NMDC recruitment 2021: ন্যাশনাল মিনেরাল ডেভেলপমেন্ট কর্পোরেশান এ “নন-এক্সেকিউটিভ/সুপারভাইসর/এক্সেকিউটিভ” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ০২ জুন ২০২১ থেকে ২২ জুন ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২২ জুন ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২২ জুন ২০২১ বা তার আগে www.nmdc.co.in এর মাধ্যমে আনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
NMDC recruitment 2021
Contents
National Mineral Development Corporation
www.nmdc.co.in
মোট পদ – ৮৯
কর্মস্থল – ঝাড়খন্ড
√ NMDE Recruitment 2021 details:
এক্সেকিউটিভ
কলিয়ারি ইঞ্জিনিয়ার(মেকানিক্যাল) – ০১
লসোনিং অফিসার – ০২
কলিয়ারি ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) – ০১
মাইনিং ইজ্ঞিনিয়ারিং – ১২
সার্ভেয়র – ০২
সুপারভাইসর গ্রেড
ইলেকট্রিক্যাল ওভারম্যান – ০৪
মাইন ওভারম্যান – ২৫
মেকানিক্যাল ওভারম্যান – ০৪
নন-এক্সেকিউটিভ গ্রেড
মাইন সিরদার – ৩৮
√ NMDE Recruitment 2021 Important dates:
অনলাইন আবেদন শুরু:— ০২ জুন ২০২১
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ:— ২২ জুন ২০২১
অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:— শীঘ্রই জানানো হবে।
√Age Limit:
প্রার্থীদের সর্বাধিক বয়স সীমা ৬৫ বছর হতে হবে এবং বয়সের হিসাব করা হবে ২২/০৬/২০২১ এর হিসেবে।
কলিয়ারি ইঞ্জিনিয়ার(মেকানিক্যাল) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল বা মাইনিং মেশিনারিতে ইজ্ঞিনিয়ারিং পাশ করতে হবে।
লসোনিং অফিসার – সমাজবিজ্ঞান / সমাজকর্ম শ্রম কল্যাণ / পার্সোনেল ম্যানেজমেন্ট / আইআরপিএম / এইচআর / এইচআরএম বা এমবিএ (পার্সোনাল ম্যানেজমেন্ট / এইচআর / এইচআরএম) এ পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
কলিয়ারি ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রইক্যাল এবং ইলেকট্রনিক্স এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
মাইনিং ইজ্ঞিনিয়ারিং – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইজ্ঞিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস এ পাশ করে থাকতে হবে।
সার্ভেয়র – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইজ্ঞিনিয়ারিং এ পাশ করে থাকতে হবে এছাড়া বৈধ মাইনিং সার্ভেয়র এর সার্টিফিকেট থাকতে হবে।
সুপারভাইসর গ্রেড
ইলেকট্রিক্যাল ওভারম্যান – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইজ্ঞিনিয়ারিং / ইলেকট্রনিক্স ইজ্ঞিনিয়ারিং / ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এছাড়া ইলেকট্রিক্যাল সার্ভেয়র এর সার্টিফিকেট থাকতে হবে।
মাইন ওভারম্যান – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইজ্ঞিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস এ পাশ করে থাকতে হবে। এছাড়াও ওভারম্যান এর সার্টিফিকেট থাকতে হবে।
মেকানিক্যাল ওভারম্যান – ০৪ মাইনিং / মাইনিং মেশিনারি তে ইজ্ঞিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা মেকানিক্যাল বা মাইনিং মেশিনারি তে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
নন-এক্সেকিউটিভ গ্রেড
মাইন সিরদার – মাধ্যমিক পাশ হতে হবে এবং মাইন সিরদার এর সার্টিফিকেট থাকতে হবে।
√NMDE Recruitment 2021 Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
লিখিত পরীক্ষা
দক্ষতা
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
√ Application Fees:
আবেদন করার জন্য আবেদন কারীদের কোনও রকম আবেদন মূল্য লাগবে না
√Salary:
এক্সেকিউটিভ
কলিয়ারি ইঞ্জিনিয়ার(মেকানিক্যাল) – ৯০,০০০ টাকা প্রতি মাসে
লসোনিং অফিসার – ৯০,০০০ টাকা প্রতি মাসে
কলিয়ারি ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) – ৭০,০০০ টাকা প্রতি মাসে
মাইনিং ইজ্ঞিনিয়ারিং – ৭০,০০০ টাকা প্রতি মাসে
সার্ভেয়র – ৬০,০০০ টাকা প্রতি মাসে
সুপারভাইসর গ্রেড
ইলেকট্রিক্যাল ওভারম্যান – ৫০,০০০ টাকা প্রতি মাসে
মাইন ওভারম্যান – ৫০,০০০ টাকা প্রতি মাসে
মেকানিক্যাল ওভারম্যান – ৫০,০০০ টাকা প্রতি মাসে
নন-এক্সেকিউটিভ গ্রেড
মাইন সিরদার – ৪০,০০০ টাকা প্রতি মাস
√ nmdc recruitment 2021 notification How to apply:
প্রার্থীদেরকে সম্পুর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
National Mineral Development Corporation recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ
বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।