলঃ সারা ভারত

 

শূন্য পদের বিবরণ

REGULAR

ক্যাটাগরি শুন্য পদ
জেনারেল ২১৫১
এস সি ৭২৬
এস টি ৪৪০
ও বি সি ১১৯৫
ই ডব্লু এস ৪৮৮

BACKLOG

জেনারেল ১১৬
এস সি ১৪
এস টি ৮৩
ও বি সি ২৪
ই ডব্লু এস
মোট  ৫২৩৭

 

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু: ২৭ এপ্রিল ২০২১
  • অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২০ মে ২০২১
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:জুলাই / আগস্ট ২০২১ 
  • কম্পিউটার স্টেনোগ্রাফি ও টাইপলিস্ট পরীক্ষার সম্ভাব্য তারিখ: জুলাই / আগস্ট ২০২১

 

বয়স সীমা:

  • বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
  • বয়সের হিসাব ১ এপ্রিল ২০২১ এর হিসেবে করা হবে। 

সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য। 

 

শিক্ষাগত যোগ্যতা

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ কর থাকতে হবে। 

নিয়োগ পদ্ধতি:

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  •  অনলাইন প্রিলি পরীক্ষা
  • অনলাইন মেন পরীক্ষা
  • স্কিল পরীক্ষার

এর ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।

 

আবেদন মূল্য

  • সাধারণ / ও বি সি / ই ডব্লু এস – ৭৫০/-টাকা 
  • এস সি / এস টি / পি ডব্লু ডি / এক্স-সার্ভিস ম্যান – বিণামূল্য
  • প্রার্থীদেরকে আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।

 

আবেদন পদ্ধতি:

  • যোগ্য ও আগ্রহী প্রার্থীরা www.bank.sbi/careers এবং www.sbi.in/careers সাইটের এর মাধ্যমে অনলাইনে ২০ মে এর মধ্যে আবেদন করতে পারবেন।

 

 

  • State Bank of India তে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুন

 

গুরুত্বপূর্ণ  লিংক

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

 

 

 

 

Related Post

 

 

 

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয় । এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে ।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।