Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, সেপ্টেম্বর ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৯-২০২২ তারিখ থেকে ১৫-০৯-২০২২ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – দ্বিতীয়, ( ০৮-০৯-২০২২ থেকে ১৫-০৯-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক শিক্ষিত দিবস পালন করা হয়?  উঃ- ০৮ সেপ্টেম্বর

  ২) ভারতের কোন রাজ্য সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমনের ক্ষেত্রে সবচেয়ে ভাল সাংস্কৃতিক স্থান হিসেবে মান্যতা পেয়েছে? 

উঃ- পশ্চিমবঙ্গ
  ৩) সম্প্রতি দিল্লির রাজপথ এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে?  উঃ- কর্তব্য পথ
  ৪) সম্প্রতি প্রয়াত হলেন ভারতীয় বক্সার বির্জু সাহ, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৭০ বছর 
  ৫) ইন্ডিগো এয়ারলাইন এর নতুন সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Pieter Elbers
  ৬) প্রয়াত হলেন ব্রিটেন এর রাণী, দ্বিতীয় এলিজাবেথ, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৯৬ বছর
  ৭) হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এ ভারতের স্থান কত?  উঃ- ১৩১ তম
  ৮) সম্প্রতি কোন রাজ্য ১০০ দিনের আর্বান এমপ্লয়মেন্ট গ্যারিন্টি স্কিম চালু করেছে?  উঃ- রাজস্থান 
  ৯) হিন্দুস্থান পেট্রোলিয়াম সম্প্রতি CSR প্রজেক্ট এর জন্য কোন সংস্থার সাথে চুক্তি করেছে?  উঃ- ভারতীয় সেনা
  ১০) সম্প্রতি কোন রাজ্য সরকার “রেসিডেন্টস সেফটি অ্যান্ড সিকিউরিটি পোর্টাল” চালু করল?  উঃ- মেঘালয়

 

 

  ১১) সিকিম প্রথম বারের জন্য কতগুলি রঞ্জি ট্রফি ম্যাচ এর আয়োজন করতে চলেছে?  উঃ- ৩ টি
  ১২) প্রয়াত হলেন স্বামী সবরূপানন্দ সরস্বতী, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯০ বছর
  ১৩) সম্প্রতি কোন ব্যাঙ্ক ভারতের প্রথম ইলেকট্রনিক ব্যাঙ্ক গ্যারিন্টি দেওয়া শুরু করল?  উঃ- HDFC ব্যাঙ্ক
  ১৪) প্রয়াত হলেন প্রখ্যাত তেলগু অভিনেতা Krishnam Raju মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৩ বছর
  ১৫) কোন রাজ্য সরকার চাষিদের আইডি প্রদান করতে চলেছে?  উঃ- উত্তর প্রদেশ
  ১৬) বেদন্ত এবং ফক্সকন ভারতের কোন রাজ্যে সিলিকন চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্য ১.৫৪ লক্ষ কোটি রুপি খরচ করতে চলেছে?  উঃ- গুজরাট 
  ১৭) ভারতের কোয়ান্টাম কম্পিউটার টেকনলজি গড়ে তোলার জন্য আই আই টি মাদ্রাজ কোন সংস্থার সাথে চুক্তি করেছে?  উঃ- আই বি এম 
  ১৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক গনতন্ত্র দিবস পালন করা হয়?  উঃ- ১৫ সেপ্টেম্বর
  ১৯) ওয়ার্ল্ড রেস্টলিং চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতলেন কে?  উঃ- Vinesh Phogat

 

 

Weekly Current Affairs 2022 PDF September 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।