Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুলাই ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৭-২০২১ তারিখ থেকে ৩১-০৭-২০২১ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF BengaliContents মাস – জুলাই, সপ্তাহ – চতুর্থ , (২৩-০৭-২০২১ থেকে ৩১-০৭-২০২১) |
√ ১) ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এর Additional Chairman কে হলেন? | উঃ- Aramane Giridhar |
√ ২) সম্প্রতি কোন দেশ S-500 মিসাইল এর সফল পরীক্ষা সম্পন্ন করল? |
উঃ- রাশিয়া |
√ ৩) মেঘালয় এর নতুন ১২ তম জেলার নাম কি? | উঃ- Mairang |
√ ৪) ভারতের কোন রাজ্যে প্রথম বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হল? | উঃ- গুজরাট |
√ ৫) বিশ্বের প্রথম 3D- প্রিন্টেড স্টেইনলেস স্টিল ব্রিজ কোন জায়গায় তৈরি হয়েছে? | উঃ- আমস্টারডাম |
√ ৬) ২০২১ থেকে ২০২৫ এর জন্য জাতিসংঘের কর (Tax) কমিটির সদস্য হিসেবে নির্বাচিত ভারতীয় অর্থনীতিবিদদের নাম কি? | উঃ- রশ্মি রঞ্জন দাস |
√ ৭) ভারতের কোন রাজ্য ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করল? | উঃ- হরিয়াণা |
√ ৮) উৎসশ্রী প্রকল্প চালু করল কোন রাজ্য সরকার? | উঃ- পশ্চিমবঙ্গ |
√ ৯) ২০২১ এ কোন দেশ G-20 এনভাইরন্মেন্ট মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত করতে চলছে? | উঃ- ইটালি |
√ ১০) ২০২০-২১ মৌসুমে এআইএফএফ AIFF পুরুষদের বর্ষসেরা ফুটবলার হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? | উঃ- Sandesh Jhingan |
√ ১১) ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স নিজেদের নাম পরিবর্তন করে কি রেখেছে? | উঃ- নিভা বুপা |
√ ১২) সম্প্রতি UNESCO কোন ওয়ার্ল্ড হেরিটেজ কেন স্থানকে তাদের তালিকা থেকে বাদ দিল? | উঃ- লিভারপুল |
√ ১৩) কোন ফুটবল খেলোয়াড় এআইএফএফ AIFF মহিলা ফুটবলার অফ দ্য ইয়ার ২০২০-২১ পুরস্কার এ ভূষিত হয়েছেন? | উঃ- বালা দেবি |
√ ১৪) ২০২১ টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন কে? | উঃ- মিরাবাই চানু |
√ ১৫) 5G নেটওয়ার্ক এর উন্নতির জন্য Airtel কোন কোম্পানির সাথে যুক্ত হল? | উঃ- INTEL |
√ ১৬) ভারতীয় নৌবাহিনী তাদের কর্মচারিদের বেতন প্রদান করতে কোন ব্যাঙ্কের সাথে চুক্তি করল? | উঃ- কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক |
√ ১৭) ‘যোগযোগ’ হল ফেসবুকের মতো একটি সামাজিক মাধ্যম। কোন দেশ এই সামাজিক মাধ্যম তৈরি করছে? | উঃ- বাংলাদেশ |
√ ১৮) সতীশ কালসেকর, যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন ভাষার একজন বিখ্যাত কবি ছিলেন? | উঃ- মারাঠি |
√ ১৯) ভারতের বৃহত্তম লিথিয়াম আয়ন ব্যাটারি কারখানা কোথায় তৈরি হতে চলেছে? | উঃ- নয়ডা |
√ ২০) সম্প্রতি কোন দেশ Checkmate নামক যুদ্ধ বিমান তৈরি করল? | উঃ- রাশিয়া |
√ ২১) কোন দেশ ৬০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ম্যাগলিভ ট্রেন চালাতে চলেছে? | উঃ- চিন |
√ ২২) সম্প্রতি ১০৭ বছর বয়সে মারা গেলেন কেরালা রাজ্যের সবচেয়ে প্রবীণ শিক্ষার্থী, তাঁর নাম কি? | উঃ- ভাগীরথী আম্মা |
√ ২৩) কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা বৃহস্পতির উপগ্রহ ইউরোপা অভিযান এর কথা ঘোষণা করল? | উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র |
√ ২৪) ২০২১ টোকিও অলিম্পিকে প্রথম পদক জেতেন কে? | উঃ- চিন এর Yang Qian |
√ ২৫) কোন দেশ বিশ্বের প্রথম জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইস এর বানিজ্যিক উৎপাদনের জন্য অনুমোদন পেয়েছে? | উঃ- ফিলিপিনস |
√ ২৬) প্রিয়া মালিক সম্প্রতি কোন ক্রীড়া ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন? | উঃ- কুস্তি |
√ ২৭) বিউরো অব সিভিল অ্যাভিয়েশান সিকিউরিটি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন? | উঃ- নাসির কামাল |
√ ২৮) সম্প্রতি HCL টেকনলজির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? | উঃ- সি. বিজয়কুমার |
√ ২৯) ভারতের কোন রাজ্য সরকার কলেজে ঐচ্ছিক বিষয় হিসেবে National Cadet Corps কে অন্তর্ভুক্ত করল? | উঃ- মেঘালয় |
√ ৩০) সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এ যোগদান করল? | উঃ- সুইডেন |
√ ৩১) সম্প্রতি ভারতের কোন স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর তালিকাভুক্ত করা হল? | উঃ- ধোলাভিরা |
√ ৩২) উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে বাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হতে চলেছে? | উঃ- আসাম |
√ ৩৩) সম্প্রতি ভারত এবং রাশিয়া এর মধ্যে সেনা অনুশীলন অনুষ্ঠিত হতে চলেছে, এর নাম কি? | উঃ- INDRA |
√ ৩৪) ভারতীয় রেল সম্প্রতি কোন দেশে ২০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাল? | উঃ- বাংলাদেশ |
√ ৩৫) কোন ভারতীয় জাহাজ কাটলাস এক্সপ্রেস ২০২১ (CE২১) নামে বহুজাতিক সামুদ্রিক মহড়ায় অংশ নিচ্ছে? | উঃ- INS TALWAR |
√ ৩৬) ব্রিটিশ হাই কমিশনার কোন ভারতীয়কে Alexander Dalrymple পুরস্কার দিয়ে সম্মানিত করল? | উঃ- Vinay Badhwar |
√ ৩৭) টোকিও অলিম্পিক ২০২১ এ প্রথম স্কেটবোর্ডিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী খেলোয়াড়ের নাম কি? | উঃ- Yuto Horigome |
√ ৩৮) ২০২১ এ World Universities Summit এর উদ্বোধন করতে চলেছেন কে? | উঃ- Venkaiah Naidu |
√ ৩৯) অলিম্পিকে রৌপ্য পদক প্রাপ্ত মিরাবাই চানু কে মণিপুর সরকার কোন পদে সম্মানিত করল? | উঃ- ASP |
√ ৪০) কোন জাপানী অ্যাথিলিট ২০২১ টোকিও অলিম্পিকে সবচেয়ে কম বয়সে(১৩ বছর) স্বর্ণ পদক জিতে রেকর্ড গড়লেন? | উঃ- Momiji nishiya |
√ ৪১) কোন দিনটিকে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়? | উঃ- ২৮ জুলাই |
√ ৪২) ভারতের কোন রাজ্য Drink from tap প্রকল্প বাস্তবায়িত করল? | উঃ- ওডিশা |
√ ৪৩) USAID এর ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্ট প্রোগ্রামের জন্য ভারতের একমাত্র কোন শহরকে বেছে নেওয়া হয়েছে? | উঃ- ইন্দোর |
√ ৪৪) সম্প্রতি প্রয়াত হলেন প্রখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় Nandu Natekar, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮৮ বছর |
√ ৪৫) লেবানন এর নতুন প্রদানমন্ত্রী কে হয়েছেন? | উঃ- Najib Mikati |
√ ৪৬) কোন দেশ BIMSTEC সামিট ২০২১ আয়োজন করতে চলেছে? | উঃ- শ্রীলঙ্কা |
√ ৪৭) ইন্ডাস্ট্রিয়াল রোবট তৈরি করার জন্য Alphabet কোম্পানি যে নতুন আরেকটি কোম্পানি তৈরি করেছে তার নাম কি? | উঃ- Intrinsic |
√ ৪৮) ভারতের কোন রাজ্য ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পক্ষে সরকারি চাকরি সংরক্ষণ এর ব্যাবস্থা করেছে? | উঃ- কর্ণাটক |
√ ৪৯) টোকিও অলিম্পিক সম্প্রতি কোন অভিনেতা মহিন্দ্রা কোম্পানির ব্রান্ড অ্যাম্ব্যাসাডর হলেন? | উঃ- অজয় দেভগান |
√ ৫০) ভারতের কোন রাজ্য মহিলাদের সুরক্ষার জন্য পিঙ্ক প্রোটেকশান প্রজেক্ট চালু করল? | উঃ- কেরালা |
√ ৫১) ভারতের কোন রাজ্যে প্রথম H5N1 ভাইরাস এর সন্ধান পাওয়া গেল? | উঃ- হরিয়াণা |
√ ৫২) ভারতের কোন আই আই টি COVIHOME নামক দেশের প্রথম কোভিড-১৯ RNA টেস্ট কিট তৈরি করল? | উঃ- IIT Hyderabad |
√ ৫৩) কোন দেশ e-naira নামক নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করতে চলেছে। | উঃ- নাইজেরিয়া |
√ ৫৪) প্রয়াত হলেন প্রখ্যাত ইংল্যান্ড এর ক্রিকেট খেলোয়াড় Mike Hendrick মৃত্যুকেল তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৭২ বছর |
Weekly current affairs 2021 PDF July 4th week Download pdf
আরও পড়ুন |
|
|