Latest Current Affairs July 2023

Latest Current Affairs July 2023, Bangla

 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা,  ২০২৩, জুলাই দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৭-২০২৩ তারিখ থেকে ১৫-০৭-২০২৩ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Latest Current Affairs July 2023, বাংলা

মাস – জুলাই, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০৭-২০২৩ থেকে ১৫-০৭-২০২৩)

 ১) সম্প্রতি ডিফেন্স মিনিস্ট্রি HAL ( হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড ) এর সাথে কত পরিমাণ অর্থের চুক্তি স্বাক্ষর করল?  উঃ- ৪৫৮ কোটি রুপি

  ২) ভারতীয় নির্বাচন কমিশান নির্বাচনের ব্যাবস্থা আরোও সুস্থ করতে কোন দেশের সাথে চুক্তি বদ্ধ হল? 

উঃ- পানামা
  ৩) সম্প্রতি চিন তাদের নিজস্ব ওপারেটিং সিস্টেম তৈরি করল। এর নাম কি?  উঃ- Open Kylin
  ৪) ব্রিটিশ গ্রান্ড প্রিক্স জিতলেন কে?   উঃ- ম্যাক্স ভার্স্টাপ্পেন
  ৫) তৃতীয় বিশ্ব হিন্দু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- ব্যাংকক 
  ৬) National fish farmers’s Day কবে পালন করা হয়?  উঃ- 10th July
  ৭) কোন ব্যাঙ্ক IVR absed UPI payment system শুরু করল?  উঃ- PNB 
  ৮) ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বাড়াতে কোন দুটি কোম্পানি একসাথে মিলে কাজ করার সিদ্ধান্ত নিল? উঃ- dell & Intel
  ৯) প্রতি বছর কোন দিনে World Population Day হিসেবে পালন করা হয়?  উঃ- 11th July
  ১০) প্রতি বছর কোন দিনে World Paper Bag day পালন করা হয়?  উঃ- 12th July

Latest Current Affairs July 2023 বাংলা, প্রথম সপ্তাহ

 

 

 ১১) ভারতের প্রধানমন্ত্রী কোন দেশের মিলিটারি প্যারেড এর Guest of Honour হতে চলেছেন?  উঃ- Franch 

  ১২) ভারত তার কোন প্রতিবেশী দেশের সাথে ভারতীয় রুপি এর মাধ্যমে বাণিজ্য করার চুক্তি স্বাক্ষর করল?

উঃ- বাংলাদেশ
  ১৩) ৩৪ তম International Biology Olympiad এ প্রথম স্থান অধিকার করল কোন দেশ?  উঃ- ভারত
  ১৪) কোন ভারতীয় পাবলিক সাক্টর ইউনিট সর্বপ্রথম Anti brabery management system সফল ভাবে স্থাপন করল?   উঃ- ONGC
  ১৫) সম্প্রতি ২০২৩ এ উনুষ্টিত World Archery Championship এ ভারত কতগুলি পদক জিতল?  উঃ- ১১ টি
  ১৬) SBI Cards এর CEO পদে কে নিযুক্ত হলেন?  উঃ- অভিজিত চক্রবর্তী
  ১৭) ভারতের কোন রাজ্য সম্প্রতি AI News Anchor চালু করল?  উঃ- Odissa
  ১৮) ২০২৩ সালে গ্লোবাল পিস ইনডেক্স এ ভারতের স্থান কত?  উঃ- ১২৬ তম 
  ১৯) প্রয়াত হলেন La Liga legend, Luis Suarez, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৮ বছর
  ২০) World Youth skill day প্রতি বছর কোন দিনে পালন করা হয়?  উঃ- ১৫ জুলাই

 

Latest Current Affairs June 2023 বাংলা, চতুর্থ সপ্তাহ

 

 

 ২১) সম্প্রতি কোন কোম্পানি OLX Auto সার্ভিস কে কিনে নিতে চলেছে?  উঃ- Car Trade Tech

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।