Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, নভেম্বর ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-১১-২০২২ তারিখ থেকে ০৭-১১-২০২২ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – নভেম্বর, সপ্তাহ – প্রথম, ( ০১-১১-২০২২ থেকে ০৭-১১-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ভেগান দিবস পালন করা হয়?  উঃ- ০১ নভেম্বর

  ২) কোন সংস্থা বিশ্বের সবচেয়ে বড়ো চাকুরিদাতা সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে? 

উঃ- ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়
  ৩) সম্প্রতি ইউনাইটেড নেশানস রিফিউজি এজেন্সি এর রিপোর্ট অনুসারে বিশ্বে কত পরিমাণ মানুষ গৃহহীণ হয়েছে?  উঃ- ১০৩ মিলিয়ন
  ৪) পশ্চিমবঙ্গ সরকার এর কোন স্কিম সম্প্রতি SKOCH পুরস্কার পেল?   উঃ- সক্ষ্মীর ভান্ডার
  ৫) ১ম আসিয়ান-ইন্ডিয়া স্টার্ট-আপ ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- ইন্দোনেশিয়া
  ৬) প্রয়াত হলেন প্রখ্যাত অসমীয়া চিত্রশিল্পী নীল পবন বড়ুয়া, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৪ বছর
  ৭) ভারতের ৫৩ তম টাইগার রিসার্ভ কোথায় উদ্বোধন করা হল?  উঃ- উত্তরপ্রদেশ, রানিপুর
  ৮) সম্প্রতি প্রয়াত হলেন স্টিল ম্যান অব ইন্ডিয়া জামসেদ ইরানি, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৬ বছর
  ৯) উত্তর ভারতের প্রথম ডাটা সেন্টার কোথায় উদ্বোধন করা হল?  উঃ- গ্রেটার নয়ডা
  ১০) মেক্সিকান ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স ২০২২ জিতলেন কে?   উঃ- Max Verstappen

 

 

  ১১) উত্তর-পূর্ব ভারতের প্রথম ফিস মিউজিয়াম কোথায় তৈরি করা হল?  উঃ- অরুণাচল প্রদেশ
  ১২) সিভিল এয়ার নেভিগেশন সার্ভিসেস অর্গানাইজেশন, এশিয়া প্যাসিফিক এর কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হল?  উঃ- গোয়া
  ১৩) প্যালেস্টাইন এর রিফিউজিদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতির জন্য ভারত কত পরিমাণ অর্থ অনুদান দিল?  উঃ- ২.৫ মিলিয়ন ডলার
  ১৪) ২০২২ সালে গ্লোবাল ইনভেস্টরস মিট কোথায় অনুষ্ঠিত হয়েছে?  উঃ- কর্ণাটক
  ১৫) আই সি সি টি-২০ বিশবকাপে প্রথম অপরাজেয় হ্যাট্ট্রিক করলেন কে?  উঃ- বিরাট কোহলি
  ১৬) ২০২২ এশিয়া কাপ সাইক্লিং টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- কেরালা
  ১৭) ভারতের সবচেয়ে বড়ো উইন্ড টারবাইন কোন কোম্পানি স্থাপন করেছে?  উঃ- আদানি নিউ ইন্ডাস্ট্রিস
  ১৮) প্রতি বছর কোন দিনে বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়?  উঃ- ৫ ডিসেম্বর 
  ১৯) ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?  উঃ- শুভ্রকান্ত পান্ডা
  ২০) কোন দেশ সবচেয়ে লম্বা প্যাসেঞ্জার ট্রেন চালিয়ে রেকর্ড তৈরি করল?  উঃ- সুইজারল্যান্ড

 

 

  ২১) মঙ্গোলিয়া এর প্রথম গ্রিনফিল্ড ওয়েল রিফাইনারি তৈরি করছে কোন ভারতীয় কোম্পানি?  উঃ- মেঘা লিমিটেড, হায়দ্রাবাদ 
  ২২) প্রতি বছর কোন দিনে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয়?  উঃ- ০৭ নভেম্বর 
  ২৩) এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ এ স্বর্ণ পদক জিতল কোন দল?  উঃ- ভারত
  ২৪) প্রয়াত হলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সরন নেগি, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ১০৬ বছর
  ২৫) জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ এর চেয়্যারম্যান পদে নিযুক্ত হলেন কে?  উঃ- কিশোর কে বাসা
  ২৬) UIDAI কর্তৃক চালু করা নতুন চ্যাট বট এর নাম কি?  উঃ- আধার মিত্র

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।