Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, সেপ্টেম্বর ২০২২, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৯-২০২২ তারিখ থেকে ২২-০৯-২০২২ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF Bengaliমাস – সেপ্টেম্বর, সপ্তাহ – তৃতীয়, ( ১৬-০৯-২০২২ থেকে ২২-০৯-২০২২) |
√ ১) বর্তমানে ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল ব্রান্ড কোনটি? | উঃ- TCS |
√ ২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পেসেন্ট সেফটি ডে পালন করা হয়? |
উঃ- ১৭ সেপ্টেম্বর |
√ ৩) ভারতের সেরা চিড়িয়াখানা এর তকমা পেল কোন চিড়িয়াখানা? | উঃ- Padmaja Naidu Himalayan Zoological Park, Darjeeling |
√ ৪) ভারতের ৭৬ তম গ্রান্ড মাস্টার কে হলেন? | উঃ- প্রনব আনন্দ |
√ ৫) ভারতে আবার কত বছর পর চিতা ফিরে এল? | উঃ- ৭০ বছর |
√ ৬) রক্তদান অমৃত মহোৎসব এর উদ্বোধন করলেন কে? | উঃ- স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া |
√ ৭) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক বাম্বু দিবস পালন করা হয়? | উঃ- ১৮ সেপ্টেম্বর |
√ ৮) সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? | উঃ- Vinod Aggarwal |
√ ৯) সম্প্রতি Whatsapp ফাস্ট ট্যাগ রিচার্জ এর জন্য কোন ভারতীয় ব্যাংক এর সাথে চুক্তি করেছে? | উঃ- আই ডি এফ সি ফার্স্ট ব্যাঙ্ক |
√ ১০) সম্প্রতি ভারতের প্রথম স্বচ্ছ সুজল প্রদেশ ঘোষণা করা হল কোন রাজ্যকে? | উঃ- আন্দামান ও নিকোবর |
√ ১১) সংযুক্ত আরব আমিরাত কোন দেশের সাথে চুক্তি করে মুন রোভার মিশনে অংশগ্রহণো করছে? | উঃ- চিন |
√ ১২) বিশ্বের প্রথম চিতা রিহ্যাবিলেশান প্রজেক্ট চালু করলেন কে? | উঃ- নরেন্দ্র মোদি |
√ ১৩) কাশ্মির এর প্রথম মাল্টিপ্লেক্স কোথায় চালু হল? | উঃ- শ্রীনগর |
√ ১৪) ভারতের প্রথম লিথিয়াম আয়ন ব্যাটার কারখানা কোথায় চালু হয়েছে? | উঃ- অন্ধ্র-প্রদেশ |
√ ১৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়? | উঃ- ২১ সেপ্টেম্বর |
√ ১৬) প্রয়াত হলেন প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৫৮ |
√ ১৭) আন্তর্জাতিক প্যারা অ্যাথিলিট গ্রান্ড প্রিক্স এ ভারতের হয়ে জ্যাভেলিন থ্রো তে রৌপ্য পদক জিতলেন কে? | উঃ- Devendra Jhajharia |
√ ১৮) আন্তর্জাতিক রেস্টলিং চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতলেন কে? | উঃ- বজরং পুনিয়া |
√ ১৯) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক গন্ডার দিবস পালন করা হয়? | উঃ- ২২ সেপ্টেম্বর |
√ ২০) PM Cares ফান্ড এর ট্রাস্টি পদে কে নিযুক্ত হলেন? | উঃ- রতন টাটা |
Weekly Current Affairs 2022 PDF September 3rd week Download pdf
আরও পড়ুন |
|
|