Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, নভেম্বর ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-১১-২০২২ তারিখ থেকে ১৫-১১-২০২২ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – নভেম্বর, সপ্তাহ – দ্বিতীয়, ( ০৮-১১-২০২২ থেকে ১৫-১১-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক রেডিওগ্রাফি দিবস পালন করা হয়?  উঃ- ০৮  নভেম্বর

  ২) অক্টোবর ২০২২ এ আই সি সি মেনস প্লেয়ার অব দি মান্থ হিসেবে স্বীকৃতি পেয়েছেন কে? 

উঃ- বিরাট কোহলি
  ৩) অক্টোবর ২০২২ এ আই সি সি ওমেন্স প্লেয়ার অব দি মান্থ হিসেবে স্বীকৃতি পেয়েছেন কে?  উঃ- Nida Dar
  ৪) ২০২২ সালে ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনেছে?   উঃ- রাশিয়া
  ৫) কোন ভারতীয় ব্যাটসম্যান প্রথম বারের মত এক বছরে টি-২০ ক্রিকেট এ এক বছরে ১০০০ রান করে রেকর্ড গড়েছেন?  উঃ- সূর্যকুমার যাদব
  ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক বিজ্ঞান ও শান্তির সপ্তাহ পালন করা হয়?  উঃ- ৯ থে ১৫ নভেম্বর
  ৭) ভারতের নতুন চিফ জাস্টিস পদে কে নিযুক্ত হচ্ছেন?  উঃ- Justice DY Chandrachud
  ৮) প্রতি বছর কোন দিনে জাতীয় আইনী সেবা দিবস পালন করা হয়?  উঃ- ০৯ নভেম্বর 
  ৯) ভারতের কোন মিউনিসিপ্যালিটি প্রথম মিউনিসিপ্যাল বন্ড চালু করল?  উঃ- ভদোদরা মিউনিসিপ্যালিটি
  ১০) টোকিও তে অনুষ্ঠিত প্যারা-ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এ স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- প্রমোদ ভগত ও মনীষা রামদাস

 

 

  ১১) প্রতি বছর কোন দিনে শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয়?  উঃ- ১০ নভেম্বর
  ১২) ২০২৩ এর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- উত্তর প্রদেশ
  ১৩) ৪২ তম ইন্ডিয়ান ন্যাশনাল কার্টোগ্রাফিক অ্যাসোসিয়েশন এর ইন্টারন্যাশনাল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হল?  উঃ- উত্তরাখন্ড
  ১৪) ২০২২ সালের ১৮ তম আন্তর্জাতিক টেলিমেডিসিন কনফারেন্স TELEMEDICON কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- কেরালা
  ১৫ প্রধানমন্ত্রী গতি শক্তি মাল্টিমডেল ওয়াটারওয়েজ সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- বারানসী
  ১৬) প্রতি বছর কোন দিনে ন্যাশনাল এডুকেশান ডে পালন করা হয়?  উঃ- ১১ নভেম্বর
  ১৭) ২০২৩ সালের ওয়ার্ল্ড ওমেনস বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- ভারত
  ১৮) টি-২০ ক্রিকেট এ প্রথম ৪০০০ রান এর রেকর্ড গড়েছেন কে?  উঃ- বিরাট কোহলি
  ১৯) ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বাংলাদেশ কে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করতে কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে?  উঃ- ৪.৫ বিলিয়ন ডলান
  ২০) লন টেনিস এ ছয় বারের চ্যাম্পিয়ন নোভাক জাকোভিচ কে হারিয়ে প্যারিস মাস্টার্স টাইটেল জিতলেন কে?  উঃ- Holger Rune 

 

 

  ২১) প্রতি বছর কোন দিনে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়?  উঃ- ১২ নভেম্বর
  ২২) সম্প্রতি BSNL কোন কোম্পানির সাথে 4G টেকনলজির চুক্তি করল?  উঃ- টি সি এস
  ২৩) প্রয়াত হলেন প্রখ্যাত গণিতঞ্জ আর এল কাশ্যপ, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৫ বছর 
  ২৪) প্রয়াত হলেন ব্যাটম্যান অ্যানিমেশান এর ভয়েস অ্যাক্টর Kevin Conroy, তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৬৬ বছর
  ২৫) ১৭ তম G20 বৈঠক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- বালি, ইন্দোনেশিয়া
  ২৬) ৪১ তম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কোথায় অনুষ্ঠিত হচ্ছে?  উঃ- দিল্লী 
  ২৭) প্রয়াত হলেন ইরানিয়ান রিফিউজি মেহরান করিমি নাসেরি, যিনি আঠেরো বছর ধরে প্যারিস এয়ারপোর্ট এ বাস করতেন। তাঁর জীবনি নিয়ে তৈরি সিনেমার নাম কি? উঃ- THE TERMINAL

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।