Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, আগস্ট ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৮-২০২১ তারিখ থেকে ০৭-০৮-২০২১ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – আগস্ট, সপ্তাহ – প্রথম , (০১-০৮-২০২১ থেকে ০৭-০৮-২০২১)

√  ১) মহিলাদের সুরক্ষার জন্য কোথায় স্পেশাল ৪০ নামক স্কোয়াড গড়ে তোলা হচ্ছে?  উঃ- ইন্দোর

  ২) ভারতের কোন রাজ্য থেকে Ghost Chilli লন্ডনে রপ্তানি করা হল? 

উঃ- নাগাল্যান্ড
  ৩) জাতীয় মহিলা অনলাইন দাবা প্রতিযোগিতা তে প্রথম স্থান দখল করলেন কে?  উঃ- Vantika Agarwal 
  ৪) ২০২১ সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কোন ভারতীয় ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে?  উঃ- আশা ভোঁসলে
  ৫) ২০২১ সালে মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কে? উঃ- Cyrus Poonawalla
  ৬) টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতলেন কে ?  উঃ- পি. ভি. সিন্ধু 
  ৭) পানীয় জল প্রকল্পে NABARD সংস্থা পাঞ্জাব কে কত পরিমাণ অনুদান দিল?  উঃ- ৪৪৬ কোটি রুপি
  ৮) ২০২১ সালে কে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন জিতেছে? উঃ- Esteban Ocon 
  ৯) ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস (CGA) হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- দীপক দাস
  ১০) জি-২০ কালচার মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত করল কোন দেশ?  উঃ- ইটালি

 

 

  ১১) ভারতের কোন রাজ্যে অরকিড কন্সারভেশান সেন্টার খোলা হল?  উঃ- উত্তরাখণ্ড
  ১২) সম্প্রতি মায়ানমার এর নতুন প্রধানমন্ত্রী কে হলেন?  উঃ- Min Aung Hlaing
  ১৩) ভারতের কোন শহর ১০০ শতাংশ কোভিড টিকা সম্পন্ন করেছে?  উঃ- ভুবনেশ্বর
  ১৪) ভারতের কোন রাজ্য সরকার কৃষক সন্তানদের জন্য স্টাইফেন্ড এর ব্যবস্থা করল?  উঃ- কর্ণাটক
  ১৫) টোকিও অলিম্পিকে মেন’স সিঙ্গেল টেনিস এ স্বর্ণ পদক লাভ করলেন কে?  উঃ- Alexander Zverev
  ১৬) টোকিও অলিম্পিকে ১০০ মিটার দৌড় এ স্বর্ণ পদক লাভ করলেন কে?  উঃ- Marcell Jacobs
  ১৭) কোন কোম্পানি ২০২১ সালে ফরচুনস গ্লোবাল ৫০০ তালিকায় শীর্ষে আছে? উঃ- ওয়ালমার্ট
  ১৮) কোন ব্যাঙ্ক “দুকানদার ওভারড্রাফট স্কিম” চালু করল?   উঃ- HDFC ব্যাঙ্ক
  ১৯) ২০২১-২২ অর্থবর্ষে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PMMY) অধীনে সরকার কত পরিমাণ ঋণ বিতরণের লক্ষ্য নিয়েছে? উঃ- ৩ ট্রিলিয়ন
  ২০) সম্প্রতি দেশের প্রথম ভুমিকম্প সতর্কতা অ্যাপ্লিকেশান যার নাম উত্তরাখণ্ড ভুকম্প অ্যালার্ট বানাল কোন সংস্থা?  উঃ- IIT Roorkee

 

 

  ২১) বিশ্বের বৃহত্তম নীলকান্ত মনি কোথায় পাওয়া গেল?   উঃ- শ্রীলঙ্কা
  ২২) ভারতীয় জীবন বিমা নিগম এর নতুন ম্যানেজিং ডিরেক্টর কে হলেন? উঃ- Mini Ipe
  ২৩) টোকিও অলিম্পিক ২০২০ তে কুস্তিগীর রবি কুমার কোন পদক জিতলেন?  উঃ- রৌপ্য পদক
  ২৪) বর্ডার রোড অর্গানাইজেশান কোথায় বিশ্বের উচ্চতম যানবাহন চলাচলের রাস্তা তৈরি করেছে?  উঃ- লাদাখ
  ২৫) ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে বক্সিং এ ব্রোঞ্জ পদক জিতলেন কে?  উঃ- Lovlina Borgohain
  ২৬) ভারতীয় পুরুষ হকি দল কোন দলকে হারিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতল? উঃ- জার্মানি
  ২৭) ভারতের বিভিন্ন রাজ্যের বাঁধ গুলির উন্নতির জন্য বিশ্ব ব্যাঙ্ক কত পরিমাণ অর্থ অনুদান করার কথা ঘোষণা করল?  উঃ- ২৫০ মিলিয়ন ডলার
  ২৮) সম্প্রতি সবচেয়ে কম বয়সে K2 পর্বত আরোহন করে বিশ্ব রেকর্ড করেছেন কে?  উঃ- Shehroz Kashif
  ২৯) জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এর প্রথম মহিলা ডিরেক্টর কে হলেন ? উঃ- ধৃতী ব্যানার্জী
  ৩০) সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজিব গান্ধী খেল রত্ন পুরস্কার এর নাম পরিবর্তন করে কি নাম দেওয়া হয়েছে? উঃ- মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার

 

Weekly current affairs 2021 PDF August 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।