SBI Recruitment 2021: স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তে “অ্যাপ্রেন্টিস” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ০৬ জুলাই ২০২১ থেকে ২৬ জুলাই ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৬ জুলাই ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২৬ জুলাই ২০২১ বা তার আগে www.sbi.co.in এর মাধ্যমে  অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

SBI Recruitment 2021 

 

State Bank of India

www.sbi.co.in

মোট পদ – ৬১০০

কর্মস্থল – সারা ভারত


  SBI Recruitment 2021 details:

 

রাজ্য এবং ভাষা অনুযায়ী সমস্ত রাজ্যের পদ সংখ্যা প্রদান করা হল-

 

  • অন্ধ্র প্রদেশ (তেলগু / উর্দু ভাষা) – (অসংরক্ষিত -৪০, এস সি- ১৬, এস টি – ০৭,  ও বি সি – ২৭, ই ডব্লু এস – ১০) – ১০০
  • অরুণাচল প্রদেশ (ইংরেজি ভাষা) – (অসংরক্ষিত -০৯, এস সি- ০০, এস টি – ০৯,  ও বি সি – ০০, ই ডব্লু এস – ০২) – ২০
  • আসাম ( অসমীয়া / বাংলা / বোডো ভাষা) – (অসংরক্ষিত -১১১, এস সি- ১৭, এস টি – ৩০,  ও বি সি – ৬৭, ই ডব্লু এস – ২৫) – ২৫
  • বিহার (হিন্দি / উর্দু ভাষা) – (অসংরক্ষিত -২৪, এস সি- ০৮, এস টি – ০০,  ও বি সি – ১৩, ই ডব্লু এস – ০৫) – ৫০
  • ছত্তিশগড় ( হিন্দি ভাষা) – (অসংরক্ষিত -৩১, এস সি- ০৯, এস টি – ২৪,  ও বি সি – ০৪, ই ডব্লু এস – ০৭) – ৭৫
  • গোয়া ( কঙ্কণী ভাষা) – (অসংরক্ষিত -২৯, এস সি- ০১, এস টি – ০৬,  ও বি সি – ০৯, ই ডব্লু এস – ০৫) – ৫০
  • গুজরাট ( গুজরাটি ভাষা) – (অসংরক্ষিত -৩২৮, এস সি- ৫৬, এস টি – ১২০,  ও বি সি – ২১৬, ই ডব্লু এস – ৮০) – ৮০০
  • হরিয়াণা ( হিন্দি / পাঞ্জাবি ভাষা) – (অসংরক্ষিত -৬৭, এস সি- ২৮, এস টি – ০০,  ও বি সি – ৪০, ই ডব্লু এস – ১৫) – ১৫০
  • হিমাচল প্রদেশ ( হিন্দি ভাষা) – (অসংরক্ষিত -৮২, এস সি- ৫০, এস টি – ০৮,  ও বি সি – ৪০, ই ডব্লু এস – ২০) – ২০০
  • ঝাড়খন্ড ( হিন্দি / সান্থালি ভাষা) – (অসংরক্ষিত -১১, এস সি- ০৩, এস টি – ০৬,  ও বি সি – ০৩, ই ডব্লু এস – ০২) – ২৫
  • কর্ণাটক ( কন্নড় ভাষা) – (অসংরক্ষিত -৮০, এস সি- ৩২, এস টি – ১৪,  ও বি সি – ৫৪, ই ডব্লু এস – ২০) – ২০০
  • কেরালা ( মালায়ালম ভাষা) – (অসংরক্ষিত -৪১, এস সি- ০৭, এস টি – ০০,  ও বি সি – ২০, ই ডব্লু এস – ০৭) – ৭৫
  • মধ্য প্রদেশ ( হিন্দি ভাষা) – (অসংরক্ষিত -৩১, এস সি- ১১, এস টি – ১৫,  ও বি সি – ১১, ই ডব্লু এস – ০৭) – ৭৫
  • মহারাষ্ট্র ( মারাঠি ভাষা) – (অসংরক্ষিত -১৬৭, এস সি- ৩৭, এস টি – ৩৩,  ও বি সি – ১০১, ই ডব্লু এস – ৩৭) – ৩৭৫
  • মণিপুর ( মণিপুরি ভাষা) – (অসংরক্ষিত -১০, এস সি- ০০, এস টি – ০৮,  ও বি সি – ০২, ই ডব্লু এস – ০২) – ২০
  • মেঘালয় ( ইংরেজি / গারো / খাসি ভাষা) – (অসংরক্ষিত -২১, এস সি- ০০, এস টি – ২২,  ও বি সি – ০২, ই ডব্লু এস – ০৫) – ৫০
  • মিযোরাম ( মিযো ভাষা) – (অসংরক্ষিত -০৮, এস সি- ০০, এস টি – ০৯,  ও বি সি – ০১, ই ডব্লু এস – ০২) – ২০
  • নাগাল্যান্ড ( ইংরেজি ভাষা) – (অসংরক্ষিত -০৯, এস সি- ০০, এস টি – ০৯,  ও বি সি – ০০, ই ডব্লু এস -০২) – ২০
  • ওডিশা ( উড়িয়া ভাষা) – (অসংরক্ষিত -১৬০, এস সি- ৬৪, এস টি – ৮৮,  ও বি সি – ৪৮, ই ডব্লু এস – ৪০) – ৪০০
  • পন্ডিচেরি ( তামিল ভাষা) – (অসংরক্ষিত -০৬, এস সি- ০১, এস টি – ০০,  ও বি সি – ০২, ই ডব্লু এস – ০১) – ১০
  • পাঞ্জাব ( পাঞ্জাবি / হিন্দি ভাষা) – (অসংরক্ষিত -১৪৮, এস সি- ১০৫, এস টি – ০০,  ও বি সি – ৭৬, ই ডব্লু এস – ৩৬) – ৩৬৫
  • রাজস্থান ( হিন্দি ভাষা) – (অসংরক্ষিত -২৬১, এস সি- ১১০, এস টি – ৮৪,  ও বি সি – ১৩০, ই ডব্লু এস – ৬৫) – ৬৫০
  • তামিলনাড়ু ( তামিল ভাষা) – (অসংরক্ষিত -৪০, এস সি- ১৭, এস টি – ০০,  ও বি সি – ২৪, ই ডব্লু এস – ০৯) – ৯০
  • তেলেঙ্গানা ( তেলগু / উর্দু ভাষা) – (অসংরক্ষিত -৫২, এস সি- ২০, এস টি – ০৮,  ও বি সি – ৩৩, ই ডব্লু এস – ১২) – ১২৫
  • ত্রিপুরা ( বাংলা / ককবোরক ভাষা) – (অসংরক্ষিত -০৯, এস সি- ০৩, এস টি – ০৬,  ও বি সি – ০০, ই ডব্লু এস – ০২) – ২০
  • উত্তর প্রদেশ ( হিন্দি / উর্দু ভাষা) – (অসংরক্ষিত – ৩৬১, এস সি- ১৮৩, এস টি – ০৮,  ও বি সি – ২৩৬, ই ডব্লু এস – ৮৭) – ৮৭৫
  • উত্তরাখণ্ড ( হিন্দি ভাষা) – (অসংরক্ষিত -৭২, এস সি- ২২, এস টি – ০৩,  ও বি সি – ১৬, ই ডব্লু এস – ১২) – ১২৫
  • পশ্চিমবঙ্গ ( বাংলা / নেপালি ভাষা) – (অসংরক্ষিত – ২৮৮, এস সি- ১৬৪, এস টি – ৩৫,  ও বি সি – ১৫৭, ই ডব্লু এস – ৭১) – ৭১৫

 

    মোট পদ সংখ্যা – ৬১০০

 

SBI Recruitment 2021 Important dates:

  • অনলাইন আবেদন শুরু: ০৬ জলাই ২০২১
  • আবেদন করার শেষ তারিখ: ২৬ জুলাই ২০২১
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

   Age Limit:

    বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ৩১/১০/২০২০ এর হিসেবে। 

 

  SBI Recruitment 2021 Educational Qualification:

 

    যেকোনো বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে

 SBI Recruitment 2021 Selection Process:

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • অনলাইন পরীক্ষা
  • স্থানীয় ভাষার পরীক্ষা

এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

 

  •  জেনারেল / ও বি সি / ই ডব্লু এস – ৩০০/-
  • স্থানীয় ভাষার পরীক্ষা এস সি /এস টি / পি এইচ – বিণামূল্য

   আবেদন মূল্য ক্রেডিট কার্ডো, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। 

√   Salary: 

  এই পদের জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এর তরফ থেকে মাসিক বেতন ১৫,০০০/- রুপি বলা হয়েছে। 

 

 

           

 

 SBI recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।