Latest Current Affairs July 2023

Latest Current Affairs July 2023, Bangla

 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা,  ২০২৩, জুলাই প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৭-২০২৩ তারিখ থেকে ০৭-০৭-২০২৩ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Latest Current Affairs July 2023, বাংলা

মাস – জুলাই, সপ্তাহ – প্রথম, (০১-০৭-২০২৩ থেকে ০৭-০৭-২০২৩)

 ১) এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ এ জয়লাভ করল কোন দেশ?  উঃ- ভারত

  ২) ভারতের সবচেয়ে বড়ো ন্যাচারাল আর্চ কোথায় খুঁজে পাওয়া গেল? 

উঃ- ওডিশা
  ৩) প্রতি বছর কোন দিনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দে পালন করা হয়?  উঃ- ০১ জুলাই
  ৪) অস্ট্রিয়ান গ্রান্ড প্রিক্স এ জয় লাভ করলেন কে?  উঃ- ম্যাক্স ভার্স্টাপ্পেন
  ৫) ওয়ার্ল্ড ট্রেড ওর্গানাইজেশান এ ৯ মাসের জন্য ভারতের অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Brajendra Navnit 
  ৬) সম্প্রতি ভারত সরকার কোন ক্যাটাগরি এর প্রোডাক্ট এর ওপর ট্যাক্স কমিয়ে দিল?  উঃ- হোম অ্যাপ্লায়েন্স
  ৭) ভারতে ইলেকট্রনিক্স আইটেম রপ্তানিতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?  উঃ- তামিলনাড়ু
  ৮) ভারতের প্রথম নিজস্ব প্রজুক্তিতে তৈরি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোথায় স্থাপিত হল?  উঃ- গুজরাট
  ৯) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের CFO পদে কাকে নিযুক্ত করেছে?  উঃ- Kameshwar Rao Kodavanti
  ১০) সম্প্রতি ভারত সরকার কোন দেশের সাথে ইন্ডিয়ান রুপি এর মাধ্যমে বাণিজ্য করার সিদ্ধান্ত নিল?  উঃ- মালেশিয়া

Latest Current Affairs June 2023 বাংলা, দ্বিতীয় সপ্তাহ

 

 

 ১১) সম্প্রতি কোন দেশ তাদের দেশ থেকে সমস্থ ধরনের প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করল?  উঃ- নিউজিল্যান্ড

  ১২) ক্যারিবিয়ান মহিলা প্রিমিয়ার লিগ এ কোন ভারতিয় ক্রিকেটার প্রথম ভারতীয় হিসেবে যোগদান কতে চলেছে?

উঃ- Shreyanka Patil
  ১৩) ১৩২ তম ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- কলকাতা
  ১৪) AIFF Men;s Footballer of the year ২০২২-২০২৩ সম্মান পেলেন কে?   উঃ- Lallianzuala Chhangte
  ১৫) কোন দিনে প্রতি বছর ওয়ার্ল্ড যোনোসিস ডে পালন করা হয়?  উঃ- ০৬ জুলাই
  ১৬) ভারতের প্রথম পুলিশ ড্রোন ইউনিট কোথায় চালু করা হল?  উঃ- চেন্নাই
  ১৭) বাস্কেটবল ফেডারেশান অব ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Aadhav Arjuna
  ১৮) ২০২৩ সালে গ্লোবাল পিস ইনডেক্স এ ভারতের স্থান কত?  উঃ- ১২৬ তম 
  ১৯) ২০২৩ সালে গ্লোবাল পিস ইনডেক্স এ প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?  উঃ- আইসল্যান্ড
  ২০) ফেসবুক এর প্যারেন্ট কোম্পানি মেটা সম্প্রতি টুইটার এর প্রতিদ্বন্দ্বী অ্যাপ চালু করল, এর নাম কি?  উঃ- Threads

 

Latest Current Affairs June 2023 বাংলা, চতুর্থ সপ্তাহ

 

 

 ২১) সম্প্রতি কোন দেশের ক্রিকেট ক্যাপ্টেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন?  উঃ- বাংলাদেশ, তামিম ইকবাল

  ২২) ২০২৩ সালে চন্দ্রযান-৩ কবে লঞ্চ হতে চলেছে? 

উঃ- ১৪ জুলাই

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।